বাংলা নিউজ > ময়দান > India vs Thailand: দুর্বল থাইল্যান্ডকে দুরমুশ করে চোখের নিমেষে ম্যাচ জিতল ভারত
থাইল্যান্ডের বিরুদ্ধে একতরফা জয় ভারতের। ছবি- বিসিসিআই।

India vs Thailand: দুর্বল থাইল্যান্ডকে দুরমুশ করে চোখের নিমেষে ম্যাচ জিতল ভারত

IND vs THAI Women's Asia Cup 2022 Live Score: থাইল্যান্ডকে অতি সস্তায় গুটিয়ে দিয়ে পাওয়ার প্লেতেই ম্যাচ জিতল ভারত। লিগের ৬ ম্যাচের ৫টিতে জিতে সেমিফাইনালে প্রবেশ করেন স্মৃতি মন্ধনারা।

লিগের ৫ ম্যাচের ৪টিতে জিতে ভারত চলতি এশিয়া কাপের সেমিফাইনালের পথে পা বাড়িয়ে রেখেছিল আগেই। এবার লিগের শেষ ম্যাচে স্মৃতি মন্ধনাদের লড়াই ছিল থাইল্যান্ডের বিরুদ্ধে। শক্তি ও ধারাবাহিকতার নিরিখে ভারত থাইল্যান্ডের থেকে অনেক এগিয়ে সন্দেহ নেই। তবে পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ড বুঝিয়ে দিয়েছিল যে, তারা চমক দেওয়ার ক্ষমতা রাখে। যদিও ভারতের কাছে লিগের শেষ ম্য়াচে একতরফাভাবে হার মানে থাইল্যান্ড। ৬ ম্যাচের ৫টিতে জিতে সেমিফাইনালে প্রবেশ করেন মন্ধনারা।

10 Oct 2022, 02:59:16 PM IST

ম্যাচের সেরা স্নেহ রানা

৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৩টি উইকেট নেওয়া স্নেহ রানা ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

10 Oct 2022, 02:41:17 PM IST

পাওয়ার প্লেতেই ম্যাচ জিতল ভারত

ষষ্ঠ ওভারে থিপাতচার প্রথম বলে চার মারেন পূজা। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন মেঘনা। পঞ্চম বলে ১ রান নেন তিনি। শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মেঘনা। ওভারে মোট ১৮ রান ওঠে। থাইল্যান্ডের ৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলে ম্য়াচ জিতে যায়। ১৪ ওবার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করে ভারতীয় দল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২০ রান করে নট-আউট থাকেন মেঘনা। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১২ রান করে নট-আউট থাকেন পূজা। থিপাতচা ৩ ওভারে ২৫ রান খরচ করেন।

10 Oct 2022, 02:36:39 PM IST

বুচাথামের ওভারে ৪ রান

পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন বুচাথাম। তিনি ৪ রান খরচ করেন ওভারে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২ রান। মেঘনা ১১ ও পূজা ৩ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন বুচাথাম।

10 Oct 2022, 02:34:30 PM IST

থিপাতচার ওভারে ১ রান

চতুর্থ ওভারে ১ রান খরচ করেন থিপাতচা। ৪ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৮ রান। মেঘনা ১০ রানে ব্যাট করছেন।

10 Oct 2022, 02:34:30 PM IST

শেফালি বর্মা আউট

২.৩ ওভারে বুচাথামের বলে চার মারেন শেফালি বর্মা। ওভারের পঞ্চম বলে তিনি টিপোচের হাতে ধরা পড়েন। 

10 Oct 2022, 02:27:22 PM IST

প্রথম বাউন্ডারি ভারতের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন থিপাতচা। দ্বিতীয় বলে চার মারেন মেঘনা। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান। ৮ রান করেছেন মেঘনা।

10 Oct 2022, 02:21:45 PM IST

ভারতের রান তাড়া শুরু

শেফালি বর্মাকে নিয়ে ওপেন করতে নামেন সাবভিনেনি মেঘনা। বোলিং শুরু করেন বুচাথাম। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মেঘনা। দ্বিতীয় বলে ১ রান নেন শেফালি। প্রথম ওভারে ৩ রান ওঠে।

10 Oct 2022, 02:07:56 PM IST

সস্তায় অল-আউট থাইল্যান্ড

১৫.১ ওভারে মেঘনা সিংয়ের বলে সাবভিনেনি মেঘনার হাতে ধরা পড়েন বুচাথাম। ১৬ বলে ৬ রান করেন তিনি। থাইল্যান্ড ৩৭ রানে অল-আউট হয়ে যায়। জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৩৮ রান। মেঘনা ২.১ ওভারে ৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

10 Oct 2022, 02:04:05 PM IST

দীপ্তির দ্বিতীয় শিকার থিপাতচা

১৪.৫ ওভারে দীপ্তি শর্মার বলে রাজেশ্বরীর হাতে ধরা পড়েন থিপাতচা। ১১ বলে ৬ রান করেন তিনি। থাইল্যান্ড ৩৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নানথিতা। দীপ্তি ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

10 Oct 2022, 02:01:34 PM IST

রাজেশ্বরীর ওভারে ৭ রান

১৪তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড় ৭ রান খরচ করেন। প্রথম বলে চার মারেন তিপাতচা। ৬৩ বল পরে বাউন্ডারি মারে থাইল্যান্ড। ১৪ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৩৬ রান। রাজেশ্বরী ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন।

10 Oct 2022, 01:57:40 PM IST

দীপ্তির ওভারে ২ রান

১৩তম ওভারে মাত্র ২ রান খরচ করেন দীপ্তি শর্মা। থাইল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৩০ রান। বুচাথাম ৫ রানে ব্যাট করছে। দীপ্তি ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

10 Oct 2022, 01:53:59 PM IST

রাজেশ্বরীর শিকার ওনিচা

১১.৫ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ওনিচা। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। থাইল্যান্ড ২৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন থিপাতচা। রাজেশ্বরী ২ ওভারে ২ রানে ২ উইকেট নিয়েছেন।

10 Oct 2022, 01:51:29 PM IST

রানার তৃতীয় শিকার রোসেনান

১০.৬ ওভারে স্নেহ রানার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোসেনান। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। থাইল্যান্ড ২৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওনিচা। রানা ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

10 Oct 2022, 01:42:42 PM IST

মায়াকে ফেরালেন রাজেশ্বরী

৯.৪ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মায়া। ৬ বলে ১ রান করেন তিনি। থাইল্যান্ড ২৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বুচাথাম। রাজেশ্বরী নিজের প্রথম ওভারে ১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। ১০ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৫ রান।

10 Oct 2022, 01:38:48 PM IST

টিপোচকে ফেরালেন রানা

৮.৫ ওভারে স্নেহ রানার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্নেহ রানা। ৬ বলে ২ রান করেন তিনি। ২৪ রানে ৫ উইকেট হারায় থাইল্যান্ড। ব্যাট করতে নামেন রোসেনান। স্নেহ ৩ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেছেন।

10 Oct 2022, 01:34:20 PM IST

রান-আউট নানাপাত

৭.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন নানাপাত। ১৯ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। ২১ রানে ৪ উইকেট হারায় থাইল্যান্ড। ব্যাট করতে নামেন মায়া। ৮ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৩ রান। পূজার ওভারে ৩ রান ওঠে। তিনি ২ ওভারে ৪ রান খরচ করেছেন।

10 Oct 2022, 01:30:26 PM IST

চানিদাকে ফেরালেন রানা

৬.৬ ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন চানিদা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন চানিদা। থাইল্যান্ড ২০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিপোচ।

10 Oct 2022, 01:26:49 PM IST

রান-আউট চাইওয়াই

৬.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন চাইওয়াই। রানার বল ডিফেন্স করেই রান নিতে দৌড়ন নানাপাত। তবে নন-স্ট্রাইকার ব্যাটার চাইওয়াই ক্রিজে পৌঁছনোর আগেই মেঘনার ছোঁড়া বল ধরে স্টাম্প ভেঙে গেন উইকেটকিপার রিচা। চাইওয়াই ১৪ বলে ৩ রান করেন। থাইল্যান্ড ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চানিদা।

10 Oct 2022, 01:24:04 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লের ৬ ওভারে থাইল্যান্ড ১ উইকেট হারিয়ে ১৬ রান সংগ্রহ করেছে। পূজা বস্ত্রকারের ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে তারা। ৮ রানে ব্যাট করছেন নানাপাত।

10 Oct 2022, 01:19:12 PM IST

রানার ওভারে ২ রান

পঞ্চম ওভারে স্নেহ রানা মাত্র ২ রান খরচ করেন। ৫ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৫ রান। নানাপাত ৭ ও চাইওয়াই ২ রান করেছেন।

10 Oct 2022, 01:17:35 PM IST

মেডেন ওভার মেঘনার

চতুর্থ ওভারে কোনও রান খরচ করেননি মেঘনা সিং। ৪ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৩ রান। নানাপাত ৭ রান করেছেন।

10 Oct 2022, 01:15:32 PM IST

দুর্দান্ত মাইলস্টোন মন্ধনার

থাইল্যান্ডের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচটি স্মৃতি মন্ধনার কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হল, এমন মাইলস্টোন ম্যাচে তিনি ভারতকে নেতৃত্ব দিতে নামেন। মন্ধনার আগে ভারতের একমাত্র হরমনপ্রীত কউর এই মাইলস্টোন ছুঁয়েছেন।

10 Oct 2022, 01:12:14 PM IST

চানথামকে ফেরালেন দীপ্তি

২.৩ ওভারে দীপ্তির বলে চার মারেন চানথাম। যদিও ফিল্ডার বাউন্ডারি লাইনের অনেক ভিতরে দাঁড়িয়ে থাকায় এক্ষেত্রে বাউন্ডারি পেয়ে যান থাই ওপেনার। নাহলে আউট হতে হতো তাঁকে। ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন চানথাম। ১১ বলে ৬ রান করেন তিনি। থাইল্যান্ড ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চাইওয়াই।

10 Oct 2022, 01:08:37 PM IST

মেঘনার ওভারে বাউন্ডারি নানাপাতের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেঘনা সিং। দ্বিতীয় বলেই চার মারেন নানাপাত। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৭ রান।

10 Oct 2022, 01:03:36 PM IST

ম্যাচ শুরু

নানাপাতকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন চানথাম। বোলিং শুরু করেন দীপ্তি শর্মা। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন নানাপাত। প্রথম ওভারে ১ রান ওঠে।

10 Oct 2022, 01:02:50 PM IST

থাইল্যান্ডের প্রথম একাদশ

নানাপাত কঞ্চারয়েঙ্কাই (উইকেটকিপার), নাথাকান চানথাম, নারুয়েমল চাইওয়াই (ক্যাপ্টেন), চানিদা সুথিরুয়াং, রোসেনান কানহ, পানিতা মায়া, সরনারিন টিপোচ, নাতায়া বুচাথাম, ওনিচা কামচোমফু, থিপাতচা পুথাওং ও নানথিতা বুনসুখাম।

10 Oct 2022, 12:39:26 PM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), শেফালি বর্মা, সাবভিনেনি মেঘনা, জেমিমা রডরিগেজ, কিরণ নভগির, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, দীপ্তি শর্মা, মেঘনা সিং ও রাজেশ্বরী গায়কোয়াড়।

10 Oct 2022, 12:38:38 PM IST

টস জিতল ভারত

থাইল্যান্ডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে স্মৃতি মন্ধনা থাইল্যান্ডকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করবে ভারত।

10 Oct 2022, 12:36:43 PM IST

ভারতের নেতৃত্বে স্মৃতি মন্ধনা

আমিরশাহি ও বাংলাদেশের পরে থাইল্যান্ড ম্যাচেও ভারতকে নেতৃত্ব দিতে নামলেন স্মৃতি মন্ধনা। যার অর্থ, এই ম্যাচেও বিশ্রামে হরমনপ্রীত কউর। ভারত প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে প্রথম একাদশে জায়গা করে দিচ্ছে। থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত দলের সেরা বোলার রেনুকা সিং ঠাকুরকে বিশ্রাম দেয়। তাঁর পরিবর্তে মাঠে নামেন মেঘনা সিং।

10 Oct 2022, 12:36:43 PM IST

দুর্বল প্রতিপক্ষ, তবে সহজ হবে না ভারতের লড়াই

শক্তি ও ধারাবাহিকতার নিরিখে থাইল্যান্ড ভারতের থেকে অনেক পিছিয়ে। তবে চলতি এশিয়া কাপেই পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে থাইল্যান্ড বুঝিয়ে দিয়েছে যে, তারা অঘটন ঘটানোর ক্ষমতা রাখে। তাই ভারতকে সতর্ক থাকতে হবে নিশ্চিত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা 'গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে'-মন্তব্য কং প্রার্থীর, পাল্টা দিলেন মোদী ‘এটা আমার শিক্ষা…', সোহিনীর সঙ্গে শোভনের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন স্বস্তিকা ‘আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য…', মোদীর মন্তব্যে ফুঁসলেন প্রিয়াঙ্কা

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.