শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজদের শেষ ওভারে জয়ের জন্য ২৫ রানের প্রয়োজন ছিল। রোভম্যান পাওয়েল দুই ছক্কায়ও হাঁকান। তবে চাপের মুখে শেষ ওভারে ভাল বোলিং করে দলকে জয় এনে দেন হার্ষাল প্যাটেল। ম্যাচ শেষে ওই মুহূর্তে বল করার সময় নিজের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন হার্ষাল।
প্রথমেই তিনি ভুবনেশ্বর কুমারকে ধন্যবাদ জানান। ভুবি ১৯ নম্বর ওভারে দুর্ধর্ষ বোলিং করে মাত্র চার রান দেন। এর ফলে হার্ষালের কাজে শেষ ওভারে ডিফেন্ড করার জন্য হাতে যথেষ্ট রান ছিল। সেই কথাই জানিয়ে bcci.tv-তে সাক্ষাৎকারে হার্ষাল জানান, ‘ভুবি কিন্তু আমার কাজটা অনেকটাই সহজ করে দিয়েছিল। আমি দু'টো ডট বল করতে পারলেই কাজ হয়ে যেত। আমি জানি ওরা চার ছক্কা হাঁকাতেই পারে, ওদের জন্য এটা অসম্ভব কিছুই নয়। আমি ওয়ার্কার করার চেষ্টা করছিলাম এবং চাইছিলাম পাওয়েল যেন স্ট্রাইক না পায়। ও ভাল সেট ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোভম্যান পাওয়েল অপরাজিত ৬৮ রানের একটি দারুণ ইনিংস খেলেন। চার বলে ২৩ বাকি থাকা অবস্থায় শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে এক মুহূর্তের জন্য হলেও তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন। তবে ব্রাথওয়েটের মতো পর পর চারটি ছক্কা হাঁকাতে পারেননি পাওয়েল। ওভারের শেষ দুই বলে মাথা ঠান্ডা রেখে ভারতকে ম্য়াচ জেতান হার্ষাল।
এই বিষয়ে হার্ষাল জানান, ‘দুই বল (তৃতীয় ও চতুর্থ) ঠিক জায়গায় রাখতে পারেনি এবং ও বড় শট মারার সুযোগ পেয়ে যায়। আমরা তো সকলেই ওদের শক্তির বিষয়ে অবগত, সেই কথাটা কিন্তু সবসময় আমার মাথার মধ্য়ে ঘুরছিল। তবে আমার নিজের দক্ষতার ওপর ভরসা ছিল এবং কোনো সময়েই বিব্রত হয়ে যায়নি। সত্যি বলতে নিজের পারফরম্যান্সে আমি বেশ খুশি।’ নিজের চার ওভারে অবশ্য ৪৬ রান খরচ করেন হার্ষাল। পরের ম্যাচ নিশ্চয়ই এই ভুল শুধরে নিতে বদ্ধপরিকর হবেন হার্ষাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।