ওয়ান ডের পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত। প্রথম দুই ম্যাচ জেতার পর দর্শকভর্তি ইডেনে তৃতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। বেঙ্কটেশ আইয়ার (৩৫ রান) ও সূর্যকুমার যাদবের (৬৫ রান) ৯১ রানের পার্টনারশিপে ভর করে ২০ ওভারে ১৮৪-৫ করে টিম ইন্ডিয়া। জবাবে নিকোলাস পুরান নাগাড়ে সিরিজের তৃতীয় অর্ধশতরান (৬১ রান) করলেও, ১৬৭-৯ শেষ হয়ে যায় উইন্ডিজের লড়াই। ১৭ রান ম্যাচ জেতে ভারত। ভারতের হয়ে হার্ষাল তিন এবং বেঙ্কটেশ, দীপক ও শার্দুল, প্রত্যেকেই দু'টি করে উইকেট নেন।
ম্যাচ ও সিরিজ সেরা সূর্যকুমার
৩১ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরা হন সূর্যকুমার যাদব। তাঁকে সিরিজ সেরার পুরস্কারও দেওয়া হয়েছে।
হোয়াইটওয়াশ
শেষ ওভারে দুরন্ত বোলিং করলেন শার্দুল ঠাকুর। মাত্র পাঁচ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ১৭ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ১৬৭ রানেই থেমে গেল উইন্ডিজ ইনিংস। ওয়ান ডের পর টি-টোয়েন্টিতেও পোলার্ডদের হোয়াইটওয়াশ করল ভারতীয় দল।
রোহিতের দুর্ধর্ষ ক্যাচ
শেষ ওভারের তৃতীয় বলে দুর্ধর্ষ ক্যাচ ধরে ড্রেক্সকে সাজঘরে ফেরালেন রোহিত। ১৬৬ রানে নবম উইকেট হারাল উইন্ডিজ।
শেফার্ড আউট
গুরুত্বপূর্ণ সময়ে সেট শেফার্ডকে ২৯ রানে (২১ বলে) সাজঘরে ফেরালেন হার্ষাল প্যাটেল। ১৯ ওভারে মাত্র ৮ রান দেন শার্দুল। শেষ ওভারে উইন্ডিজের জয়ের জন্য ২৩ রান প্রয়োজন।
শার্দুলের দুর্দান্ত ওভার
চাপের মধ্যে ১৮ নম্বর ওভারে মাত্র ছয় রান দিয়ে পুরানকে আউট করেন শার্দুল। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫৪-৭। ক্রিজে ২৮ রানে (১৮ বলে) ব্যাট করছেন শেফার্ড। দুই ওভারে উইন্ডিজের জয়ের জন্য ৩১ রান দরকার।
লর্ড স্ট্রাইক্স!!!
প্রথম টি-টোয়েন্টির মতোই ফের একবার ৬১ রানে (৪৭ বলে) আউট হলেন নিকোলাস পুরান। ১৭.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৪৮ রানে সপ্তম উইকেট হারাল উইন্ডিজ। ১৭ বলে উইন্ডিজের জয়ের জন্য ৩৭ রান দরকার।
লাগাতার তৃতীয় ৫০
আইপিএলে তাঁর দাম দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে এই সিরিজে পুরান প্রমাণ করে দিয়েছেন কেন তাঁর পিছনে সকলে এত দর হাঁকিয়েছিল। ৩৯ বলে এই সিরিজের লাগাতার তৃতীয় ৫০ করলেন ওয়েস্ট ইন্ডিজ সহ-অধিনায়ক। ১৬ ওভার শেষে ক্যারিবিয়ান দলের স্কোর ১৩৪-৬।
৫ ওভারে চাই ৬০ রান
শেফার্ড ব্য়াট হাতে শুরুটা মন্দ করেননি। ১০ বলে তাঁর সংগ্রহ ১৫ রান। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২৫-৬। পুরান ব্যাট করছেন ৪৭ রানে (৩৭ বলে)। শেষ ৫ ওভারে পুরানদের জয়ের জন্য ৬০ রান প্রয়োজন।
ভাল ওভার আবেশের
১৪তম ওভারে আবেশ খান মাত্র ৮ রান দিলেন। উইন্ডিজের স্কোর ১১৬-৬।
১৩ নম্বর ওভারে উঠল ৮ রান
১৩ ওভার শেষে উইন্ডিজের স্কোর ১০৮-৬। পুরান খেলছেন ৪৫ রানে (৩৪ বলে)। শেফার্ড এখনও খাতা খোলেননি।
শতরানের গণ্ডি পেরোলেও ষষ্ঠ উইকেট হারাল উইন্ডিজ
পর পর দুই ওভারে উইকেট, বেঙ্কটেশের পর এবার স্লোয়ার বলে চেজকে বোকা বানিয়ে আউট করলেন হার্ষাল। চেজ ১২ রানে (৭ বলে) আউট হলেন। ১২ নম্বর ওভার শেষে উইন্ডিজ স্কোর একেবারে ১০০। তবে ছয় উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবিয়ান দল। ক্রিজে নতুন ব্যাটার রোমারিও শেফার্ড।
আইয়ার কম্বো
নিজের আগের ওভারে পোলার্ডকে আউট করার পর, হোল্ডারকেও ২ রানে (৬ বলে) সাজঘরে ফেরালেন বেঙ্কটেশ আইয়ার। হোল্ডারের ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। তবে মাঠে মেনেই দ্রুত গতিতে রান করা শুরু করে দিয়েছেন রোস্টন চেজ। ৪ বলে তাঁর সংগ্রহ ১১ রান। পুরান ব্যাট করছেন ৩৬ রানে (২৬ বলে)। ১১ ওভার শেষে উইন্ডিজের স্কোর ৯৮-৫।
ইনিংসের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮৭-৪
দুর্ধর্ষ পাওয়ার প্লের পর ভারতীয় বোলাররা উইন্ডিজের রান রেটে অঙ্কুশ লাগাতে সক্ষম হয়েছে। পরপর উইকেটও সাহায্য করেছে ভারতীয় বোলারদের। ইনিংসের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮৭-৪। ১০ম ওভারে উঠল মাত্র ৪ রান। ১০ ওভারে জয়ের জন্য উইন্ডিজকে ৯৮ রান করতে হবে।
পোলার্ড আউট
দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও ভারতকে সাফল্য এনে দিলেন বেঙ্কটেশ আইয়ার। মাত্র ৫ রান (৭ বলে) করে সাজঘরে ফিরলেন উইন্ডিজ অধিনায়ক। ৯ ওভার শেষে উইন্ডিজের স্কোর ৮৩-৪। ক্রিজে নতুন ব্যাটার জেসন হোল্ডার।
দারুণ ওভার বিষ্ণোইয়ের
ম্যাচের অষ্টম ওভারে মাত্র চার রান দিলেন রবি বিষ্ণোই। আট ওভার শেষে উইন্ডিজের স্কোর ৭৭-৩।
পাওয়েল আউট
ভয়ঙ্কর দেখানো পাওয়েলকে ২৫ রানে (১৪ বলে) সাজঘরে ফেরত পাঠালেন হার্ষাল প্যাটেল। পিছনে ছুটে গিয়ে দুর্ধর্ষ ক্যাচ ধরেন শার্দুল ঠাকুর। উইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারে মাত্র পাঁচ রান দিলেন হার্ষাল। সাত ওভার শেষে স্কোর ৭৩-৩।
পাওয়ার প্লেতে উঠল ৬৮
দুই উইকেট হারালেও পাওয়ের প্লেতে তুখর হিটিং। পাওয়েল-পুরানের সুবাদে ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬৮-২। ম্যাচে নিজের প্রথম ওভারে ৮ রান দিলেন রবি বিষ্ণোই।
দুই উইকেট হারিয়েও তুখর হিটিং
গত ম্যাচে দারুণ খেলেও দলকে জেতাতে পারেননি, তবে এই ম্যাচে তা বদলে ফেলতে বদ্ধপরিকর দেখাচ্ছে পাওয়েলকে। শার্দুলের প্রথম ওভারে উঠল ১৮ রান। পাঁচ ওভার শেষে উইন্ডিজের স্কোর ৬০-২। পাওয়েল ব্যাট করছেন ২৩ রানে (১০ বলে), পুরান খেলছেন ২০ রানে (১১ বলে)।
দ্বিতীয় ওভারেও ১০ রান দিলেন আবেশ
নিজের আন্তর্জাতিক অভিষেকে শুরুটা খুব একটা ভাল করতে পারলেন না আবেশ খান। নিজের দ্বিতীয় ওভারেও ১০ রান দিলেন তিনি। ৪ ওভার শেষে উইন্ডিজের স্কোর ৪২-২।
চাহারের চোট
উইকেট নেওয়ার এক বল পরেই মাঠ ছাড়েন চাহার। বোলিং স্ট্রাইডের মাঝেই থেমে যান তিনি। মনে হচ্ছে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তাঁর বদলে বেঙ্কটেশ আইয়ার ওভারের শেষ বলটি করেন। সেই বলে ছক্কা হাঁকান পাওয়েল। তিন ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩২-২।
২ ওভারে ২ উইকেট, ক্যারিবিয়ানদের চাপে ফেলে দিলেন চাহার
নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট পেলেন দীপক চাহার। এবার আউট করলেন সাই হোপকে। চাহারের সুইংয়ের কাছে পরাস্ত হলেন ক্যারিবিয়ান ব্যাটার। ২.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দুই উইকেটে ২৬ রান।
শুরুতেই সাফল্য ভারতের, আউট মায়ার্স
প্রথম ওভারেই উইকেট পেলেন দীপক চাহার। কাইল মায়ার্সকে আউট করলেন তিনি। ০.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক উইকেটে ছয় রান।
হোয়াইটওয়াশ আটকাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ?
রান তাড়া শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। বল করছেন দীপক চাহার।
শেষ ওভারে উঠল ২১
১০০ করতে করতেই ১৬ ওভার লেগে গেলেও শেষ পাঁচ ওভারে দুর্ধর্ষ ব্যাটিং করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। আইয়ার অপরাজিত থাকেন ৩৫ রানে (১৯ বলে), সূর্য ম্যাচের শেষ বলে ৬৫ রানে (৩১ বলে) আউট হন। দুই জনে মিলে পঞ্চম উইকেটে ৩৭ বলে ৯১ রান যোগ করেন। ভারত নির্ধারিত ২০ ওভারে ১৮৪-৫ রানে করে।
সূর্যর অর্ধশতরান
ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব। ২৭ বলে ৫০ করেন ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার।
ইনিংসের সবচেয়ে বড় ওভার
ড্রেক্সের এক ওভারে উঠল ২১ রান। দুর্ধর্ষ ব্যাটিং সূর্য-বেঙ্কটেশের। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৬৩-৪।
১৮ ওভারে স্কোর ১৪২-৪
ম্যাচে জেসন হোল্ডারের শেষ ওভারে উঠল ১০ রান। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৪২-৪। বেঙ্কটেশ আইয়ার ব্যাট করছেন ২৬ রানে (১৫ বলে), সূর্যর সংগ্রহ ৩৭ রান (২৩ বলে)।
হিটিং শুরু
গত ওভারে ১৭ রান আসার পর এই ওভারেও ১৭ রান উঠল। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৩২-৪।
অবশেষে ১০০ হল
১৬তম ওভারে অবশেষে ১০০-র গণ্ডি পার করল টিম ইন্ডিয়া। ড্রেক্সের দ্বিতীয় ওভারে উঠল ১৭ রান। ১৬ ওভাপ শেষে ভারতের স্কোর ১১৫-৪।
১৫ ওভারেও ১০০ হল না
১৫তম ওভারে উঠল মাত্র পাঁচ। এখনও ১০০-র গণ্ডি টপকাতে পারেনি ভারতীয় দল। ১৫ ওভার শেষে স্কোর ৯৮-৪।
রোহিত আউট
কাজে এল না পরীক্ষা। চার নম্বরে নেমে সম্পূর্ণ ব্যর্থ হলেন রোহিত শর্মা। ১৫ বলে মাত্র ৭ রান করে আউট হন তিনি। নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন ড্রেক্স। ক্রিজে নতুন ব্যাটার বেঙ্কটেশ আইয়ার। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৯৩-৪।
১৩ ওভারে স্কোর ৯০-৩
সূর্যকুমার ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকালেও, খুব বেশি রান উঠল না এই ওভার থেকে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৯০-৩। রোহিত খেলছেন ৬ রানে (১২ বলে), সূর্যর সংগ্রহ ১৯ রান (১১ বলে)।
ফের একবার চেজের দুর্দান্ত স্পেল
প্রথম দুই টি-টোয়েন্টির মতো তৃতীয় ম্যাচেও দুর্ধর্ষ বোলিং করলেন রোস্টন চেজ। তাঁর শেষ ওভারে উঠল মাত্র তিন রান। চার ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নেন চেজ। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৮১-৩।
১১ ওভারে স্কোর ৭৮-৩
১১তম ওভারে উঠল ১০ রান। ওয়ালশকে ওভারের চতুর্থ বলে ছক্কাও হাঁকান সূর্যকুমার যাদব। ১১ ওভার শেষে স্কোর ৭৮-৩।
ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৬৮-৩
পাওয়ার প্লের পর রানের গতি কমে গিয়েছে। পরপর ওভারে দুই উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ১০ ওভার শেষে স্কোর ৬৮-৩।
ইশান আউট
পরপর ওভারে দুই উইকেট হারাল ভারত। শ্রেয়স আইয়ারের পর ৩৪ রান (৩১ বলে) করে আউট হলেন ইশান কিষাণ। ৬৬ রানে তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল। ক্রিজে নতুন ব্যাটার সূর্যকুমার যাদব।
শ্রেয়স আউট
ভাল ছন্দে দেখাচ্ছিল শ্রেয়স আইয়ারকে। তবে ওয়ালশের বল ছক্কা মারার চেষ্টা করতে গিয়েই লং অনে হোল্ডারকে ক্যাচ দিয়ে বসেন শ্রেয়স। ২৫ রানে (১৬ বলে) আউট হলেন তিনি। ক্রিজে নতুন ব্যাটার রোহিত শর্মা। নয় ওভার শেষে ভারতের স্কোর ৬৪-২।
অষ্টম ওভারে উঠল ১০
আট ওভার শেষে ভারতের স্কোর ৬১। রোস্টন চেজের এই ওভারে একটি চার মারেন শ্রেয়স।
৫০-র গণ্ডি টপকাল ভারত
ইনিংসের সপ্তম ওভারে ৫০-র গণ্ডি টপকাল ভারত। সাত ওভার শেষে স্কোর ৫১-১। শ্রেয়স খেলছেন ১৭ রানে (১০ বলে), ইশানের সংগ্রহ ২৮ রান (২৪ বলে)।
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লের শেষ ওভারে রোস্টন চেজ মাত্র ৬ রান দিলেন। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৪৩-১।
ভাল ছন্দে শ্রেয়স
আগ্রাসী মনোভাব নিয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন শ্রেয়স আইয়ার। জেসন হোল্ডারকে ওভারের প্রথম দুই বলেই চার মারেন তিনি। পঞ্চম ওভারে উঠল ১০। ভারতের স্কোর ৩৭-১।
তিনটি চার মারলেন ইশান
চতুর্থ ওভার থেকে উঠল ১২ রান। শেফার্ডকে তিনটি চার মারলেন ইশান। চার ওভার শেষে ভারতের স্কোর ২৭-১। ইশান ব্যাট করছেন ১৭ রানে (১৪ বলে), শ্রেয়সের সংগ্রহ ৪ রান (২ বলে)।
সুযোগ কাজে লাগাতে পারলেন না রুতু
সিরিজের প্রথমবার দলে জায়গা পেয়েছিলেন, তবে তা কাজে লাগাতে পারলেন না রুতুরাজ। খানিকটা অস্বভাবচিত এক ইনিংস খেলে ৪ রানে (৮ বলে) আউট হলেন তিনি। ক্রিজে নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার। তিন ওভার শেষে স্কোর ১৫-১।
খাতা খুললেন রুতুরাজ
শেফার্ডের দ্বিতীয় ওভারে উঠল চার রান। দ্বিতীয় বলে চার মারলেও বাকি বলগুলিতে রান করতে ব্যর্থ হন রুতুরাজ। দুই ওভারে ভারতের স্কোর ৯-০।
প্রথম ওভারে উঠল পাঁচ
জেসন হোল্ডারের প্রথম ওভারে পাঁচ রান উঠল। ইশান কিষাণ ওভারের চতুর্থ বলে চার মারেন। আরেক রান আসে ওয়াইড থেকে।
বিশ্বরেকর্ড গড়ার হাতছানি রোহিতের
আর ৪৪ রান করলেই মার্টিন গাপ্তিলকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে এই ম্যাচে তিনি নিজের ওপেনিং জায়াগা রুতুরাজ ও ইশানকে ছেড়ে দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ দলেও চার বদল
কাইল মায়ের্স, শাই হোপ, নিকোলাস পুরান (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেক্স, ফ্যাবিয়েন অ্যালেন, হেডেন ওয়ালশ।
ভারতীয় দলে চার বদল; আবেশের অভিষেক
বিরাট কোহলি ও ঋষভ পন্তকে এই ম্যাচের আগেই ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা বাদেও দলে আরও দুই বদল ঘটাল ভারত। অভিষেক ঘটতে চলেছে আবেশ খানের। ভারতীয় দল-ইশান কিষাণ (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশের আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান।
টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ
গত ম্যাচের মতো এই ম্যাচেও টসে জেতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। টসে জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পোলার্ড।
গত দুই ম্যাচের ফলাফল
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে আট রানে মাত দিয়ে সিরিজ নিজেদের নামে করেছে ভারতীয় দল। রবিবাসরীয় ইডেনে ক্যারিবিয়ান দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি টিম ইন্ডিয়ার। পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছেন রোহিত শর্মা। সেই রেকর্ডও অক্ষত রাখার হাতছানি।