বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ব্যাট হাতেও তো পারফর্ম করতে হবে, অধিনায়ক রোহিতকে সতর্কবার্তা প্রাক্তন নির্বাচকের

IND vs SL: ব্যাট হাতেও তো পারফর্ম করতে হবে, অধিনায়ক রোহিতকে সতর্কবার্তা প্রাক্তন নির্বাচকের

দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় অনুশীলনে রোহিত শর্মা। ছবি- এএনআই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ২৯ রান করেছিলেন রোহিত।

ভারতীয় দলের নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকে রোহিত শর্মা যা স্পর্শ করেছেন, সবকিছুই সোনায় পরিবর্তিত হয়েছে। এখনও অবধি টি-টোয়েন্টি হোক, ওয়ান ডে হোক বা টেস্ট, (পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার পর) নেতা রোহিতের অধীনে সব ম্যাচ জিতে ভারতীয় দল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে রোহিতকে সতর্ক করলেন প্রাক্তন নির্বাচক।

অধিনায়কত্বে ১০-এ ১০ পেলেও, ব্যাট হাতে কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল দুরন্ত জয় পেলেও, রোহিত করেছিলেন মাত্র ২৯ রান। তার আগে টি-টোয়েন্টি তিন ম্যাচে যথাক্রমে ৪৪, ১ ও ৫ রান করেন তিনি। গত ১০টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র একটি অর্ধশতরান এসেছে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। 

রোহিতের এই বড় রান করার ব্যর্থতা নিয়েই তাঁকে সতর্কবার্তা দিয়েছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা। Khelneeti পডকাস্টে তিনি বলেন, ‘রোহিতের জন্য ব্যাট হাতে পারফর্ম করাটা খুব জরুরি। রোহিত এথনও অবধি খুবই ভালভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে ভাল বা দারুণ অধিনায়ক একমাত্র দলের সমর্থনেই হওয়া যায়। ওকে ব্যক্তিগতভাবে পারফর্ম করেও দলের শক্তি আরও বাড়িয়ে তুলতে হবে। সুতরাং, পরবর্তী টেস্ট ম্যাচটি অবশ্যই ওর জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন