প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোভম্যান পাওয়েল (অপরাজিত ৬৮ রান) ও নিকোলাস পুরানের (৬২) দুর্দান্ত ইনিংস সত্ত্বেও আট রানে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ও সিরিজ খোয়ালেও দলের দুই তারকার দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ সন্তুষ্ট উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড।
তৃতীয় উইকেটে পুরান-পাওয়েল ১০০ রানের পার্টনারশিপ করলেও, শেষ দুই ওভারে ভুবনেশ্বর কুমার এবং হার্ষাল প্যাটেল চাপ সামলে ভারতকে জয় এনে দেন। তবে ম্যাচ শেষে পোলার্ড নিজের দলের পারফরম্যান্সের প্রশংসাই করেন। তিনি জানান, ‘ও (পাওয়েল) দুর্ধর্ষ খেলেছে। পুরানের সঙ্গে ওর পার্টনারশিপের জেরেই আমরা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম। ম্য়াচটাকে এতদূর নিয়ে আসার জন্য আমরা নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছি। এই বাকি আট রান কী ভাবে করতে পারতাম না পারতাম সেই বিষয়ে দিনের শেষে অবশ্য অনেক রকমের চর্চায় হতে পারে।’
গোটা ভারত সফর জুড়েই বারবার ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটারদের পারফরম্যান্সে কিন্তু কোনো খামতি দেখছেন না পোলার্ড। বরং তাদের লেটার মার্কস দিয়ে সোজাসাপ্টা বলে দিলেন, ব্যাটাররা অতীতের ভুল শুধরাতে সক্ষম হয়েছেন। ‘আমরা সবসময় ব্যাটারদের দোষ দিতে পারিনা। দারুণ একটা ম্যাচ হয়েছে। আমরা আমাদের অতীতের ম্যাচগুলির ভুল শুধরাতেও সক্ষম হয়েছি।’ মত পোলার্ডের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।