ভারতীয় দলের জার্সিতে প্রতিনিয়ত ঋষভ পন্তের কাঁধ আরও উঁচু হচ্ছে। নিজের পারফরম্যান্সের মাধ্যমে পন্ত প্রমাণ করে দিচ্ছেন কেন ম্যানেজেমেন্ট তাঁর ওপর এত ভরসা দেখিয়েছিল। পন্তের ক্ষেত্রে এখনও মাপদণ্ড কিন্তু মহেন্দ্র সিং ধোনিই। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ধোনিরও অধরা এমন এক কৃতিত্ব নিজের নামে করলেন পন্ত।
লঙ্কানদের বিরুদ্ধে টেস্ট সিরিজের তিন ইনিংসে দুই অর্ধশতরানসহ মোট ১৮৫ রান করেন পন্ত। এই রান এসেছে ১২০-র অধিক স্ট্রাইক রেটে। পাশাপাশি উইকেটের পিছনে কিপিং করে পন্ত চারটি ক্যাচ এবং তিনটি স্টাম্পিংও করেছে। তাঁর অনবদ্য পারফরম্য়ান্সের জন্যই পন্তকে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ সেরা মনোনীত করা হয়েছে। আর সিরিজ সেরা হয়েই ইতিহাস গড়ে ফেললেন ২৪ বছর বয়সী তারকা।
পন্তের আগে টেস্ট ক্রিকেটে আজ অবধি কোনও ভারতীয় উইকেটকিপার সিরিজ সেরা হননি। পন্তের গুরু, ধোনি ভারতীয় জার্সিতে অগণিত রেকর্ড গড়লেও, খোদ বিশ্বজয়ী অধিনায়কের এই নজির নেই। আন্তর্জাতিক ক্রিকেটে পন্ত যে ধীরে ধীরে নিজের জাত চেনাতে সক্ষম হচ্ছেন, এই নজিরই তাঁর পরিচয়। নিঃসন্দেহে তারকা উইকেটকিপারের এখনও অনেক পথ চলা বাকি, অনেক কিছু শেখা বাকি। তবে এখনও পর্যন্ত তাঁকে দেখে উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ দিয়েছেন পন্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।