মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ নম্বর ভারতীয় হিসাবে নিজের শততম টেস্ট খেলছেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়কের এই মাইলস্টোন ম্যাচের আগে থেকেই প্রাক্তন ও বর্তমান তারকারা কোহলিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন। এবার ভারতীয় দলও বিশেষ সম্মান জানাল কোহলিকে।
প্রথম দিনে ব্যাট করতে নামার সময় মোহালির দর্শকরা ‘কোহলি কোহলি’ জয়ধ্বনিতে মাঠ মুখরিত করে তোলে। ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড়ের হাত দিয়ে বিশেষ স্মারকও দেওয়া কোহলিকে। এবার দ্বিতীয় দিনে ভারতীয় দল বোলিং করতে নামলে কোহলিকে ‘গার্ড অফ অনার’ দিয়ে মাঠে স্বাগত জানালেন রোহিত শর্মাসহ গোটা ভারতীয় দল। কোহলি আগে মাঠে নেমে গেলেও অধিনায়ক রোহিত তাঁকে ‘গার্ড অফ অনার’ দেবেন বলেই আবার মাঠে ঢুকতে অনুরোধ করেন।
সতীর্থদের থেকে প্রাপ্ত এই সম্মানে উচ্ছ্বসিত তো বটেই, খানিকটা লজ্জিতও দেখায় কোহলিকে। মাথা নিচু করে তিনি সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। রোহিতের সঙ্গে করমর্দন করে তাঁকে আলাদাভাবে ধন্যবাদ জানাতেও দেখা যায় কোহলিকে। দিন কয়েক আগে রোহিত-কোহলির মধ্যেকার চর্চিত বিবাদ শিরোনাম দখল করে নিয়েছিল। তবে এই ঘটনা সেইসব বিতর্ককে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিল। প্রসঙ্গত, শততম ম্যাচে কোহলি প্রথম ইনিংসে ৪৫ রান করেন, ভারত তোলে ৫৭৪। দ্বিতীয় ইনিংসে কোহিল আর ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পান কি না, এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।