বাংলা নিউজ > ময়দান > IND vs SL Super 4: 'শুধু শিখতে আসনি, জিততেও এসেছ', রোহিতের সাফাইয়ে রেগে লাল ইরফান

IND vs SL Super 4: 'শুধু শিখতে আসনি, জিততেও এসেছ', রোহিতের সাফাইয়ে রেগে লাল ইরফান

ইরফান পাঠান, বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি- টুইটার।

শুধু বিশ্বকাপে জেতার লক্ষ্যে সব ম্যাচে প্রস্তুতি চালাব আর হারব, এমনটা হয় না বলে জোরালো মত পেশ করেন পাঠান।

মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে হেরে চলতি এশিয়া কাপ থেকে বিদায়ের পথ প্রস্তুত করে ফেলে ভারত। তার পরেই ক্যাপ্টেন রোহিত শর্মা যে সাফাই দেন হারের জন্য, তা মোটেও মেনে নিতে পারছেন না ইরফান পাঠান। তিনি কোনও মতেই একমত হতে পারলেন না ভারত অধিনায়কের সঙ্গে।

শ্রীলঙ্কার কাছে হারের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং সাংবাদিক সম্মেলনে রোহিত জানান যে, তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশনে তাঁরা খুব বেশি ম্যাচ খেলেননি। তাই তেমন পরিস্থিতিতে দল কেমন পারফর্ম্যান্স করে, সেটাই দেখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হার থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন বলে মন্তব্য করেন হিটম্যান।

আরও পড়ুন:- Rohit Sharma giving WC excuse: হারলেই বিশ্বকাপের দোহাই! এশিয়া কাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার পরও একই সাফাই রোহিতের

ইরফান রোহিতের যুক্তি খণ্ডন করে দাবি করেন যে, শুধু শিখব, জিতব না, এমনটা হয় না। ম্যাচের শেষে স্টার স্পোর্টসের আলোচনায় পাঠান বলেন, ‘তুমি শুধু শিখতে এসেছ এমনটা নয়, তুমি জিততেও এসেছ। এটাই সত্যি যে, এমন কোনও দল নেই যারা ভাবে শুধু বিশ্বকাপে জিতব, বাকি সব ম্যাচ হারলেও চলবে। এমনটা কখনই হতে পারে না।’

আরও পড়ুন:- IND vs SL Super 4: রোমাঞ্চকর জয়ে ফাইনালের পথে এক পা শ্রীলঙ্কার, ঈশ্বর ভরসা ভারতের

ইরফান পরক্ষণেই বলেন, 'তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে। সবার আগে তোমাকে মেনে নিতে হবে যে, তোমরা ভালো ক্রিকেট খেলোনি। এই পিচে এত রান, প্রায় ১৮০-র কাছাকাছি রান নিয়ে ম্যাচ জেতা উচিত ছিল। তুমি যেরকম দল বেছে নিয়েছ, ছ'জন বোলার রয়েছে। ষষ্ঠ বোলারকে তুমি ব্যবহারই করোনি। বাকি পাঁচজন বোলারের কাছ থেকে তুমি যেমন রেজাল্ট চেয়েছিলে, সেটা পাওয়া যায়নি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন