IND vs SL: ভুবি নয়, তাঁর কাছে ম্যাচের সেরা সূর্য, বিতর্ক উস্কে দিলেন হর্ষ ভোগলে
১ মিনিটে পড়ুন . Updated: 26 Jul 2021, 06:35 PM IST- ম্যাচে ভুবি চার উইকেট নেন এবং সূর্য ঝোড়ো অর্ধশতরান করেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। নির্ধারিত বিশ ওভারে ১৬৪ রান করলেও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভর করে দ্বীপরাষ্ট্রকে ৩৮ রানের বড় ব্যবধানে হারায় ভারতীয় দল। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন ভুবনেশ্বর কুমার।
তবে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে মনে করছেন ভুল খেলোয়াড়ের হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে। তাঁর দাবি, ভুবনেশ্বর দুরন্ত পারফর্ম করলেও ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল সূর্যকুমার যাদবের
হর্ষ ভোগলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘আমি ভুবির খুব বড় ভক্ত এবং ওর কামব্যাক করার পথে এই এই পারফরম্যান্সকে ওকে আত্মবিশ্বাস জোগাবে। তবে আমার তরফে ব্যক্তিগতভাবে আমি মনে করি সূর্যকুমার যাদবকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া উচিত ছিল।’
ব্যাট হাতে সূর্যকে এইদিনও দারুণ ছন্দে দেখিয়েছে। ৩৪ বলে ৫০ রানের একটি ঝাঁচকচকে ইনিংস খেলেন তিনি। তবে অর্ধশতরান করার পরেই বলেই সাজঘরে ফেরেন সূর্য। দিনের শেষে ম্যান দ্য ম্যাচ যেই হোক না কেন আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে সূর্যকুমার এরং ভুবনেশ্বর দুইজনেরই ফর্মে ফেরা ভারতীয় দলকে যে আরও শক্তিশালী করবে সেই নিয়ে কোন সন্দেহ ম