শনিবার ধরমশালায় ভারত-শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে। শনিবার দলটি সিরিজ দখল করার চেষ্টা করবে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ভারত-শ্রীলঙ্কা দুই দলেরই বিপত্তি। ডান হাতের কব্জির চোটের কারণে ভারতীয় ওপেনার রুতুরাজ গায়কোয়াড় যেখানে পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন সেখানে কুশল মেন্ডিস এবং রহস্যময় স্পিনার মহিষ দিক্ষানাও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন।
সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার টিম ইন্ডিয়া নির্ধারিত ওভারে ২ উইকেটে ১৯৯ রান করেছিল। ২০০ রানের লক্ষ্যের জবাবে সফরকারী দল নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করতে পারে। ভারতীয় ওপেনার ইশান কিষাণ ৫৬ বলে ৮৯ রান করেন। একই সময়ে ২৮ বলে ৫৭ রান করেছিলেন শ্রেয়স আইয়ার।
বিশেষজ্ঞরা মনে করছেন সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে সে রকম কোন পরিবর্তন নাও দেখা যেতে পারে। ধরমশালায় ভারতীয় দলের হয়ে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও ইশান কিষাণকেই। তিন নম্বরে ব্যাট করতে আসতে পারেন শ্রেয়স আইয়ার। চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। ভারতের তিন অলরাউন্ডার নামবেন এরপরে। পাঁচে দীপক হুডা ও ছয় নম্বরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দেখা যেতে পারে। সাত নম্বরে বেঙ্কটেশ আইয়ার ফিনিশর হিসাবে ব্যাট করতে আসতে পারেন। তবে রোহিত ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন করতেই পারেন। ম্যাচের পরিস্থিতির উপর বিষয়টি নির্ভর করবে। আশা করা হচ্ছে ভারতীয় বোলিং-এর প্রধান দায়িত্ব থাকবে হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহালের কাঁধে।