পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। রবিবার শুরুতেই লঙ্কার ইনিংস ১০৯ রানে শেষ করে দেয় ভারত। দিন-রাতের টেস্ট জয়ের দিকে এক পা বাড়িয়ে ফেলেছে রোহিত শর্মারা। ম্যাচের বাকি তিন দিনে ৪১৭ রানের মধ্যে ৯টি উইকেট শিকার করলেই জয় নিশ্চিত করবে ভারত।
দ্বিতীয় দিনের খেলা শেষ
দ্বিতীয় দিনে এগিয়ে ভারত। এদিন দ্বিতীয় ইনিংসে ভারত ৭ ওভারে করেছে ২৮/১ রান। দ্বিতীয় দিনের শেষে ভারত ৪১৯ রানে এগিয়ে।
আউট……..
শূন্য রানে এক উইকেটের পতন। দ্বিতীয় ইনিংসের তৃতীয় বলেই LBW হলেন লাহিরু। ভারতের হয়ে প্রথম উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ।
দ্বিতীয় ইনিংসের ডিক্লিয়ার করল ভারত
নবম উইকেটের পতন। অক্ষর প্যাটেল আউট হতেই ইনিংসের ডিক্লিয়ার করল ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৩০৩/৯ উইকেট। দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটটি পড়ে অক্ষর প্যাটেলের।
আউট হলেন শ্রেয়স
দলের ২৭৮ রানে আউট হলেন শ্রেয়স আইয়ার। ব্যাক্তিগত ৮৭ বলে ৬৭ রান করে আউট হলেন শ্রেয়স। জায়াউইক্রামা এখনও পর্যন্ত চার উইকেট নিয়েছেন।
আউট হলেন অশ্বিন
২৫ বলে ১৩ রান করে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন। ৬৬.১ ওভারে ২৭৮/৮ রান করল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত এগিয়ে রয়েছে ৪২১ রানে।
৪০১ রানে এগিয়ে ভারত
৬১ ওভারে ভারতের স্কোর ২৬৮/৬। এমন এবস্থায় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সামনে বড় রানের লক্ষ্য তৈরি করছে ভারত।
জাদেজা আউট…
ভিষ্ম ফার্নান্দোর বলে বোল্ড হলেন রবীন্দ্র জাদেজা। ৪৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন জাদেজা। ভারত এই মুহূর্তে ৩৯০ রান এগিয়ে রয়েছে। ভারতের স্কোর ২৪৭/৬
শ্রেয়সের অর্ধশতরান
আইয়ার অন ফায়ার। দ্বিতীয় ইনিংসে ৬৯ বলে ৫২ রানের ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। এদিন চার মেরে নিজের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করলেন আইয়ার। ৫৮.১ ওভারে ভারতের স্কোর ২৪২/৫।
ভারতের লিড ৩৫০ টপকাল
দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার খেলে ফেলল ভারত। ২১১/৫ রান করেছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ক্রিজে রয়েচেন জাদেজা ও শ্রেয়স। ১৪ রানে নটআউট রয়েছেন জাদেজা এবং আইয়ার খেলছেন ২৬ রানে।
ডিনার….
শেষ হল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন। ডিনারের ডাক দেওয়াহল। ভারত দ্বিতীয ইনিংসে ৪৭ ওভার খেলে এখনও ১৯৯/৫ রান করেছে। জাদেজা করেছেন ১৯ বলে অপরাজিত ১০ রান। ২৫ বলে শ্রেয়স আইয়ার করেছেন অপরাজিত ১৮ রান। এখনও পর্যন্ত ৩৪২ রানে এগিয়ে রয়েছে ভারত।
পন্ত আউট………
জায়াউইক্রামার বলে জায়াউইক্রামার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ঋষভ পন্ত। ৩১ বলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে আউট হন ঋষভ। জায়াউইক্রামা নিলেন তিন উইকেট।
মাত্র ২৮ বলে অর্ধশতরান করলেন পন্ত
দ্রুততম অর্ধশতরান করলেন ঋষভ পন্ত।
বিরাট আউট….
মাত্র ১৩ রানে আউট হলেন বিরাট কোহলি। আউট হয়ে নিজেই হেসে ফেললেন বিরাট কোহলি। প্রবীন জায়াউইক্রামার লো বাউন্স বলে LBW হয়ে আউট হলেন বিরাট কোহলি। ভারতের স্কোর ১৩৯/৪
পন্তের ছক্কা….
মাঠে নেমেই নিজের চমক দেখাতে শুরু করে দিয়েছেন ঋষভ পন্ত। মাত্র তিন বলেই ৯ রান করলেন ঋষভ। যার মধ্যে রয়েছে একটি ছক্কা। পন্তের অ্যাটাকিং বোতাম অন হয়েগেছে।
হনুমা বিহারী আউট
শ্রীলঙ্কার স্পিনার প্রবীন জায়াউইক্রামার বলে বোল্ড হলেন হনুমা বিহারী। ৭৯ বলে ৩৫ রান করে আউট হলেন তিনি। ভারতের স্কোর ১১৬ রানে তিন উইকেট।
দ্বিতীয় ইনিংসে ভারত ১০০ টপকাল
রোহিত শর্মা আউট হতে মাঠে মানলেন বিরাট কোহলি। দু রান নিয়ে ইনিংসের শুরু করলেন বিরাট। ৩২ ওভারে ভারতের স্কোর ১০৮/২
রোহিত আউট
ধনঞ্জয় দ্য সিলভার বলে ৭৯ বলে ৪৬ রান করে আউট হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৩০.২ ওভারে ধনঞ্জয়ের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। দলের তখন রান ছিল ৯৮/২
২৩ ওভারে ভারতের সংগ্রহ ৭৯/১
দ্বিতীয় সেশন শুরু হয়েগেছে এবং হনুমা বিহারী একটি চার দিয়ে এই সেশনের শুরু করেছেন। এমবুলদেনিয়া বল শর্টে মারেন এবং বিহারি তার পুরো সদ্ব্যবহার করেন এবং মিডউইকেটের দিকে চার রানে পাঠান। ১৯তম ওভারের চতুর্থ বলে আরও চারটি খেয়েছিলেন এমবুলদেনিয়া। বল উঠেছিল এবং রোহিত রিভার্স সুইপ খেলেন। পয়েন্ট সাইডে কোন ফিল্ডার ছিল না তাই ভারত সহজেই বাউন্ডারি পেয়ে যায়।
চা বিরতি…
২০৪ রানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে এখনও ১৮ ওভারে ভারত করেছে ৬১/১। ৪৮ বলে অপরাজিত ৩০ রানে উইকেটে রয়েছেন রোহিত শর্মা। বিহারী ২৭ বলে ৮ রান করে উইকেটে রয়েছেন।
১৪ ওভারে ভারতের স্কোর ৫৩/১
সাবধানের সঙ্গে ব্যাট করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ৩৭ বলে ২৭ রানে খেলছেন তিনি। হনুমা বিহারী ৬ রানে করে ক্রিজে রয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম উইকেটের পতন
এমবুলদেনিয়ার বলে ধনঞ্জয় দ্য সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। ৩৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন ভারতের ওপেনার। ১১ ওভারে ভারতের স্কোর ৪৩/১
চোট পেলেন শ্রীলঙ্কার স্পিনার
৬.৪ ওভারে হাঁটিতে চোট পেলেন শ্রীলঙ্কার স্পিনার প্রবীন জায়াউইক্রামা। মাঠের মধ্যে পড়ে গেলেন তিনি। ফিজিও এসে তাকে মাঠের বাইরে নিয়ে গেলেন। খেলে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। সাত ওভারের শেষে ভারতের স্কোর ২৩/০
দ্বিতীয় ইনিংসের প্রথন বাউন্ডারি
এমবুলদেনিয়ার বলে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথম চার হাঁকালেন মায়াঙ্ক আগরওয়াল। চার ওভারের শেষে ভারতের রান ৫/০
ভারতের দ্বিতীয় ইনিংসের শুরু
১৪৩ রান এগিয়ে থেকে ইনিংসের শুরু করলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।
আউট….. শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস
শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ। অশ্বিনের হাতে ধরা পড়লেন ভিষ্ম ফার্নান্দো। স্টাম্প করলেন ঋষভ পন্ত। ১০৯ রানের মধ্যেই শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কা ১৪৩ রান পিছিয়ে রয়েছে। মাত্র ২৭ মিনিটেই শেষ দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। এই ২৭ মিনিটে শ্রীলঙ্কার চারটি উইকেটের পতন হল।
ফের উইকেট…….
১০০ রানের মধ্য শ্রীলঙ্কার নবম উইকেটের পতন। ম্যাচে পঞ্চম উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ। এবার নিরোশানকে আউট করলেন বুমরাহ। ফের নিজের বাউন্স দিয়ে ব্যাটরকে চাপে ফেললেন। পন্তের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ২১ রানে সাজঘরে ফেরেন নিরোশান। ভারতের মাটিতে প্রথম পঞ্চম উইকেট নিলেন বুমরাহ।
আউট……অষ্টম উইকেটের পতন
আবার উইকেটের পতন। এবার শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমলকে আউট করলেন অশ্বিন। ক্যারাম বল বুঝতে না পেরে বোল্ড হন সুরাঙ্গা। ৩৪ ওভারে ১০০ রানে আট উইকেট হারাল শ্রীলঙ্কা।
আউটটট……
শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। এমবুলদেনিয়াকে বাউন্সার করেন বুমরাহ। এমবুলদেনিয়া বল হিট করতে গিয়ে আকশে তুলে দেন। সহজ ক্যাচ নেন পন্ত। এমবুলদেনিয়াকে সাজঘরে ফেরালেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার স্কোর ৯৫/৭।
দিনের দ্বিতীয় ওভারে ১ রান নিল শ্রীলঙ্কা
বল করতে এলেন অশ্বিন। দারুণ ভাবে বোলিং-এ ফিরল ভারত। ৩২ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৯৫ রান।
দিনের প্রথম ওভারে ৮ রান নিল শ্রীলঙ্কা
বল হাতে দিনের শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম দুই বলে নিরশান দুটি বাউন্ডারি হাঁকান।
মাঠে নামার জন্য তৈরি দুই দল
মাঠের বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মারা। দ্বিতীয় দিনে ম্যাচের রাশ নিজেদের হাতে ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কাকে কি ভারত চাপে রাখতে পারবে
ভারতের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে শ্রীলঙ্কার। এখনও প্রথম ইনিংসে ১৬৬ রান পিছিয়ে রয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে রাশ টানতে রোহিতদের ফেলতে হবে চারটি উইকেট।