পাকিস্তানের পরে দ্বিতীয় দল হিসেবে ২০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার নজির গড়তে চলেছে ভারত। পাকিস্তান এখনও পর্যন্ত সব থেকে বেশি ২২৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি হতে চলেছে ২০ ওভারের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।
মাইলস্টোন ম্যাচে মাঠে নামার আগে চোখ রাখা যাক ভারতের টি-২০ ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ৫টি তথ্যে:-
১. ২০০৬ সালের ১ ডিসেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ভারত। সেই ম্যাচে ১ বল বাকি থাকতে গ্রেম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে দেয় বীরেন্দ্র সেহওয়াগের টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ১২৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ১২৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৮ বলে অপরাজিত ৩১ রান করে ম্যাচের সেরা হন দীনেশ কার্তিক। উল্লেখযোগ্য বিষয় হল, সেই একবারই সচিন তেন্ডুলকর জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচে মাঠে নামেন।
২. বীরেন্দ্র সেহওয়াগ হলেন ভারতের প্রথম টি-২০ ক্যাপ্টেন। যদিও তিনি সেই একটিমাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন। তার পরে ভারতকে টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। ভারতকে তাদের ২০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই ভারত আরও ২ জন টি-২০ ক্যাপ্টেন উপহার পাবে। আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। পরে এশিয়ান গেমসে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। ভারতকে সব থেকে বেশি ৭২টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। রোহিত ও কোহলি যথাক্রমে ৫১ ও ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন।
৩. ভারত আগের ১৯৯টি টি-২০ ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে ১৩০টি ম্যাচে। হেরেছে ৬৩টি ম্যাচ। ১টি টাই ম্যাচ অমীমাংসিত থেকে যায়। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়।
৪. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮টি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজের মধ্যে ভারত জয় তুলে নিয়েছে ৬টি সিরিজে। যার মধ্যে টানা ৫টি সিরিজ জয়ের নজিরও রয়েছে টিম ইন্ডিয়ার।
৫. ২০০তম টি-২০ ম্যাচের আগে ভারতের সার্বিক পারফর্ম্যান্সে চোখ রাখলে মনে হবে কোহলি বুঝি একাই একশো।
প্রথমত, ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন কোহলি।
দ্বিতীয়ত, টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ব্যাটিং গড় কোহলির।
তৃতীয়ত, ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টি-২০ হাফ-সেঞ্চুরি করেছেন কোহলি।
চতুর্থত, শতরান মিলিয়ে ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকেছেন কোহলি।
পঞ্চমত, ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি চার মেরেছেন কোহলি।
ষষ্ঠত, টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান করেছেন বিরাট।
সপ্তমত, টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান করেছেন কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।