NEW DELHI : ক্রিকেটের ইতিহাস যখন বিচার করা হবে তখন গিলক্রিস্ট আর কিষাণের মধ্যে কে বেশি ধ্বংসাত্মক, সেই নিয়ে কোনও তর্ক থাকবে না। তেমন ভাবেই রিকি পন্টিংয়ের ধারে কাছে আসতে পারবেন না শিখর ধাওয়ান। কিন্তু ধাওয়ানের নেতৃত্বেই পন্টিংয়ের দলের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলল ভারত, , সেটাও পড়বেন ক্রিকেটের পাঠকরা। আসন্ন বিশ্বকাপে যে এই রেকর্ড ভেঙেও দেবে মেন ইন ব্লু, তা বলাই বাহুল্য। উল্লেখযোগ্য হল বছরের অনেক সময়ই তারকাদের রেস্ট দিয়ে দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে ভারত। তবুও অশ্বমেধের ঘোড়াকে কার্যত রুখতে পারেনি কেউ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন সাত উইকেটে জিতে শুধু যে সিরিজ পকেটস্থ করল দল তা নয়, চলতি বছরে ৩৮তম জয় এল ভারতের। এর আগে শুধু অস্ট্রেলিয়াই ২০০৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে ৩৮টি ম্যাচ জিতেছিল। তখন যদিও টি২০ খেলা হত না। রিকি পন্টিংয়ের নেতৃত্বে অজিরা ৩০টি ওডিআই ও আটটি টেস্ট জিতেছিল ২০০৩ সালে। এর মধ্যে ছিল ওডিআই বিশ্বকাপ জয়ও। এর আগে ২০১৭ সালে ভারত ৩৭টি ম্যাচ জিতেছিল সব মিলিয়ে। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।
বছরের শুরুটা যদিও একেবারেই ভালো হয়নি দলের। প্রথমে দুটি টেস্ট ও তিনটি ওডিআই দক্ষিণ আফ্রিকায় হারে দল। এরপর যদিও রোহিতের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় দল। কিছু জায়গায় জয় আসে ধাওয়ানের অধীনে। অনেক সময় চোট আঘাত ও পরীক্ষার গুঁতোয় মোট আটটি অধিনায়ক বিভিন্ন সময় ভারতের হয়ে টস করতে নামেন। কিন্তু ফলাফলে প্রভাব পড়েনি। ভারত জেতে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যদিও এর মধ্যে এশিয়া কাপে পরাজয় নিশ্চিত ভাবেই দলকে চিন্তায় রাখবে। গতবছর টি২০ বিশ্বকাপের আগেও দ্বিপাক্ষিক সিরিজে দাপটের সঙ্গে খেলার পর মূল টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছিল কোহলি বাহিনী। এবার দলের কাছে চ্যালেঞ্চ সেটি রোখার। ২৩ অক্টোবর পাকিস্তানকে হারিয়ে যদি ভারত বিশ্বরেকর্ড গড়তে পারে সবচেয়ে বেশি জয়ের, তাহলে তা নিশ্চিত ভাবেই খেলোয়াড় ও সমর্থকদের খুশি দ্বিগুণ করে দেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।