বাংলা নিউজ > ময়দান > IND vs WI- ভবিষ্যতে পাকাপাকি ভাবে ক্যাপ্টেন হতে চাই-অন্যদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হার্দিক

IND vs WI- ভবিষ্যতে পাকাপাকি ভাবে ক্যাপ্টেন হতে চাই-অন্যদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হার্দিক

হার্দিক ও ম্যাচের সেরা অক্ষর প্যাটেল (AFP)

India vs West Indies-অক্ষর প্যাটেলকে কীভাবে কনফিডেন্স দিলেন হার্দিক, সেটাও জানালেন অস্থায়ী ক্যাপ্টেন।

ফ্লোরিডায় অনুষ্ঠিত নিয়মরক্ষার পঞ্চম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুষ করে ৮৮ রানে জিতল ভারত। এই ম্যাচে রোহিত সহ চার ক্রিকেটার বিশ্রাম নিয়েছিলেন তাই ভারতীয় অধিনায়কের দায়িত্ব পালন করেন গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তবে তিনি যে পাকাপাকি ভাবেও অধিনায়ক হতে মুখিয়ে আছেন, সেই কথা এদিন অকপটে স্বীকার করে নেন হার্দিক।

ম্যাচের শেষে হার্দিক বলেন যে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সবসময়ই অত্যন্ত স্পেশ্যাল। তারপর যদি জয় আসে সেটার থেকে ভালো কিছু নেই। পুরো সময়ের জন্য ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেলে যে তিনি মুখিয়ে আছেন সেই দায়িত্ব পালন করার, সেটাও বলেন তিনি। তবে আপাতত তাঁর ফোকাস এশিয়া কাপ ও বিশ্বকাপের ওপর বলে জানান হার্দিক।

ভারতের যে বিপুল প্রতিভার ভাণ্ডার আছে তার জেরেই এরকম ধারাবাহিক ভাবে দল জিতছে বলে মনে করেব হার্দিক। প্রত্যেকে মন খুলে খেলছেন কারণ সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এরফলে আরও ক্ষুরধার হয়ে উঠেছেন সবাই। এই জন্য দ্রাবিড় ও রোহিতকে কৃতিত্ব দেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে দল থেকে বাদ পড়া বা অন্তর্ভুক্ত হওয়া নিয়ে লোকজন ফালতু চাপ নিচ্ছেন না।

এদিন ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর প্রসঙ্গে, হার্দিক বলেন যে নতুন বল দেওয়া হয়েছিল যাতে তিনি ডট বল করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন। তাহলেই যে উইকেট আসার সুযোগ হবে, সেই বিশ্বাস ছিল হার্দিকের। তিনি বোলারদের উপভোগ করার টিপস দিয়েছিলেন বলে ম্যাচের শেষে জানান। হার্দিকের মতে ভারত সম্পূর্ণ তৈরি অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে খেলার জন্য। তবে উন্নতি করার রাস্তা যে বন্ধ করা যাবে না সেই বিষয়ে দলকে সতর্ক করে দেন তিনি। যেভাবে আমেরিকাতেও হোম সাপোর্ট পেয়েছে ভারতীয় দল, সেই জন্য ওখানে থাকা সমর্থকদেরও গুজরাতিতে বিশেষ বার্তা দেন তিনি।

 

বন্ধ করুন