বাংলা নিউজ > ময়দান > IND vs SL: চার দশকে প্রথমবার, সঞ্জু স্যামসন, সাকারিয়া সহ পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক একই ম্যাচে

IND vs SL: চার দশকে প্রথমবার, সঞ্জু স্যামসন, সাকারিয়া সহ পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক একই ম্যাচে

একসঙ্গে অভিষেক ঘটানো পাঁচ ক্রিকেটার। ছবি- বিসিসিআই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের নামে করেছে ভারত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে জিতে সিরিজ আগেই নিজের নামে করেছে ভারত। প্রথম দুই ওয়ান ডে তে সিরিজ পকেটে পুড়লেও ভারতীয় দলে কোন পরিবর্তন করা হয়নি। তবে বিশাল দল নিয়ে দ্বীপরাষ্ট্র সফরে গিয়েছে ভারত। তাই শেষ ওয়ান ডেতে দলের বাকি সদস্যদের সুযোগ দেওয়ার জল্পনা আগে থেকেই ছিল।

সেই জল্পনাকেই সত্যি করে এক, দুই নয়, বরং একেবারে একসঙ্গে পাঁচ ক্রিকেটার অভিষেক করতে চলেছে ভারতের হয়ে। তৃতীয় ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবারের জন্য ভারতীয় সিনিয়র দলের জার্সিতে দেখা যাবে নীতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, চেতন সাকারিয়াকে। এই তিন জনের পাশপাশি ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের অভিষেক ঘটাতে চলেছেন সঞ্জু স্যামসন ও রাহুল চাহার। টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ভারতের হয়ে খেললেও, ওয়ান ডেতে মাঠে নামেননি দু'জনের কেউই।

একসঙ্গ এতজনের অভিষেকের ঘটনা ভারতীয় ক্রিকেটে বিরল। ৪০ বছরে এই প্রথম দলের হয়ে ওয়ান ডেতে একসঙ্গে পাঁচ জন ক্রিকেটার প্রথমবার মাঠে নামবেন। তবে প্রায় অর্ধেক দল পরিবর্তন করলেও লক্ষ্যে অটল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবেন রানা, সাকারিয়ারা। পাশপাশি বাড়তি মোটিভেশন হিসাবে থাকছে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে চুনকাম করার হাতছানিও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন