বাংলা নিউজ > ময়দান > IND vs UAE: বিশাল ব্যবধানে আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক ভারতের
জেমিমা-দীপ্তির যুগলবন্দিতে দাপুটে জয় ভারতের। ছবি- টুইটার (@ACCMedia1)।

IND vs UAE: বিশাল ব্যবধানে আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক ভারতের

India vs United Arab Emirates Wome'n Asia Cup 2022 Live Score: দীপ্তি শর্মা ও জেমিমা রডরিগেজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে একতরফাভাবে আমিরশাহিকে হারিয়ে দেয় ভারত।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করে মালয়েশিয়াকে। চলতি মহিলা এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত মাঠে নামে আমিরশাহির বিরুদ্ধে। শেষমেশ চলতি এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করেই মাঠ ছাড়ে তারা।

04 Oct 2022, 04:31:22 PM IST

ম্যাচের সেরা জেমিমা

১১টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জেমিমা রডরিগেজ।

04 Oct 2022, 04:18:49 PM IST

১০৪ রানের বিরাট জয় ভারতের

শেষ ওভারে হেমলতা ৩ রান খরচ করেন। ভারতের ৫ উইকেটে ১৭৮ রানের জবাবে আমিরশাহি আটকে যায় ৪ উইকেটে ৭৪ রানে। ১০৪ রানের বিশাল ব্যবধানে আমিরশাহিকে হারিয়ে দেয় ভারত। সেই সঙ্গে চলতি এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করে ভারতীয় দল। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৩০ রান করে নট-আউট থাকেন কবিশা। হেমলতা ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

04 Oct 2022, 04:13:16 PM IST

শেষ ওভারে আমিরশাহির দরকার ১০৮ রান

ভারতের জয় অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। ১৯ ওভার শেষে আমিরশাহির স্কোর ৪ উইকেটে ৭১ রান। জয়ের জন্য শেষ ওভারে ১০৮ রান দরকার তাদের। কবিশা ২৮ ও মুঘল ৫ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১১ রান খরচ করেছেন দীপ্তি।

04 Oct 2022, 04:09:19 PM IST

খুশিকে ফেরালেন হেমলতা

১৭.৩ ওভারে হেমলতার বলে জেমিমার হাতে ধরা পড়েন খুশি শর্মা। ৫০ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন খুশি। তিনি ৩টি চার মারেন। আমিরশাহি ৬৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ছায়া মুঘল। ১৮ ওভার শেষে আমিরশাহির স্কোর ৪ উইকেটে ৬৫ রান। কবিশা ২৭ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 04:07:43 PM IST

বোলিং কোটা শেষ করলেন পূজা

৪ ওভারের বোলিং কোটা শেষ করেন পূজা বস্ত্রকার। উইকেট না পেলেও মাত্র ১৫ রান খরচ করেন তিনি। আমিরশাহি ১৭ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৬৩ রান সংগ্রহ করেছে।

04 Oct 2022, 04:01:53 PM IST

৪ ওভারে আমিরশাহির দরকার ১২৩

১৬ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৫৬ রান। জয়ের জন্য শেষে ৪ ওভারে তাদের দরকার ১২৩ রান। কবিশা ও খুশি ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। কবিশা ২৫ ও খুশি ২৩ রানে ব্যাট করছেন। হেমলতা নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করেন।

04 Oct 2022, 03:56:44 PM IST

৫০ টপকাল আমিরশাহি

১৫তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় আমিরশাহি। ১৫ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৫৩ রান। পূজা ৩ ওভারে ৮ রান খরচ করেছেন।

04 Oct 2022, 03:54:47 PM IST

সাড়ে ৯ ওভার পরে বাউন্ডারি

৯ ওভারের বেশি সময় কোনও বাউন্ডারি মারেনি আমিরশাহি। অবশেষে ১৩.৫ ওভারে রাজেশ্বরীর বলে চার মারেন কবিশা। ওভারে মোট ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৪৭ রান। কবিশা ১৯ ও খুশি ২০ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 03:50:42 PM IST

কৃপণ বোলিং রানার

১৩তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন স্নেহ রানা। তিনি ৩ ওভারে মাত্র ৭ রান খরচ করেছেন। ১৩ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৩৯ রান। খুশি ৩৪ বলে ১৮ রান করেছেন। ৩৫ বলে ১৩ রান করেছেন কবিশা। 

04 Oct 2022, 03:49:07 PM IST

রেনুকার বোলিং কোটা শেষ

৪ ওভারের বোলিং কোটা শেষ করেন রেনুকা সিং ঠাকুর। উইকেট না পেলেও তিনি মাত্র ১২ রান খরচ করেন। ১২ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৩৬ রান।

04 Oct 2022, 03:47:01 PM IST

রানার ওভারে ২ রান

১১তম ওভারে স্নেহ রানা মাত্র ২ রান খরচ করেন। আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৩৩ রান। খুশি ১৬ ও কবিশা ১০ রান করেছেন।

04 Oct 2022, 03:37:29 PM IST

১০ ওভারে আমিরশাহির দরকার ১৪৮

১০ ওভারের খেলা শেষ। আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৩১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে আমিরশাহির দরকার ১৪৮ রান। খুশি ১৫ ও কবিশা ১০ রানে ব্যাট করছেন। রেনুকা ৩ ওভারে ৯ রান খরচ করেছেন।

04 Oct 2022, 03:35:18 PM IST

খুশির ক্যাচ ছাড়লেন মন্ধনা

৮.৬ ওভারে স্নেহ রানার বলে খুশির ক্যাচ ছাড়েন স্মৃতি মন্ধনা। ৯ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ৩০ রান। রানা নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করেন।

04 Oct 2022, 03:29:44 PM IST

দীপ্তির ওভারে ৩ রান

অষ্টম ওভারে মাত্র ৩ রান খরচ করেন দীপ্তি শর্মা। ৮ ওভার শেষে আমিরশাহির সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। দীপ্তি ২ ওভারে ৫ রান খরচ করেছেন। খুশি ১২ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 03:28:08 PM IST

কৃপণ বোলিং পূজার

সপ্তম ওভারে মাত্র ১ রান খরচ করেন পূজা বস্ত্রকার। ৭ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ২৪ রান।  ২ ওভারে ২ রান খরচ করেছেন পূজা।

04 Oct 2022, 03:23:58 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে আমিরশাহি ৩ উইকেটের বিনিময়ে ২৩ রান তুলেছে। দীপ্তি শর্মা নিজের প্রথম ওভারে ২ রান খরচ করেন। খুশি ৯ ও কবিশা ৮ রান করেছেন।

04 Oct 2022, 03:18:37 PM IST

পূজার ওভারে ১ রান

পঞ্চম ওভারে বল করতে আসেন পূজা বস্ত্রকার। তিনি মাত্র ১ রান খরচ করেন। ৫ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ২১ রান।

04 Oct 2022, 03:15:05 PM IST

রাজেশ্বরীর ওভারে জোড়া বাউন্ডারি খুশির

চতুর্থ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে জোড়া বাউন্ডারি মারেন খুশি শর্মা। ওভারে ৮ রান ওঠে। ৪ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ২০ রান। খুশি ৮ ও কবিশা ৬ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 03:12:58 PM IST

রেনুকার ওভারে ৭ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন রেনুকা সিং। ওভারের তৃতীয় বলে ৪ রান করেন কবিশা। ওভারে মোট ৪ রান ওঠে। ৩ ওভার শেষে আমিরশাহির স্কোর ৩ উইকেটে ১২ রান। 

04 Oct 2022, 03:07:40 PM IST

নতাশা আউট

দ্বিতীয় ওভারে জোড়া সাফল্য রাজেশ্বরীর। ১.৫ ওভারে রাজেশ্বরীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নতাশা। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। আমিরশাহি ৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খুশি শর্মা।

04 Oct 2022, 03:06:47 PM IST

এশা আউট

দ্বিতীয় ওভারে বল করতে আসেন রাজেশ্বরী গায়কোয়াড়। ওভারের প্রথম বলে চার মারেন এশা। দ্বিতীয় বলে পূজা বস্ত্রকারের হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়েন তিনি। আমিরশাহি ৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নতাশা।

04 Oct 2022, 03:05:15 PM IST

রান-আউট তীর্থা

প্রথম ওভারেই রান-আউট হয়ে মাঠ ছাড়েন তীর্থা। ওভারের চতুর্থ বলে মাঠ ছাড়েন তিনি। ১ বলে ১ রান করেন তীর্থা। আমিরশাহি ১ রানে ১ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন কবিশা। 

04 Oct 2022, 02:53:13 PM IST

আমিরশাহির রান তাড়া শুরু

আমিরশাহির হয়ে ওপেন করতে নামেন এশা ওজা ও তীর্থা সতীশ। বোলিং শুরু করেন রেনুকা সিং ঠাকুর। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন তীর্থা।

04 Oct 2022, 02:44:56 PM IST

আমিরশাহিকে বিরাট টার্গেট দিল ভারত

শেষ ওভারে মাহিকার প্রথম বলে চার মারেন জেমিমা। তৃতীয় ও শেষ বলে জোড়া বাউন্ডারি মারেন নভগির। ওভারে মোট ১৫ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সুতরাং, জয়ের জন্য আমিরশাহির দরকার ১৭৯ রান। জেমিমা ১১টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৭৫ রান করে নট-আউট থাকেন। নভগির ২টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ১০ রান করে নট-আউট থাকেন। মাহিকা ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

04 Oct 2022, 02:37:22 PM IST

পূজা বস্ত্রকার আউট

১৯তম ওভারে এশার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করান পূজা বস্ত্রকার। ওভারের তৃতীয় বলে চার মাকেন তিনি। চতুর্থ বলে এগোডেজের হাতে ধরা পড়েন পূজা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করেন পূজা। ভারত ১৬১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কিরণ নভগির।

04 Oct 2022, 02:32:11 PM IST

দীপ্তি আউট

১৮তম ওভারে সুরক্ষার প্রথম ৩টি বলে টানা ৩টি চার মারেন জেমিমা। পঞ্চম বলে বাউন্ডারি লাইনে দীপ্তির দুর্দান্ত ক্যাচ ধরেন মাহিকা। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৪ রান করে মাঠ ছাড়েন দীপ্তি। ভারত ১৪৮ রানে ৪ উইকেট লহারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৯ রান। জেমিমা ৪১ বলে ৬৮ রান করেছেন। তিনি ১০টি চার মেরেছেন।

04 Oct 2022, 02:26:19 PM IST

৩ ওভারের খেলা বাকি

১৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩৫ রান। দীপ্তি ৪৮ বলে ৬৪ রান করেছেন। জেমিমা ৩৭ বলে ৫৫ রান করেছেন।

04 Oct 2022, 02:18:31 PM IST

১০০ রানের পার্টনারশিপ

মাত্র ৬৫ বলে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন দীপ্তি ও জেমিমা। ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। দীপ্তি শর্মা ৬০ ও জেমিমা ৫২ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 02:15:34 PM IST

হাফ-সেঞ্চুরি জেমিমার

১৫তম ওভারে খুশির পঞ্চম বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেমিমা রডরিগেজ। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন জেমিমা। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৮ রান। দীপ্তি ও জেমিমা. উভয়েই ব্যাক্তিগত ৫১ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 02:13:09 PM IST

হাফ-সেঞ্চুরি দীপ্তির

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপ্তি শর্মা। ১৫তম ওভারে খুশির প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন দীপ্তি।

04 Oct 2022, 02:10:33 PM IST

১০০ টপকাল ভারত

১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। নতাশার ওভারের শেষ বলে চার মারেন জেমিমা। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৬ রান। দীপ্তি ৪৪ ও জেমিমা ৪৭ রানে ব্যাট করছেন। 

04 Oct 2022, 02:08:02 PM IST

খুশির ওভারে জোড়া বাউন্ডারি জেমিমার

১৩তম ওভারে খুশি শর্মার ওভারে জোড়া বাউন্ডারি মারেন জেমিমা রডরিগেজ। ওভারে মোট ১১ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৫ রান। দীপ্তি ৪২ ও জেমিমা৩৮ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 02:01:48 PM IST

ছক্কা হাঁকালেন দীপ্তি

১১.৪ ওভারে সামাইরার বলে দুর্দান্ত ছক্কা মারেন দীপ্তি শর্মা। ওভারে মোট ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৪ রান। দীপ্তি ৩৩ বলে ৪০ রান করেছেন। ২২ বলে ২৯ রান করেছেন জেমিমা।

04 Oct 2022, 01:55:07 PM IST

৫০ রানের পার্টনারশিপ দীপ্তি-জেমিমার

৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন দীপ্তি শর্মা ও জেমিমা রডরিগেজ। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭১ রান। দীপ্তি ৩০ বলে ৩২ রান করেছেন। জেমিমা ১৯ বলে ২৪ রান করেছেন।

04 Oct 2022, 01:50:01 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভারের খেলা শেষ। ভারত ৩ উইকেটের বিনিময়ে ৬৫ রান সংগ্রহ করেছে। বৈষ্ণবীর ওভারের প্রথম বলেই চার মারেন দীপ্তি। তিনি ২৭ বলে ২৯ রান করেছেন। মেরেছেন ৪টি চার। জেমিমা ১৬ বলে ২১ রান করেছেন। মেরেছেন ৩টি চার।

04 Oct 2022, 01:49:26 PM IST

এশা ওজার ওভারে ৬ রান

নবম ওভারে এশা ওজা ৬ রান খরচ করেন। তৃতীয় বলে চার মারেন দীপ্তি। ৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান। দীপ্তি ২৪ ও জেমিমা ১৮ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 01:41:38 PM IST

৫০ টপকাল ভারত

অষ্টম ওভারে বৈষ্ণবীর শেষ বলে চার মেরে ভারতকে ৫০ রানের গণ্ডি পার করান দীপ্তি শর্মা। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫১ রান। দীপ্তি ১৯ ও জেমিমা ১৭ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 01:37:26 PM IST

মুঘলের ওভারে ৩টি চার জেমিমার

সপ্তম ওভারে নিজের কোটার শেষ ওভার বল করতে আসেন ছায়া মুঘল। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পরপর ৩টি চার মারেন জেমিমা রডরিগেজ। ওভারে মোট ১৬ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪৩ রান। দীপ্তি ১২ ও জেমিমা ১৬ রানে ব্যাট করছেন। মুঘল ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

04 Oct 2022, 01:33:06 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭ রান। দীপ্তি ১২ বলে ১০ রান করেছেন। ৩ রানে ব্যাট করছেন জেমিমা। মাহিকা ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

04 Oct 2022, 01:25:08 PM IST

রান-আউট হেমলতা

৪.২ ওভার রান-আউট হয়ে মাঠ ছাড়েন দায়ালান হেমলতা। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন হেমলতা। ভারত ১৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২২ রান। দীপ্তি ৯ রানে ব্যাট করছেন। মুঘল ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

04 Oct 2022, 01:20:43 PM IST

মেঘনা আউট

৩.৩ ওভারে মাহিকার বলে উইকেটকিপার তীর্থার দস্তানায় ধরা পড়েন সাবভিনেনি মেঘনা। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১০ রান করেন মেঘনা। ভারত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দায়ালান হেমলতা।

04 Oct 2022, 01:19:41 PM IST

মুঘলের ওভারে ৬ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ছায়া মুঘল। তিনি ৬ রান খরচ করেন ওভারে। শেষ বলে চার মারেন দীপ্তি শর্মা। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৫ রান। মেঘনা ৯ ও দীপ্তি ৬ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 01:12:57 PM IST

প্রথম বাউন্ডারি ভারতের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মাহিকা। ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মারেন মেঘনা। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ ওভারে ৯ রান। মেঘনা ৮ ও দীপ্তি ১ রানে ব্যাট করছেন।

04 Oct 2022, 01:05:36 PM IST

প্রথম ওভারেই আউট রিচা

সাবভিনেনি মেঘনার সঙ্গে ওপেন করতে নামেন রিচা ঘোষ। বোলিং শুরু করেন মুঘল। প্রথম বলে ২ রান নেন মেঘনা। চতুর্থ বলে ১ রান নেন তিনি। পঞ্চম বলে জৈনের হাতে ধরা পড়েন রিচা। গোল্ডেন ডাকে আউট হন রিচা। ভারত ৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩ রান।

04 Oct 2022, 01:04:48 PM IST

আমিরশাহির প্রথম একাদশ

তীর্থা সতীশ (উইকেটকিপার), এশা ওজা, কবিশা এগোডেজ, নতাশা শেরিয়াথ, ছায়া মুঘল (ক্যাপ্টেন), প্রিয়ঞ্জলি জৈন, খুশি শর্মা, সামাইরা ধরনিধরকা, মাহিকা গউর, বৈষ্ণবী মহেশ ও সুরক্ষা কোটে। 

04 Oct 2022, 12:51:04 PM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), সাবভিনেনি মেঘনা, জেমিমা রডরিগেজ, দায়ালান হেমলতা, রিচা ঘোষ (উইকেটকিপার), কিরণ নভগির, পূজা বস্ত্রকার, স্নেহ রানা, দীপ্তি শর্মা, রেনুকা সিং ঠাকুর ও রাজেশ্বরী গায়কোয়াড়।

04 Oct 2022, 12:38:48 PM IST

টস জিতল ভারত

আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে টস জতল ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করবে সংযুক্ত আরব আমিরশাহি।

04 Oct 2022, 12:37:22 PM IST

ভারতের নেতৃত্বে মন্ধনা

আমিরশাহির বিরুদ্ধে চলতি এশিয়া কাপের তৃতীয় ম্যাচে বিশ্রামে হরমনপ্রীত কউর। তাঁর বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামলেন স্মৃতি মন্ধনা। একা হরমনপ্রীত নন, তাঁর সঙ্গে বিশ্রামে গিয়েছেন শেফালি বর্মা, রাধা যাদব ও মেঘনা সিং। পরিবর্তে দলে ঢোকেন স্মৃতি মন্ধনা, স্নহ রানা, রেনুকা সিং ঠাকুর ও পূজা বস্ত্রকার। মন্ধনারা মালয়েশিয়ার বিরুদ্ধে গত ম্যাচে বিশ্রামে ছিলেন। ভারত টুর্নামেন্টে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের মাঠে নামাচ্ছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.