বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ধরমশালার আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টিতে কি ভেসে যাবে দ্বিতীয় T20?

IND vs SL: ধরমশালার আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টিতে কি ভেসে যাবে দ্বিতীয় T20?

ধরমশালায় বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার ধরমশালায় বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাও আবার মুষলধারে। স্বাভাবিক ভাবেই ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল। এর পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের প্রথমটায় ভারত জিতে গিয়েছে। লখনউ পর্ব মিটিয়ে বাকি দুই ম্যাচ হবে ধরমশালায়। তবে ধরমশালার আকাশ যে মুখ ভার করে রেখেছে। যার জেরে বৃষ্টির আশঙ্কা থাকছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এমন কী বৃষ্টির তোড়ে ম্যাচ ভেস্তেও যেতে পারে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার ধরমশালায় বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাও আবার মুষলধারে। স্বাভাবিক ভাবেই ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল। এর পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

প্রথম ম্যাচে লখনউতে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারায় ভারত। ইশান কিষাণের ৫৬ বলে ৮৯ এবং শ্রেয়স আইয়ারের ২৮ বলে ৫৭ রানের হাত ধরে ১৯৯ রানের স্কোর করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে।

শনিবারের পর রবিবারও ধরমশালাতেই ম্যাচ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার। সমর্থকেরা চাইবেন দু’টি ম্যাচই যেন হয়। কিন্তু এখন দুই দলের কাছে সবচেয়ে বড় প্রতিপক্ষ ধরমশালার আবহাওয়া!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন