মাত্র দিনেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে এক ইনিংস এবং ২২২ রানে প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। গোটা ম্যাচেই ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় স্পিনাররা। একদিকে যেখানে রবীন্দ্র জাদেজা ম্যাচে নয় উইকেট নিয়েছেন, সেখানে রবিচন্দ্রন অশ্বিনের দখলে দুই ইনিংসে এসেছে ছয় উইকেট।
ব্যাট হাতেও জাদেজা ও অশ্বিন, দুই জনেই সফল। জাদেজা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করেছেন এবং অশ্বিন করেন ৬১ রান। তবে দলের তৃতীয় স্পিনার ও অলরাউন্ডার হিসাবে সুযোগ পাওয়া জয়ন্ত যাদব সম্পূর্ণ ব্যর্থ। ব্যাট,বল, দুই করতে সক্ষম জয়ন্তর ব্যাটে অবদান দুই রান ও বোলিং পরিসংখ্যান বিনা উইকেটে ১৭ ওভারে ৩৬ রান। এই পরিসংখ্যানের পর, গোটা ম্যাচে জয়ন্তর পারফরম্যান্স যে কতটা ফ্যাকাশে ছিল, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন।
ম্যাচ শেষে ৩২ বছর বয়সী জয়ন্তর দলে সুযোগ পাওয়ার কারণ খোলসা করতে গিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘অশ্বিন এবং জাদেজা, দুই জনেই ভারতীয় পরিবেশে প্রচুর ক্রিকেট খেলেছে। ওরা দুইজনে প্রচুর উইকেটও পেয়েছে। কিন্তু ওরা যদি কোনো কারণে খেলতে না পারে, তখন কী হবে? সেই কারণেই আমরা জয়ন্তকেও একটা সুযোগ দিতে চেয়েছিলাম।’ দ্বিতীয় টেস্টে অক্ষর প্যাটেল ফিট হয়ে গেলে জয়ন্ত সুযোগ পান কী না, এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।