বাংলা নিউজ > ময়দান > IND vs SL: পিঙ্ক বল টেস্টে কি জায়গা পাবেন জয়ন্ত? অক্ষর না সিরাজ কে ঢুকবেন একাদশে? কী হবে টিম?

IND vs SL: পিঙ্ক বল টেস্টে কি জায়গা পাবেন জয়ন্ত? অক্ষর না সিরাজ কে ঢুকবেন একাদশে? কী হবে টিম?

জয়ন্ত যাদব, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল।

দিন-রাতের টেস্ট হওয়ায় পরিস্থিতি বদলাতে চলেছে। বল কী রকম আচরণ করবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কোনও ঘাস থাকবে না পিচে। যে কারণে তিন জন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি। তবে জয়ন্ত যাদবকে সম্ভবত খেলানো হবে না।

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় পেয়েছে ভারত।  তবে বেঙ্গালুরুতে দলে পরিবর্তন হবে বলে সূত্রের খবর। বেঙ্গালুরুতে শনিবার থেকে শুরু হওয়া দিন-রাত্রির ম্যাচে হরিয়ানার অফ-স্পিনার জয়ন্ত যাদবের বাদ পড়ার বড় সম্ভাবনা রয়েছে। জয়ন্ত দুই ইনিংস মিলিয়ে মোট ১৭ ওভার বল করেছে। কিন্তু কোনও উইকেট নেননি। যেখানে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন নিজেদের মধ্যে ২০ উইকেটের মধ্যে ১৫টি ভাগ করে নিয়েছেন।

কিন্তু  দিন-রাতের টেস্ট হওয়ায় পরিস্থিতি বদলাতে চলেছে। বল কী রকম আচরণ করবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কোনও ঘাস থাকবে না পিচে। যে কারণে তিন জন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি। তবে জয়ন্ত যাদবকে সম্ভবত খেলানো হবে না। তার বড় কারণ বল হাতে একেবারেই সফল নন জয়ন্ত। সেই সঙ্গে ব্যাট হাতেও সবচেয়ে কম রান করেছেন তিনি। মাত্র ২ রান করেছেন তিনি। তার বদলে অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে দেখা গেলেও যেতে পারে। 

আবার বেঙ্গালুরুতে এই সময়ে আর্দ্রতা কম থাকতে পারে তাই মহম্মদ সিরাজকেও খেলানো হতে পারে বলে জল্পনা রয়েছে। তবে অক্ষরের খেলার সম্ভাবনাই বেশি। জয়ন্তর জায়গায় খেলানো হতে পারে অক্ষরকে অথবা মহম্মদ সিরাজকে। বাকি টিম সম্ভবত একই থাকবে।

সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.