বাংলা নিউজ > ময়দান > IND vs WI, 1st Test: শুরুতেই হিট যশস্বী, পাচ্ছেন সিনিয়রদের সম্মান, কী বলছেন ছোটবেলার কোচ?

IND vs WI, 1st Test: শুরুতেই হিট যশস্বী, পাচ্ছেন সিনিয়রদের সম্মান, কী বলছেন ছোটবেলার কোচ?

পুরো ভারতীয় ড্রেসিংরুম অভিবাদন জানায় যশস্বী জয়সওয়ালকে।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে প্রবেশ করার সময়ে যশস্বী জয়সওয়ালকে তাঁর সতীর্থ এবং কোচিং স্টাফেরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। রবীন্দ্র জাদেজা এবং ইশান কিষাণ তরুণ ওপেনারকে জড়িয়ে ধরেন। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা তাঁর ম্যারাথন পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়ে পিঠ চাপড়ে দেন।

যশস্বী জয়সওয়ালের গল্পটি নিঃসন্দেহে অনুপ্রেরণার। তাঁবুতে থাকা থেকে শুরু করে পানিপুরি বিক্রি করা এবং পরে জাতীয় দলের জার্সিতে খেলা- একেবারে গলি থেকে রাজপথে আসারই গল্প যশস্বীর। ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে ভালো পারফরম্যান্স করার সুবাদেই জাতীয় দলের দরজা খুলে গিয়েছে যশস্বীর সামনে। আর জাতীয় দলে অভিষেকেই বাজিমাত করেছেন ২১ বছরের তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। বৃহস্পতিবার সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই তিনি একাধিক নজির গড়ে ফেলেছেন। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে হয়তো তিনি আরও অনেক রেকর্ড গড়ে ফেলবেন, এমনটাই আশায় রয়েছেন তাঁর ভক্তরা। রোহিতের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে ২২৯ রান যোগ করেন যশস্বী। দ্বিতীয় দিনের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৩১২ রান করে ফেলেছে। জয়সওয়ালের সঙ্গে ক্রিজে রয়েছেন বিরাট কোহলিষ তাঁর সংগ্রহ ৩৬ রান।

আরও পড়ুন: আরও পড়ুন: ৯১ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে বড় নজির যশস্বীর, অভিষেক সেঞ্চুরিতে গড়লেন একাধিক রেকর্ড

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে প্রবেশ করার সময়ে যশস্বী জয়সওয়ালকে তাঁর সতীর্থ এবং কোচিং স্টাফেরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। রবীন্দ্র জাদেজা এবং ইশান কিষাণ তরুণ ওপেনারকে জড়িয়ে ধরেন। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা তাঁর ম্যারাথন পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়ে পিঠ চাপড়ে দেন।

জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘রোহিত ভাইয়া আমাকে অনুপ্রাণিত করে চলেছিলেন। আমাদের পার্টনারশিপের সময়ে আমার সঙ্গে বারবার কথা বলছিলেন। তিনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, কী ভাবে এই উইকেটে খেলতে হবে। আমি কোন কোন ক্ষেত্রগুলোকে টার্গেট করতে পারি।’

যশস্বী যোগ করেছেন, ‘খেলার আগেও তিনি আমাকে বলেছিলেন, তোমাকে এটা করতে হবে, তুমিই একমাত্র ব্যক্তি। আমিও তাঁর কথাগুলো চিন্তা করে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করেছিলাম। আমি এখনও পর্যন্ত এই খেলা থেকে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতের জন্য এটি ধরে রাখার চেষ্টা করব।’ অধিনায়ক রোহিত শর্মাও সেঞ্চুরি করেন। তিনি ১০৩ রান করে আউট হয়ে যান।

আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চ- অভিষেকে সেঞ্চুরি করাটাই যেন অভ্যেস যশস্বীর

যশস্বীর খেলায় উচ্ছ্বসিত তাঁর ছেলেবেলার কোচ জ্বলা সিং পিটিআই-কে বলেছেন, ‘ওকে বড় হতে দেখে আমি খুশি। আমার কিছুটা অনুভূতি ছিল যে, ও ভালো খেলবে। আইপিএলে এবং ঘরোয়া ক্রিকেটেও চারটি মরশুমে ভালো পারফরম্যান্স করেছে। আইপিএলে ও বিশ্বমানের বেশির ভাগ বোলারদেরই অনেক চাপের মধ্যে খেলে ফেলেছে।’ তিনি আরও উল্লেখ করেছেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ফলে যশস্বী জয়সওয়ালের সর্বোচ্চ স্তরের মানসম্পন্ন বোলারদের খেলার বিষয়েও একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে।

জ্বলা সিং দাবি করেছেন, ‘উচ্চ মানের বোলারদের বিরুদ্ধে খেলার বিষয়ে ওর ধারণা রয়েছে। একজন খেলোয়াড় হিসেবে, রান করার অভ্যাস থাকা গুরুত্বপূর্ণ। একজন কোচ হিসেবে আমি সব সময়ে আমার খেলোয়াড়দের বল দেখতে শেখাই, বোলার নয়, এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া করার কথা বলি। সব সময়ে ন'জন ফিল্ডার থাকবে, আপনি যে ম্যাচই খেলুন না কেন, তা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে বা টেস্ট। একজন ব্যাটার হিসেবে আপনাকে অবশ্যই প্রতিটি বলের মুখোমুখি হতে হবে এবং নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে। আমি আনন্দিত যে, যশস্বী এটি করতে সক্ষম হয়েছে এবং আমাকে সঠিক প্রমাণ করছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে ষষ্ঠীতে আচমকা ৪% DA বাড়াল রাজ্য! ফারাক কমল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বুকে হাত, চোখে চোখ! ষষ্ঠীতে রোম্যান্টিক সাহেব-সুস্মিতা, দিলেন সুখবর মহাসপ্তমী কেমন কাটবে? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জানুন ১০ অক্টোবরের রাশিফল নিম্নচাপের জন্ম সাগরে, আছে জোড়া ঘূর্ণাবর্তে, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.