ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ২টি প্রস্তুতি ম্যাচে ভারতীয় শিবিরে যেমন কয়েকটি দুশ্চিন্তার উদয় হয়, ঠিক তেমনই কয়েকজনের ব্যক্তিগত পারফর্ম্যান্স আশ্বস্ত করে টিম ম্যানেজমেন্টকে। একজোড়া অনুশীলন ম্যাচ থেকে টিম ইন্ডিয়ার প্রাপ্তি নিতান্ত কম নয়। ২টি ম্য়াচে অন্তত আটজন ক্রিকেটার ব্যক্তিগত দক্ষতার পরিচয় দেন ব্যাট-বল হাতে, যা টি-২০ বিশ্বকাপের আগে ভালো ইঙ্গিত বলেই মনে করছে ভারতীয় শিবির।
১. প্রথম ম্যাচে ৩৫ বলে ৫২ রান করেন সূর্যকুমার যাদব। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা।
২. প্রথম ম্যাচে অর্শদীপ সিং ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। দ্বিতীয় ম্যাচে ৩ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি।
৩. ভুবনেশ্বর কুমার প্রথম ম্যাচে ২৬ রানে ২টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও নতুন বলে ২ ওভারে মাত্র ১৫ রান খরচ করেন।
৪. যুজবেন্দ্র চাহাল প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
৫. লোকেশ রাহুল দ্বিতীয় ম্যাচে ৫৫ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মারেন ৯টি চার ও ২টি ছক্কা।
৬. হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে ২৭ ও দ্বিতীয় ম্যাচে ১৭ রান করেন। দ্বিতীয় ম্যাচে ২ ওভার বল করে উইকেট না পেলেও ১৭ রান খরচ করেন।
৭. রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
৮. হার্ষাল প্যাটেল প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ওঠেন দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে ৪ ওভারে ৪৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তিনি ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।