আইপিএলের ম্যাচে রোহিত শর্মা ছক্কা হাঁকালে রীতিমতো উচ্ছ্বসিত দেখায় কায়রন পোলার্ডকে। তবে দেশের জার্সিতে হিটম্যানের দুর্দান্ত ছক্কায় মোটেও খুশি হতে পারলেন না ক্যারিবিয়ান তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত অধিনায়কের আগ্রাসী মেজাজে বরং হতাশই দেখায় পোলার্ডকে। তিনি নিজে যখন ওয়েস্ট ইন্ডিজ শিবিরের কাণ্ডারী, তখন মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থর সাফল্য কীভাবেই বা উপভোগ করেন!
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিতের ছক্কা হাঁকানো দেখে হতাশ পোলার্ডের প্রতিক্রিয়ার একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। ইনিংসের দশম ওভারে কেমার রোচের পঞ্চম বল ট্রেডমার্ক পুল শটে ফাইন-লেগ বাউন্ডারির বাইরে ফেলেন রোহিত। হিটম্যানের এমন দুর্দান্ত শটে বল যতক্ষণ গ্যালারিতে উড়ে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন পোলার্ড।
রোহিত শেষমেশ ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৬০ রান করে আউট হন। ভারত মাইলস্টোন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচটি ছিল টিম ইন্ডিয়ার ১০০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
আমদাবাদে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭৬ রানে অল-আউট হয়ে যায়। ৫৭ রান করেন জেসন হোল্ডার। ৪৯ রানে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ১৭৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ইশান কিষাণ ২৮, সূর্যকুমার অপরাজিত ৩৪ ও দীপক হুডা অপরাজিত ২৬ রান করেন। ম্যাচের সেরা হন চাহাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।