বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ভারতের কাছে ৩১৭ রানের হারের কারণ জানতে রিপোর্ট তলব শ্রীলঙ্কা বোর্ডের

IND vs SL: ভারতের কাছে ৩১৭ রানের হারের কারণ জানতে রিপোর্ট তলব শ্রীলঙ্কা বোর্ডের

৩১৭ রানে লজ্জার হারের রিপোর্ট চাইল শ্রীলঙ্কা ক্রিকেট।

রবিবার তিরুঅনন্তপুরমে ভারতের বিরুদ্ধে ওডিআই-এ ৩৯০ রান তাড়া করতে নেমে, মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৩১৭ রানে বিশাল জয় পায় ভারত। আর ভারতের কাছে লজ্জার হারের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দলের কাছে রিপোর্ট চেয়েছে। ৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার ক্রিকেটে সময়টা এখন মোটেও ভালো যাচ্ছে না। ভারতের বিরুদ্ধে সত্যি খুব খারাপ পারফরম্যান্স করেছে তারা। বিশেষ করে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই-এ জঘন্য ভাবে ল্যাজেগোবরে হয় শ্রীলঙ্কা। এবং ভারত একদিনের আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে।

রবিবার তিরুঅনন্তপুরমে ভারতের বিরুদ্ধে ওডিআই-এ ৩৯০ রান তাড়া করতে নেমে, মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৩১৭ রানে বিশাল জয় পায় ভারত। আর ভারতের কাছে লজ্জার হারের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দলের কাছে রিপোর্ট চেয়েছে। ৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্টে অধিনায়ক, হেড কোচ, সিলেকশন প্যানেল এবংটিম ম্যানেজারের মতামত চাওয়া হয়েছে।

আরও পড়ুন: টুইটারে ফাঁস বাবরের ভিডিয়ো, ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানিতে রুষ্ট অনেকে

এসএলসি-র তরফে মিডিয়া রিলিজে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জাতীয় দলের ম্যানেজারকে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার বাজে ভাবে হারের বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। হার নিয়ে অধিনায়ক, হেড কোচ এবং সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজারের মতামত থাকা আবশ্যক। এসএলসি টিম ম্যানেজারকে ৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করছে।’ পাশাপাশি বোর্ডের তরফ থেকে শেষ ওয়ানডেতে দলের খারাপ পারফরম্যান্সের প্রেক্ষাপট বোঝাতে বলা হয়েছে।

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওডিআই-এ প্রথমে বিরাট কোহলি, শুভমন গিলের দাপটের পরে ভারতীয় বোলারদের আগুনে পারফরম্যান্স- যার জেরে চূর্ণবিচূর্ণ হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে দুরন্ত ছন্দে বিরাট এবং শুভমন সেঞ্চুরি হাঁকান। তাঁদের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে ভারত।

আরও পড়ুন: ভুলভাল উইকেট তৈরি না করলে, IND vs AUS সিরিজে ২-১ জিতবে ভারতই,দাবি অজি প্রাক্তনীর

শুভমন ৯৭ বলে ১১৬ করেন। আর কোহলি ঝড় তুলে ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া রোহিত শর্মা করেছিলেন ৪২ রান। মূলত পরের দিকে বিরাট ঝড়েই শ্রীলঙ্কার বোলাররা উড়ে যান। ভারত রানের পাহাড়ে চড়ে বসে।

এ দিকে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। নুয়ানিদু ফার্নান্দো সর্বোচ্চ ১৯ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান কাসুন রাজিথার ১৩। এ ছাড়া দুই অঙ্কের ঘরো পৌঁছান দাসুন শানাকা। তাঁর সংগ্রহ ১১। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি করেছেন।

ভারতের মহম্মদ সিরাজ নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। প্রসঙ্গত, আশেন বান্দারা এ দিন চোটের কারণে ব্যাট করতে পারেননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.