লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ জিতে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। এবার ছবির মতো সাজানো ধরমশালায় দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নিতে পারলেই ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করবেন রোহিতরা।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ: ২৬ ফ্রেব্রুয়ারি, ২০২২ (শনিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় T20I: হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ধরমশালা)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৬টা ৩০ মিনিটে।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের ম্যাচগুলি। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্পোর্টস-১ এইচডি, স্পোর্টস-১ হিন্দি ও স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি চ্যানেলে।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।