টসে জিতে ভারত তখন সবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে। ওপেন করেছেন রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল। তবে ১.৪ ওভারেই বড় ধাক্কা খায় ভারত। সেই সময়ে হাস্যকর ভাবে রান আউট হয়ে বসেন মায়াঙ্ক। যা দেখে নেটপাড়া হতবাক। চলছে তুমুল চর্চা।
বিশ্ব ফার্নান্দোর বলে মায়াঙ্কের এলবিডব্লিউ-এর জন্য জোরদার অ্যাপিল করা হয়। কিন্তু আম্পায়ার মায়াঙ্ককে নট আউট ঘোষণা করে। সে সময়ে ডিআরএস নেয় শ্রীলঙ্কা। কিন্তু বলটি নো হওয়ায় এলবিডব্লিউ হওয়ার কোনও সম্ভাবনা ছিল না। তবু আউট হন মায়াঙ্ক। তিনি আর রোহিত কোনও কিছুর তোয়াক্কা না করে সিঙ্গেল নেন। এর পর দ্বিতীয় রান নেওয়ার জন্য যখন মায়াঙ্ক ক্রিজের মাঝামাঝি চলে আসেন, তখন রোহিত নন-স্ট্রাইকার প্রান্ত থেকে বেরোতেই পারেননি। মাত্র ৪ করে রান আউট হন মায়াঙ্ক। তাও নো বলে। ভারতের স্কোর তখন ৯।
এ ভাবে মায়াঙ্ক আউট হওয়ায় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, টেস্ট ক্রিকেটে এমন তাড়াহুড়ো করে রান নেওয়ার কী হয়েছিল? বিস্মিত নেটিজেনরা।
শনিবার চিন্নাস্বামীতে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং নেয়। কিন্তু মাত্র ২৫২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৯৮ বলে শ্রেয়স আইয়ারের ৯২ রানের হাত ধরে তাও আড়াইশোর গণ্ডি টপকায় ভারত। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ৩৯ রান করেন ঋষভ পন্ত। তৃতীয় সর্বোচ্চ হনুমা বিহারীর সংগ্রহ ৩১ রান। বাকিরা কেউ ২৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি। লসিথ এমবুলদেনিয়া এবং প্রবীণ জয়াবিক্রমে ৩টি করে উইকেট নিয়েছেন। ধনঞ্জয় ডি'সিলভা নিয়েছেন ২ উইকেট। লাকমল নিয়েছেন ১ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।