বাংলা নিউজ > ময়দান > IND vs SL: এ রকম ইনিংস খেলতে ভাগ্যের সাহায্য প্রয়োজন- তাঁর ক্যাচ মিস নিয়ে সোজাসাপ্টা কোহলি

IND vs SL: এ রকম ইনিংস খেলতে ভাগ্যের সাহায্য প্রয়োজন- তাঁর ক্যাচ মিস নিয়ে সোজাসাপ্টা কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ছন্দে সেঞ্চুরি করেন কোহলি। ছবি: পিটিআই

শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির ১১৩ রানের ইনিংস হত না, যদি না তাঁর দু'টো ক্যাচ মিস করত শানাকার টিম। তাঁর ক্যাচ মিস করার ফল লঙ্কানরা হাতেনাতেই পেয়েছেন। কোহলির রান যখন ৫২, তখন প্রথম ক্যাচ পড়ে তাঁর। আরও এক বার যখন ৮১ রানে ব্যাট করছিলেন, তখন কোহলির ক্যাচ ফেলে শ্রীলঙ্কা।

২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই-এ ১১৩ রান করেছিলেন কোহলি। কাকতালীয় হলেও, ঠিক এক মাস বাদেই অর্থাৎ ১০ জানুয়ারি ফের সেঞ্চুরি হাঁকালেন কোহলি। এ বারও করলেন ১১৩ রান। তবে টিমটা আলাদা। এ বার তিনি ১১৩ হাঁকালেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাশাপাশি এ বার ৮৭ বলে ১১৩ করলেন কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন ৯১ বলে। এইটুকুই যা পার্থক্য।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির ১১৩ রানের ইনিংস হত না, যদি না তাঁর দু'টো ক্যাচ মিস করত শানাকার টিম। তাঁর ক্যাচ মিস করার ফল লঙ্কানরা হাতেনাতেই পেয়েছেন। কোহলির রান যখন ৫২, তখন প্রথম ক্যাচ পড়ে তাঁর। আরও এক বার যখন ৮১ রানে ব্যাট করছিলেন, তখন তাঁর ক্যাচ পড়ে। তার ৪৫তম ওডিআই সেঞ্চুরি পেতে ভাগ্য সহায় হয়েছিল, এ কথা মেনে নেন কোহলি। এর জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। কোহলি তাই পরিষ্কার বলেছেন, ‘ভাগ্যিস ক্যাচ দু'টো পড়েছিল। আমি চাইব, এ রকম ক্যাচ আরও পড়ুক। এ রকম ইনিংস খেলতে হলে ভাগ্যের সাহায্য একটু প্রয়োজন। ঈশ্বরকে ধন্যবাদ।’

আরও পড়ুন: আদৌ কি ১৫৬ কিমিতে বল করেছিলেন উমরান? বিভ্রান্ত সম্প্রচারকারীরা

সেঞ্চুরি করার পর কোহলি বলেন, তিনি নাকি এই সিরিজের আগে যে বিশ্রাম পেয়েছেন, সেটাই ভালো পারফরম্যান্স করতে কাজে লেগেছে। প্রাক্তন অধিনায়কের দাবি, ‘আমি কিছু দিনের ছুটি নিয়েছিলাম। এই ম্যাচ খেলার আগে দু’টি মাত্র অনুশীলন সেশনে নেমেছিলাম। তাই বাংলাদেশ সফরের পর আমি বেশ তরতাজা ছিলাম। ঘরের মাঠে খেলার জন্য মুখিয়ে ছিলাম। ওপেনাররা রান করে আমাকে নিজের মতো খেলার সুযোগটা করে দিয়েছিল। ভালো লাগছে শেষ পর্যন্ত আমরা রানের গতিটা ধরে রাখতে পেরেছিলাম বলে।’

সেই সঙ্গে ম্যাচের শেষে তাঁর উপলব্ধি, ‘আমি একটা কথা বুঝেছি, হতাশা আমাদের বিভ্রান্ত করে। সঠিক কারণে খেলতে হবে। এবং সব ম্যাচ নিজের শেষ ম্যাচ ধরে নিয়ে খেলতে হবে। খুশিতে থাকতে হবে। ম্যাচ গড়িয়ে যাবে এবং নিজের জায়গায় খুশি থাকতে হবে। শুধু খেলার দিকে মন দিতে হবে। মজা করতে হবে। মাঠে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। সেটাই করার চেষ্টা করছি।’

আরও পড়ুন: কোহলি হয়ে গেলেন আম্পায়ার, 'আউট ঘোষণা' করলেন রোহিতকে- ভাইরাল ভিডিয়ো

বহু দিন বাদে বিরাট কোহলিকে পুরনো মেজাজে পাওয়া যাচ্ছে। পরপর ২টি ওডিআই-এ শতরান করেছেন। তবে কোহলি এখন প্রতিটা ম্যাচকে শেষ ম্যাচ ভেবে নিয়েই খেলতে নামেন। বলেও দিয়েছেন, ‘নিজের সেরাটা দিয়ে খেলতে হবে। আমি এখন সব ম্যাচকে নিজের শেষ ম্যাচ ভেবে খেলি। কারণ, আমি তো সারা জীবন খেলব না। কিন্তু ক্রিকেট থেকে যাবে। তাই শুধু উপভোগ করতে হবে। সেটাই এখন করছি।’

তিনি আরও বলেছেন, ‘আমার প্রস্তুতি এবং লক্ষ্য সব সময়েই এক থাকে। আমার মনে হয়েছিল, ঠিকঠাক বল মারছি। আমি বুঝতে পেরেছিলাম আমাদের অতিরিক্ত ২৫-৩০ রান দরকার। দ্বিতীয়ার্ধের কন্ডিশন বোঝার চেষ্টা করেছি। বোর্ডে আমাদের জন্য বড় রান সংগ্রহ করার চেষ্টা করেছি।’

নিজের ফিটনেস নিয়ে বিরাট বলেন, ‘বয়স বাড়ছে, তাই কী খাচ্ছি সে দিকে নজর রাখি। সেটাই আমাকে ফিট থাকতে সাহায্য করে। দলের হয়ে ১০০ শতাংশ দিতে সাহায্য করে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু চুটিয়ে প্রেম করে 'লাভ ব্রেন' এ আক্রান্ত প্রেমিকা! এটা আবার কী রোগ? আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন ‘সন্ত্রাসবাদীদের জন্য কেন কেঁদেছিলেন’, বাটলা হাউস নিয়ে সোনিয়াকে আক্রমণ নড্ডার ‘‌টাকা কত লাগবে দেখে নিন’‌, টিকিট পেতে অর্থ দেওয়ার অভিযোগ, কবিরের অডিয়ো ফাঁস দ্বিতীয় বিয়ের পর মিলেছে খোঁটা! অপমান ভুলে রাতুলে মজে রূপাঞ্জনা, বউভাতের ঝলক বান্ধবীর জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় পাকিস্তানে বন্ধুকে গুলি করে খুন যুবকের ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.