শ্রীলঙ্কার বিরুদ্ধে মূলত ব্যাটিং দৌরাত্ম্যর জন্য সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ সেরা মনোনীত হয়েছেন ঋষভ পন্ত। ব্যাটিংয়ে কোনোকালেই পন্তের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ ছিল না। তবে তাঁর কিপিং নিয়ে বারবার প্রশ্ন উঠত। কিন্তু বেঙ্গালুরুর কঠিন পিচে স্পিনারদের বিরুদ্ধে চমৎকার কিপিং করে পন্ত প্রমাণ করে দিয়েছেন তিনি এই বিষয়ে কতটা উন্নতি করেছেন।
কিপার পন্তের এই অভূতপূর্ব উন্নতির পিছনে যে আর কেউ নন, রয়েছেন গত সিরিজ পর্যন্তও দলের আরেক কিপার ঋদ্ধিমান সাহা। এমনটাই জানাচ্ছেন আর শ্রীধর। Star Sports-র তামিল ভাষায় ধারাভাষ্যরত প্রাক্তন ভারতীয় ফিল্ডিং কোচ জানান, ‘এই পর্যায়ে পন্তের কিপিংয়ের উন্নতির পিছনে (ঋদ্ধিমান) সাহা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অস্ট্রেলিয়ায় পন্ত সাদা বলের সিরিজে খেলছিল না। সেই ৪০ দিনের মধ্যে ও সাহার সঙ্গে মিলে কঠোর পরিশ্রম করে। এমএস ধোনিও মানসিকভাবে পন্তকে মানিয়ে গুছিয়ে নিতে মদত করেছেন।’
এই কথা অবশ্য একা শ্রীধর নন, প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও জানিয়েছিলেন। গোটা ঘটনাটিই টিমম্যান ঋদ্ধিমানের নিঃস্বার্থতা তুলে ধরে। নিজের কিপিংয়ের উন্নতির বিষয়ে পন্ত নিজেও মতামত দেন। তিনি অবশ্য ঋদ্ধির নাম নেননি। সিরিজ শেষে পন্ত বলেন, ‘আমার মতে এটা (ভাল কিপিং করা) অনেকটাই আত্মবিশ্বাসের ওপর নির্ভরশীল। (আগে) আমি কোন বল ধরতে পারছি না, সেই নিয়ে একটু বেশিই ভাবনাচিন্তা করতাম। তবে বর্তমানে আমি নিজের প্রক্রিয়ার ওপরই অধিক গুরুত্ব দিচ্ছি।’