বাংলা নিউজ > ময়দান > IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ৬০ উইকেট নিলেন অশ্বিন, পিছনে ফেললেন ওয়ার্নকে

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ৬০ উইকেট নিলেন অশ্বিন, পিছনে ফেললেন ওয়ার্নকে

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএনআই

শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। সেই ৬ উইকেটের হাত ধরেই সদ্য প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের তারকা স্পিনার।

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন একযোগে টপকে গিয়েছিলেন রিচার্ড হ্যাডলি (৪৩১), রঙ্গনা হেরথ (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)। বেঙ্গালুরুতে আবার সিরিজের দ্বিতীয় টেস্টে অশ্বিন সর্বকালীন টেস্ট উইকেটশিকারিদের তালিকায় পিছনে ফেলেছেন ডেল স্টেইনকে (৪৪০)। এ বার কিংবদন্তি শেন ওয়ার্নকে অন্য পরিসংখ্যানের বিচারে টপকে গিয়ে অন্য নজির গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। সেই ৬ উইকেটের হাত ধরেই সদ্য প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের তারকা স্পিনার। শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিন মোট ৬০টি উইকেট নিয়ে ফেললেন। সেখানে ওয়ার্নের সংগ্রহ ৫৯ উইকেট। ওয়ার্নকে টপকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারীদের তালিকায় চারে জায়গা করে নিলেন অশ্বিন। ওয়ার্ন এক ধাপ নেমে চলে গেলেন পাঁচ নম্বরে।

এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতেরই প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে। যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮টি টেস্টে খেলে ৭৪টি উইকেট নেন। পাকিস্তানের সইদ আজমল আবার লঙ্কার বাহিনীর বিরুদ্ধে ১৪টি টেস্ট খেলে ৬৬টি উইকেট নিয়েছিলেন। পাক পেস কিংবদন্তি ওয়াসিম আক্রম ১৯টি ম্যাচে ৬৩টি উইকেট নিয়েছেন। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১১টি ম্যাচ খেলে ৬০টি উইকেট নিয়ে ফেলেছেন অশ্বিন।

প্রসঙ্গত, অশ্বিন টেস্ট ক্রিকেটে মোট ৪৪২টি উইকেট নিয়ে ফেলেছেন। আপাতত টেস্টের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় অশ্বিন আট নম্বরে রয়েছেন। তাঁর সামনে রয়েছেন ওয়ালস (৫১৯), ব্রড (৫৩৭), ম্যাকগ্রা (৫৬৩), কুম্বলে (৬১৯), অ্যান্ডারসন (৬৪০), ওয়ার্ন (৭০৮) ও মুরলিধরন (৮০০)।

বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২৫২ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে ৩০৩ রানে ইনিংসের সমাপ্তির ঘোষণা করে। শ্রীলঙ্কার সামনে ৪৪৭ রানের লক্ষ্য রাখে ভারত। কিন্তু শ্রীলঙ্কাকে ২০৮ রানে অল আউট করে ২৩৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধ্রুপদী শিরোপার মান রাখতে বেসরকারি স্কুলে বাংলা ফেরাতে উদ্যোগী রাজ্য ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্সের ব্যাটিং দুর্বলতা কী? পার্থিব প্যাটেলের মজার উত্তর আরজি কর কাণ্ডে নয়া তথ্য, 'তৃণমূলী ডাক্তারকে' নিয়ে আদালতে বিস্ফোরক CBI মা দুর্গার সপরিবার ‘পেনসিল’ অবতার! ক্ষুদ্রতম প্রতিমা গড়ে তাক লাগালেন দেবতোষ 'সরকার গড়তে না পারলে বিজেপি কাশ্মীরে…' ভোটের ফলাফল ঘোষণার আগে বড় কথা ওমরের চামারিকেই ভয়, প্ল্যান তৈরি রেনুকার! শ্রীলঙ্কা নয়, স্মৃতির ভাবনায় অস্ট্রেলিয়া… মা ড্যান্স ফ্লোরে নাচছে, পার্টি করতে ভালোবাসে জেনে গেছে আলিয়া কন্যা রাহা ‘দশ বছর আগেও নগ্ন করেছিলেন, আবার করলেন...’ সৌরভের প্রশ্ন পরিচালককে সিংহবাহিনীরূপে এই মন্দিরে ৪০০ বছর ধরে পূজিত হচ্ছেন মা, নেই প্রাণপ্রতিষ্ঠার রীতি SBI-তে নয়া ১০,০০০ কর্মী নিয়োগ! চলতি বছরেই হবে নিয়োগ, কোন কোন পদে চাকরি মিলবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.