ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট রানে ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করল টিম ইন্ডিয়া। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। বিরাট কোহলি ও ঋষভ পন্তের ৫০ ভর করে ভারত ১৮৬-৫ করে। উইন্ডিজের হয়ে তিন উইকেট নেন রোস্টন চেজ। জবাবে রোভম্যান পাওয়েল ৬৮ ও নিকোলাস পুরান ৬২ রান করেন। তবে নির্ধারিত ২০ ওভারে ১৭৮-৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
১০০টি ম্যাচ জিতল ভারত
পাকিস্তানের পর মাত্র দ্বিতীয় দল হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত।
ম্যাচ জয়ের মুহূর্ত
ম্যাচ সেরা পন্ত
মুশকিল পরিস্থিতিতে ব্যাটে নেমে দুর্দান্ত অর্ধশতরানের দৌলতে ম্যাচ সেরা হলেন ঋষভ পন্ত।
ম্যাচ জিতল ভারত
শেষ ওভারে রোভম্যান পাওয়েলের দুই ছক্কাও ম্যাচ জেতাতে পারল না ওয়েস্ট ইন্ডিজকে। হার্ষাল প্যাটেল ১৬ রান দিলেও, আট রানে ম্যাচ ও সিরিজ জিতল ভারতীয় দল। পাওয়েল ৬৮ রানের (৩৬ বলে) দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৭৮ রানেই থেমে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
পুরান আউট
দুর্দান্ত ব্যাটিং নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়ালের। ব্যক্তিগত ৫০ রানের পাশাপাশি ১০০ রানের পার্টনারশিপও করেন দুইজনে। তবে তারপরেই ৬২ রানে (৪১ বলে) আউট হলেন পুরান। ইনিংসের শুরুর দিকে তাঁর ক্যাচ মিস করলেও, এইবার বিষ্ণোই পুরানের ক্যাচ ধরতে কোনো ভুল করেননি। এই ওভারে মাত্র চার রান দেন ভুবি। শেষ ৬ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ২৫ রান দরকার।
অর্ধশতরান পূরণ করলেন পাওয়েল
পুরানের পর নিজের ৫০ রান পূর্ণ করলেন রোভম্যান পাওয়েলও। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫৮-২। জয়ের জন্য বাকি ২৯ রান।
নাগাড়ে দ্বিতীয় অর্ধশতরান পুরানের
গত ম্যাচের মতো এই ম্যাচেও দুর্ধর্ষ ব্যাটিং করছেন নিকোলাস পুরান। দীপক চাহারের বলে ছক্কা হাঁকিয়ে ৫০ করলেন তিনি। ১৫০-র গণ্ডিও পার করল উইন্ডিজ। ১৭ ওভার শেষে স্কোর ১৫০-২। তিন ওভারে জয়ের জন্য দরকার ৩৭ রান। পুরান ৫৬ রানে (৩৫ বলে) ব্যাট করছেন। ৫০-র দোরগোড়ায় পাওয়েলও। তিনি খেলছেন ৪৯ রানে (২৭ বলে)।
ভুবির ক্যাচ মিস, ক্ষেপে গেলেন রোহিত
১৬ নম্বর ওভারের পঞ্চম বলে রোভম্যান পাওয়েলকে আউট করার বড় সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু নিজের বলেই ক্যাচ ছাড়েন তিনি। পাশেই দাঁড়ানো অধিনায়ক রোহিত বেশ ক্ষেপে গিয়েছেন। বলে লাথিও মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোর ১৩৪-২। চার ওভারে দরকার ৫৩ রান।
শেষ পাঁচ ওভারে চাই ৬৩
১৫ নম্বর ওভারে উঠল ১১ রান। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোর ১২৪-২। পুরান ব্যাট করছেন ৪৭ রানে (৩১ বলে), পাওয়েলের স্কোর ৩৩ (১৯ বলে)। জয়ের জন্য শেষ পাঁচ ওভারে চাই ৬৩ রান।
১৪ নম্বর ওভারে উঠল ১০ রান
হার্ষালের প্যাটেলের বিরুদ্ধে ইনিংসের ১৪ নম্বর ওভারে ১০ রান করল উইন্ডিজ। উইন্ডিজের বর্তমান স্কোর ১১৩-২। জয়ের জন্য শেষ ছয় ওভারে ৭৪ রান দরকার।
১০০-র গণ্ডি টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১৩ নম্বর ওভারে ১০০-র গণ্ডি টপকাল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৪ ওভারে উইন্ডিজ ৪৩ রান করেছেন। তাদের বর্তমান স্কোর ১০৩-২। সাত ওভারে জয়ের জন্য পুরানদের দরকার ৮৪ রান।
১২ রান দিলেন চাহার
১২ নম্বর ওভারে ১২ রান দিলেন দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯১-২। পুরান ব্যাট করছেন ৩৮ রানে (২৪ বলে), পাওয়েলের সংগ্রহ ১৩ (৮ বলে)।
১১ নম্বর ওভারে উঠল ৬
ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে মাত্র ছয় রান দিলেন বিষ্ণোই। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৯-২।
ক্যাচ হাতছাড়া
গত ওভারেই উইকেট নিলেও, ১০ ওভারের প্রথম বলেই পুরানের ক্যাচ ছাড়েন বিষ্ণোই। সুযোগ পেয়ে পুরানও লম্বা ছক্কা হাঁকিয়ে রোহিতদের বিরক্তি আরও বাড়ান। চাহালের শেষ ওভারে উঠল ১৩ রান। তিনি চার ওভারে ৩১ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন। ইনিংসের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৩-২। বাকি ১০ ওভারে পুরানদের জয়ের জন্য আরও ১১৪ রান দরকার।
প্রথম ওভারেই উইকেট পেলেন বিষ্ণোই
গত ম্যাচে নিজের অভিষেকেই ম্যাচ সেরা হয়েছিলেন রবি বিষ্ণোই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সাফল্যের ধারা অব্যাহত। বল করতে এসে নিজের প্রথম ওভারেই ব্রেন্ডন কিংকে ২২ রানে (৩০ বলে) সাজঘরে ফেরালেন বিষ্ণোই। ৯ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬০। ক্রিজে নতুন ব্যাটার রোভম্যান পাওয়েল।
দুর্দান্ত ওভার চাহালের
অষ্টম ওভারে মাত্র পাঁচ রান দিলেন যুজবেন্দ্র চাহাল। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৯-১।
আগ্রাসী পুরান
সপ্তম ওভারের প্রথম দুই বলেই হার্ষাল প্যাটেলের বিরুদ্ধে ছয় ও চার হাঁকান পুরান। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৪-১। পুরান ব্যাট করছেন ১৮ রানে (৮ বলে), কিং ব্যাট করছেন ২০ রানে (২৪ বলে)।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন
পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম সফলতা পেল ভারত। চাহালের বলে ৯ রানে (১০ বলে) আউট হলেন কাইল মেয়ার্স। অবশ্য পন্ত, বেঙ্কটেশের মতো নতুন ব্যাটার নিকোলাস পুরানও চার মেরে নিজের ইনিংস শুরু করেন। ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪১-১। ওভারের শেষ বলে ব্রেন্ডন কিংকে আম্পায়ার আউট দিলেও রিভিউতে সেই সিদ্ধান্ত বদলে ফেলতে হয়।
ক্যাচ মিস!!! পঞ্চম ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৪/০
৪.৩ ওভারে দীপক চাহারের বলে ক্যাচ তুলেছিলেন ব্র্যান্ডন কিং। কিন্তু বল উপরে উঠলেও বেঙ্কটেশ আইয়ার বলকে ফলো করেছিলেন। কিন্তু অনেক উপরে থাকার জন্য বল ক্যারি করতে পারেননি আইয়ার।
পাওয়ার প্লেতে যুজবেন্দ্র চাহাল!
ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসেছেন যুজবেন্দ্র চাহাল। দীপক চাহারের জায়গায় চাহালকে বল দিলেন রোহিত। দেখা যাক চাহাল কী করেন।
ওয়েস্ট ইন্ডিজ ২২/০
তিন ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে। পাওয়ার প্লে কতটা কাজে লাগাতে পারে দুই দল সেটাই দেখার। তবে ভারতের দরকার উইকেট।
দ্বিতীয় ওভারে উঠল ৬ রান
দীপক চাহারের ওভারের শেষ বলে ব্র্যান্ডন কিং চার মারলেন। দারুণ বল করলেও শেষ বলে চার হজম করায় মোট ৬ রান দিলেন দীপক চাহার। দলের রান ২ ওভারের শেষে ১৪ রান।
দ্বিতীয় ওভারে এলেন দীপক চাহার
ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের লক্ষ্যে রয়েছেন দীপক চাহার। দেখা যাক দীপক সফল হন কিনা।
শুরু করলেন ভুবনেশ্বর কুমার
ভারতীয় বোলিং-এর ইনিংস শুরু করলেন ভুবনেশ্বর কুমার। ক্যারেবিয়ানদের হয়ে ব্যাটিং-এর ওপেন করলেন ব্র্যান্ডন কিং ও কেইল মায়ের্স। প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলল ৮ রান।
অর্ধশতরান পন্তের
ইনিংসের শেষ ওভারে রোমারিও শেফার্ড মাত্র সাত রান দিলেন। ভারতের ইনিংস শেষ হল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৬ রানে। পন্ত ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। হার্ষাল প্যাটেল এক বলে এক রান করেন।
বেঙ্কটেশ আইয়ার
২০ নম্বরের ওভারের তৃতীয় বলে বেঙ্কটেশ আইয়ার ১৮ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। পন্তের সঙ্গে মিলে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন আইয়ার।
১৯তম ওভারে উঠল ১৫
জেসন হোল্ডারের ১৯তম ওভারে উঠল ১৫ রান। ভারতের বর্তমান ১৭৯-৪। ২০০-র গণ্ডি টপকাতে পারবে টিম ইন্ডিয়া?
পন্ত-আইয়ারের ৫০ রানের পার্টনারশিপ
পঞ্চম উইকেটে ২৩ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন পন্ত-আইয়ার। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৪-৪। পন্ত ব্যাট করছেন ৩৭ রানে (২১ বলে), বেঙ্কটেশ আইয়ারের সংগ্রহ ৩০ রান (১৪ বল)।
১৫০-র গণ্ডি টপকাল ভারত
১৭ ওভারে ১৫০-র গণ্ডি টপকাল ভারতীয় দল। ভারতের বর্তমান স্কোর ১৫২-৪।
বড় শট মারা শুরু
ভারতের হয়ে রানের গতি বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন পন্ত ও বেঙ্কটেশ আইয়ার। ১৬তম ওভারে উঠল ১৫ রান। ভারতের স্কোর ১৩৯-৪।
১৫ ওভারে ভারতের স্কোর ১২৪
১৫তম ওভারের শেষ দুই বলে দু'টি চার মারলেন পন্ত। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১২৪-৪। পন্ত খেলছেন ২৬ রানে (১৪ বলে), বেঙ্কটেশের সংগ্রহ ৫ রান (৩ বলে)।
বিশ্বরেকর্ড হাতছাড়া কোহলির
রোস্টন চেজের বিরুদ্ধে ওভারের দ্বিতীয় বলে কোহলির ক্যাচ মিস করেন জেসন হোল্ডার। বল বাউন্ডারি পার করে ছক্কা হয়। উইন্ডিজের বিরুদ্ধে অর্ধশতরানও পূর্ণ করে ফেলেন তিনি। তবে দুই বল পরেই, বিশ্বরেকর্ডের চার রান আগেই বোল্ড হলেন কোহলি। ক্রিজে নতুন ব্যাটার বেঙ্কটেশ আইয়ার অবশ্য চার মেরে নিজের ইনিংস শুরু করেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১১০-২। চেজ নির্ধারিত চার ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন।
৫০-র দোরগোড়ায় কোহলি
১৩ ওভার শেষে ভারতের স্কোর ৯৮-৩। ৪৬ রানে (৩৮ বলে) ব্যাট করছেন বিরাট কোহলি, পন্তের সংগ্রহ ১৩ রান (৮ বলে)।
দুরন্ত চেজ
রোস্টন চেজের বিরুদ্ধে একেবারেই বড় শট খেলতে পারছেন না ভারতীয় ব্যাটাররা। নিজের তৃতীয় ওভারে মাত্র তিন রান দিলেন চেজ। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৮৮-৩।
ভাল ছন্দে পন্ত
বেশ ভাল ছন্দে দেখাচ্ছে ঋষভ পন্তকে। ১১ নম্বর ওভারে উঠলল ৯ রান। ভারতের স্কোর ৮৫-৩।
সূর্যকুমার আউট
প্রথম ওভারে রোহিতকে আউট করার পর, নিজের দ্বিতীয় ওভারে সূর্যকুমার যাদবকেও ৮ রানে (৬ বলে) ফেরালেন রোস্টন চেজ। ইনিংসের মাঝপথে ভারতে স্কোর ৭৬-৩। ক্রিজে নতুন ব্যাটার ঋষভ পন্ত প্রথম বলেই চার মেরে নিজের ইনিংস শুরু করেন।
নবম ওভারে উঠল ৯
আকিল হোসেন ম্যাচে নিজের শেষ ওভারে ৯ রান দিলেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৬৯-২।
রোহিত আউট
নাগাড়ে দ্বিতীয় ম্যাচে রোহিতকে সাজঘরে ফেরালেন রোস্টন চেজ। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৬০-২। ক্রিজে নতুন ব্যাটার সূর্যকুমার যাদব। বিরাট কোহলি খেলছেন ৩২ বলে (২২ বলে)।
৫০-র গণ্ডি টপকাল ভারত
ইনিংসের সপ্তম ওভারে ৫০-র গণ্ডি টপকাল টিম ইন্ডিয়া। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫৬-১। রোহিত ব্যাট করছেন ১৮ রানে (১৬ বলে), কোহলির সংগ্রহ ২৯ বলে (১৮ বলে)।
পাওয়ার প্লে উঠল ৪৯
গত ওভারে ১১ রানের পর, ষষ্ঠ ওভারে রোমারিও শেফার্ডের বিরুদ্ধে উঠল ১৫ রান। ছয় ওভারের পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৪৯-১।
৫ ওভারে ভারতের স্কোর ৩৪-১
জেসন হোল্ডারের প্রথম ওভার থেকে উঠল ১১ রান। পাঁচ ওভার শেষে ভারতের স্কোর ৩৪-১।
দুর্দান্ত বোলিং কটরেলের
তিন ওভার শেষে ভারতের স্কোর ২৩-১। রোহিত খেলছেন ৬ রানে (১০ বলে), বিরাটের সংগ্রহ ৮ রান (৬ বলে)। ওভারের দ্বিতীয় বলে রোহিতের ক্যাচ মিস করেন ব্রেন্ডন কিং। তবে আরও একটি দুর্দান্ত ওভার বল করলেন কটরেল। প্রথম ওভার মেডেনের পর এই ওভারে খরচ করলেন মাত্র ৫ রান।
দুই চার মারলেন বিরাট
তৃতীয় ওভারে আকিল হোসেনকে দুইটি চার মারেন বিরাট কোহলি, ওভারে উঠল আট রান। তিন ওভার শেষে ভারতের স্কোর ১৮-১।
ফের ব্যর্থ ইশান
দ্বিতীয় ওভারে পরপর চার বল ডট খাওয়ার পর ফ্লিক করতে গিয়ে মাত্র দুই রানে (১০ বলে) আউট হলেন ইশান কিষাণ। আগের বলেই রিভিউতে নট আউট দেওয়া হয়েছিল তাঁকে। ইশানের এই ইনিংস পুনরায় দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য। দুই ওভার শেষে ভারতের স্কোর ১০-১। ক্রিজে নতুন ব্যাটার বিরাট কোহলি। উইকেট মেডেন নিলেন শেলডন কটরেল।
ভাল শুরু ভারতের
প্রথম ওভারে উঠল ১০ রান। এক নয়, আকিল হোসেন ওভারে দু'টি নো বল করলেও ইশান কিষাণ বা রোহিত শর্মা ফ্রি-হিটের লাভ তুলতে ব্যর্থ হন। বাইতেই আসে চার রান।
শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামলেন পোলার্ড
অপরিবর্তিত ভারতীয় দল
গত ম্যাচের জয়ী দলই এ ম্যাচেও ধরে রাখল টিম ইন্ডিয়া।ভারতীয় দল-রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল।
ওয়েস্ট ইন্ডিজ দলে একটি বদল
চোটের জেরে গত ম্যাচ খেলতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন জেসন হোল্ডার, বাদ পড়লেন ফ্যাবিয়ান অ্যালেন।ওয়েস্ট ইন্ডিজের দল-ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, নিকোলাস পুরান (উইকেট কিপার), রোভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওডিন স্মিথ, শেলডন কটরেল।
টসে জিতলেন পোলার্ড
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড।
বিশ্বরেকর্ড গড়ার হাতছানি বিরাট ও রোহিতের
বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের (৩২৯৯ রান) মালিক মার্টিন গাপ্তিল। তবে গাপ্তিলের একেবারে কাছাকাছি রয়েছেন বর্তমান ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক যথাক্রমে রোহিত শর্মা ও বিরাট কোহলি। গাপ্তিলকে টপকে পুনরায় সর্বোচ্চ রানসংগ্রাহক হতে কোহলির আর প্রয়োজন ৫৬ রান। রোহিতকে এই রেকর্ড নিজের নামে করতে হলে করতে হবে ৬৩ রান।
দ্বিতীয় ম্যাচে কি সুযোগ পাবেন নতুন KKR অধিনায়ক?
প্রথম ম্যাচে ভারতীয় দলে সুযোগ পাননি নবনিযুক্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। কারণ হিসাবে অধিনায়ক রোহিত স্পষ্ট জানিয়েছিলেন শুধু ব্যাটার নয়, মিডল অর্ডারে অলরাউন্ডারের খোঁজে ভারতীয় দল। তাই দ্বিতীয় ম্যাচেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। অপরদিকে, প্রথম ম্যাচে হালকা চোট পেয়েছিলেন দীপক চাহার, তাঁর বদলে শার্দুল ঠাকুর দলে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বেঙ্কটেশ আইয়ার অবশ্য ফিল্ডিং করার সময় চোট পেলেও, ব্যাটিং করতে নামেন, তাই তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
প্রথম ম্যাচ জেতে ভারত
গত ম্যাচে মিডল ওভারে রবি বিষ্ণোইয়ের স্পিন জালে বিদ্ধ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে দুই উইকেট নিয়ে অভিষেক ম্যাচ সেরাও হয়েছিলেন তিনিই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরানের ৬১ রানের (৪৩ বলে) সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ কোনোক্রমে ১৫৭ রান তুলেছিল। জবাবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী ৪০ রান (১৯ বলে) করেন। তবে আরেক ওপেনার ইশান কিশানের ফর্ম (৪২ বলে ৩৫ রান) চিন্তা বাড়ায় টিম ইন্ডিয়ার। দিনের শেষে বেঙ্কটেশ আইয়ার এবং সূর্যকুমার যাদব পঞ্চম উইকেটে অপরাজিত ৪৮ রান যোগ করে ম্যাচ জেতান ভারতকে। ওয়েস্ট ইন্ডিজের তরফে রোস্টন চেজ ১৪ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে বেশ ভাল বোলিং করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।