বাংলা নিউজ > ময়দান > IND vs SL: সব রকম চেষ্টা করেছিলাম যাতে সিরাজ ৫ উইকেট পায়- সব ভালোর মাঝেও বড় আফসোস রোহিতের

IND vs SL: সব রকম চেষ্টা করেছিলাম যাতে সিরাজ ৫ উইকেট পায়- সব ভালোর মাঝেও বড় আফসোস রোহিতের

সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত।

সিরাজ যাতে ৫ উইকেট নিতে পারেন, তাই স্লিপে তিন ফিল্ডার, গালিতে ফিল্ডার দিয়ে তাঁকে সাহায্য করেছিলেন রোহিত। তাঁকে দিয়ে ১০ ওভার বলও করিয়েছিলেন ভারত অধিনায়ক। তবে সিরাজকে শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

শুভব্রত মুখার্জি: গত বছর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। এর পরেই বাংলাদেশ সফরে গিয়ে হারতে হয় ওডিআই সিরিজও। ওই সিরিজেই চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল রোহিত শর্মাকে। এর পরে নতুন বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে চোট সারিয়ে ফিরে আসেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল।

পাশাপাশি একেবারে শেষ ম্যাচে খড়কুটোর মতোন টিম ইন্ডিয়া উড়িয়ে দিয়েছে লঙ্কানদের। আর তিরুঅনন্তপুরমে সহজ জয়ের পরে রোহিত তাঁর বোলারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে তাঁর আফসোস মহম্মদ সিরাজ এ দিন ভালো বল করেও, ৫ উইকেট নিতে পারেননি বলে। এ দিন সিরাজ ৪ উইকেট নেন।

আরও পড়ুন: কোহলির চার বাঁচাতে গিয়ে সংঘর্ষ ২ লঙ্কার প্লেয়ারের মধ্যে, মাঠ ছাড়লেন স্ট্রেচারে- ভিডিয়ো

ম্যাচ শেষে সিরাজে উচ্ছ্বসিত প্রশংসা করে রোহিত বলেন, ‘সিরাজ যে ভাবে বল করল সেটা দুর্দান্ত। ওর জন্য অতগুলো স্লিপ রাখাই যায়। শেষ কবে এক দিনের ক্রিকেটে এমন ফিল্ডিং সাজানো হয়ে ছিল আমার মনে পড়ছে না। যেভাবে ও বলকে সুইং করাচ্ছিল, নিঃসন্দেহে ও বিরল প্রতিভা। শেষ কয়েক বছরে আমরা বোলার হিসেবে ওকে যথেষ্ট উন্নতি করতে দেখেছি। আমরা ওকে সব রকম সাহায্য করেছি যাতে ও পঞ্চম উইকেটটাও পেয়ে যায়। তবে সেটা হয়নি। ওকে কিন্তু তার মাঝেও যথেষ্ট আত্মবিশ্বাস দেখাচ্ছিল। ও যেভাবে দৌড়াচ্ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছিল।।’

প্রসঙ্গত, স্লিপে তিন ফিল্ডার, গালিতে ফিল্ডার দিয়ে সিরাজকে সাহায্য করেছিলেন রোহিত। তাঁকে দিয়ে ১০ ওভার বলও করিয়েছিলেন ভারত অধিনায়ক। এমন কী শেষ বলে এলবিডব্লিউ-এর আবেদনও করেছিলেন সিরাজ। আম্পায়ার আউট দিয়েও দেন। কিন্তু রিভিউ নেন শ্রীলঙ্কার ব্যাটার। আউট না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন সিরাজ।

আরও পড়ুন: রাহুল-রোহিতকে এক হাত নিয়ে, T20-তে নতুন ওপেনিং জুটির নাম বললেন গম্ভীর

এক দিনের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর উচ্ছ্বসিত রোহিত বলছিলেন, ‘দারুণ একটা সিরিজ হল। অনেকগুলো ইতিবাচক দিক আছে এটাতে। ভালো বল করেছি, যে সময় উইকেট দরকার ছিল, সেই সময়েই পেয়েছি। গোটা সিরিজ জুড়ে ভারতীয় ব্যাটাররা প্রচুর রান করেছে। যা দেখতে অবশ্যই আমার খুব ভালো লেগেছে।’

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘এখনও সে ভাবে কিছু ভাবিনি। এই ম্যাচে যে কম্বিনেশন খেলেছে, তার তুলনায় কিছু পরিবর্তন হবে এই সিরিজে। আমরা এই সিরিজে যেমন ভাবে কাজ করেছি, তেমন ভাবেই ওই সিরিজেও কাজ করতে চাই। যে রেজাল্টটা আমরা চাইছি, সেটা পেতে আমরা বদ্ধপরিকর।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন