পাকিস্তানকে হারিয়ে দুর্দান্তভাবে আইসিসি মহিলা বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। তবে দ্বিতীয় ম্যাচে আয়োজক নিউজিল্যান্ডের কাছে হারতে হয় মিতালিদের। এই অবস্থায় নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দল মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম দু'টি ম্যাচে জয় তুলে নিয়েছে। তারা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পরাজিত করে নিউজিল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। সুতরাং, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল মিতালিদের সামনে। যদিও প্রস্তুতি ম্যাচের মতোই ওয়েস্ট ইন্ডিজকে ফের দাপটের সঙ্গে পরাজিত করে ভারত।
ম্যাচের সেরা স্মৃতি মন্ধনা
১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন স্মৃতি মন্ধনা। তবে মন্ধনা পুরস্কার বিতরণী মঞ্চে হরমনপ্রীতকে ডেকে নিয়ে তাঁর সঙ্গে কৃতিত্ব ভাগ করে নেন।
১৫৫ রানের বিরাট জয় ভারতের
৪০.৩ ওভারে স্নেহ রানার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেন কনেল। ভারতের ৮ উইকেটে ৩১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪০.৩ ওভারে অল-আউট হয়ে যায় মাত্র ১৬২ রানে। ১৫৫ রানের বিরার ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ৭ বলে খেলে খাতা খুলতে পারেনি কনেল। ২১ বেল ৭ রান করে নট-আউট থাকেন শাকিরা। ভারতের হয়ে স্নেহ রানা ৩টি, মেঘনা সিং ২টি এবং ঝুলন, রাজেশ্বরী ও পূজা ১টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে দাপটের সঙ্গে জয়ে ফেরে ভারত।
রান-আউট নেশন
৩৬.৩ ওভারে রান আউট হয়ে মাঠ ছাড়েন নেশন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ১৯ রান করেন শেডিন। ওয়েস্ট ইন্ডিজ ১৫৬ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান কনেল
আনিসাকে ফেরালেন ঝুলন
৩৫.৫ ওভারে আনিসা মহম্মদের উইকেট তুলে নিলেন ঝুলন গোস্বামী। ২৭ বলে ২ রান করে পরিবর্ত হিসেবে মাঠে নামা তানিয়া ভাটিয়ার হাতে ধরা দেন আনিসা। ওয়েস্ট ইন্ডিজ ১৫৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার শাকিরা।
৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪৫/৭
৩০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৪৫ রান তুলেছে। জয়ের জন্য ২০ ওভারে তাদের দরকার ১৭৩ রান। নেশন ১১ রানে ব্যাট করছেন। এখনও খাতা খোলেননি আনিস
রান-আউট আলিয়া
২৬.৫ ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন আলিয়া। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৪ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১৪৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার আনিসা মহম্মদ।
হেনরি আউট
২৩.২ ওভারে হেনরিকে LBW-র ফাঁদে জড়ালেন রাজেশ্বরী। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ক্যারিবিয়ান তারকা। ১টি বাউন্ডারির সাহায্য়ে ৬ বলে ৭ রান করে মাঠ ছাড়েন হেনরি। ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার আলিয়া।
ক্যাম্পবেলকে ফেরালেন পূজা
২২.২ ওভারে পূজা বস্ত্রকারের বলে রাজেশ্বরী গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন ক্যাম্পবেল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১১ রান করে আউট হলেন ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজ দলগত ১২৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটার হেনরি।
ম্যাথিউজকে ফেরালেন রানা
১৮.২ ওভারে স্নেহ রানার বলে রিচার দস্তানায় ধরা পড়েন হেইলি ম্যাথিউজ। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪৩ রান করে আউট হন ম্যাথিউজ। ওয়েস্ট ইন্ডিজ ১১৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নেশন। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২০/৪।
টেলর আউট
১৭.৪ ওভারে মেঘনার বলে রিচার দস্তানায় ধরা পড়েন স্টেফানি টেলর। ১০ বলে ১ রান করে আউট হন টেলর। ওয়েস্ট ইন্ডিজ ১১২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ক্যাম্পবেল।
নাইটকে ফেরালেন মেঘনা
১৫.২ ওভারে মেঘনা সিংয়ের বলে স্মৃতি মন্ধনার হাতে ধরা পড়েন নাইট। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৫ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১০৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্টেফানি টেল
ডটিন আউট
বল হাতে নিয়েই ভারতকে সাফল্য এনে দিলেন স্নেহ রানা। ১২.২ ওভারে বিধ্বংসী মেজাজের ডটিনকে ফিরিয়ে দিলেন তিনি। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬২ রান করে মেঘনা সিংয়ের হাতে ধরা পড়েন ডটিন। ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার কাইসিয়া নাইট।
১০০ পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ
১২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০০ রান তুলেছে। ম্যাথিউজ ২৮ বলে ৩৮ রান করেছেন। ৪৪ বলে ৬২ রান করেছেন ডটিন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ডটিনের
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দিয়েন্দ্রা ডটিন। ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮১ রান তুলেছে। ডটিন ৫০ ও ম্যাথিউজ ৩১ রানে ব্যাট করছেন।
৫ ওভারেই ৫০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ
জবাবি হামলা চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৫ ওভার কোনও উইকেট না হারিয়ে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। পঞ্চম ওভারে ঝুলনের বলে ৩টি চার মারেন ম্যাথিউজ। ২টি বাউন্ডারি মারেন ডটিন। ওভারে মোট ২১ রান ওঠে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫০/০। ডটিন ১৮ বলে ২৯ রান করেছেন। ১২ বলে ২১ রান করেছেন ম্যাথিউজ।
ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করা শুরু
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন দিয়েন্দ্রা ডটিন ও হেইলি ম্যাথিউজ। ভারতের হয়ে বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে ৫ রান ওঠে।
ভারত ৫০ ওভারে ৩১৭/৮
মেয়েদের বিশ্বকাপে এই প্রথমবার ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩১৮ রান। স্নেহ রানা ২ ও মেঘনা ১ রানে অপরাজিত থাকেন।
ঝুলন আউট
৪৯.২ ওভারে ডটিনের বলে মহম্মদের হাতে ধরা পড়েন ঝুলন গোস্বামী। ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ঝুলন। ভারত ৩১৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মেঘনা সিং।
হরমনপ্রীত আউট
৪৮.৪ ওভারে আলিয়ার বলে ক্যাম্পবেলের দস্তানায়া ধরা পড়েন হরমনপ্রীত। ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১০৯ রান করে ক্রিজ ছাড়েন ভারতের ভাইস ক্যাপ্টেন। ভারত ৩১৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা। ৪৯ ওভারে ভারতের স্কোর ৩১৫/৭।
পূজা আউট
৪৮তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪৭.৬ ওভারে আনিসার বলে ম্যাথিউজের হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ২টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ১০ রান করে মাঠ ছাড়েন পূজা। ভারত ৩১১ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঝুলন গোস্বামী।
রান-আউট রিচা
৪৬.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রিচা ঘোষ। ১০ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। ভারত ২৯০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। ভারত ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৬ রান তুলেছে। হরমনপ্রীত ১০৪ রানে ব্যাট করছেন।
আগ্রাসী শতরান হরমনপ্রীতের
৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন হরমনপ্রীত কউর। মেয়েদের বিশ্বকাপে এটি হরমনপ্রীতের তৃতীয় শতরান। সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটে হরমনপ্রীতের এটি চতুর্থ সেঞ্চুরি।
সাজঘরে ফিরলেন স্মৃতি মন্ধনা
৪২.৩ ওভারে কনেলের বলে সেলমানের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। আউট হওয়ার আগে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি। ভারত ২৬২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার রিচা ঘোষ। ৪৩ ওভারে ভারতের স্কোর ২৬৫/৪। হরমনপ্রীত ৮১ রানে ব্যাট করছেন।
শতরান স্মৃতি মন্ধনার
৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ৩৯.২ ওভারে ম্যাথিউজের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি। সেই সঙ্গে হরমনপ্রীতের সঙ্গে ১৫০ রানের পার্টনারশিপও পূর্ণ হয় তাঁর। ৪০ ওভারে ভারতের সংগ্রহ ২৩৩/৩। মন্ধনা ১০৪ ও হরমনপ্রীত ৭০ রানে ব্যাট করছেন।
২০০ টপকাল ভারত
স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউরের যুগলবন্দিতে ৩৬ ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ২০২/৩। মন্ধনা ৮৩ ও হরমনপ্রীত ব্যক্তিগত ৬০ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি হরমনপ্রীত কউর। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অর্ধশতরান করলেন ভারতের ভাইস ক্যাপ্টেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৫০ রান করেন হরমনপ্রীত। স্মৃতি ম্নধনার সঙ্গে ১০০ রানের পার্টনারশিপও পূর্ণ করেন তিনি। ভারত ৩৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলেছে। মন্ধনা ব্যাট করছেন ৭৪ রানে।
মন্ধনার হাফ-সেঞ্চুরি
৫টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ভারত ২৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে। স্মৃতি ৫৩ ও হরমনপ্রীত ৩৫ রানে ব্যাট করছেন। ২৮ ওভারে ভারত দলগত ১৫০ রান পূর্ণ করে। ভারতের স্কোর ১৫০/৩।
২৫ ওভারে ভারত ১২৫/৩
২৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৪৪ রান করেছেন স্মৃতি মন্ধনা। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২৬ রান করেছেন হরমনপ্রীত কউর।
২০ ওভারে ভারত ১০০/৩
২০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৩১ রান করেছেন স্মৃতি মন্ধনা। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৪ রান করেছেন হরমনপ্রীত কউর।
দীপ্তি শর্মা আউট
১৩.৫ ওভারে আনিসা মহম্মদের বলে ম্যাথিউজের হাতে ধরা পড়েন দীপ্তি শর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন দীপ্তি। ভারত দলগত ৭৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর। ভারত ১৫ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৭৯ রান তুলেছে। স্মৃতি মন্ধনা ২৪ রানে ব্যাট করছেন।
মিতালি রাজ আউট
৯.৩ ওভারে ম্যাথিউজের বলে কনেলের হাতে ধরা দেন মিতালি রাজ। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৫ রান করে সজঘরে ফেরেন ভারতের ক্যাপ্টেন। ভারত দলগত ৫৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। মন্ধনা ২০ রানে ব্যাট করছেন।
যস্তিকা ভাটিয়া আউট
বল হাতে নিয়েই ওয়েস্ট ইন্ডিজকে সাফল্য এনে দিলেন শাকিরা সেলমান। ৬.৩ ওভারে আগ্রাসী যস্তিকা ভাটিয়াকে কট অ্যান্ড বোল্ড আউট করেন তিনি। ৬টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩১ রান করে আউট হন ভাটিয়া। ভারত দলগত ৪৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ক্যাপ্টেন মিতালি রাজ। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫০/১। মন্ধনা ১৬ রানে ব্যাট করছেন।
৫ ওভারে ভারত ৪১/০
৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৪১ রান তুলেছে। যস্তিকা ভাটিয়া ৬টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২৯ রান করেছেন। স্মৃতি মন্ধনা ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১০ রান করেছেন।
আগ্রাসী শুরু ভাটিয়ার
আগ্রাসী শুরু ভারতের। দ্বিতীয় ওভারে হেনরির বলে ৩টি বাউন্ডারি মারেন যস্তিকা। ২ ওভার শেষে ভরাতের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। যস্তিকা ১০ বলে ১৯ রান করেছেন। মন্ধনা ২ বলে ১ রান করে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও যস্তিকা ভাটিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন কনেল। প্রথম ওভারে ৬ রান ওঠে। একটি বাউন্ডারি মারেন ভাটিয়া।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
দিয়েন্দ্রা ডটিন, হেইলি ম্যাথিউজ, কাইসিয়া নাইট, স্টেফানি টেলর (ক্যাপ্টেন), শিমাইন ক্যাম্পবেল (উইকেটকিপার), শেডিন নেশন, শিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, আনিসা মহম্মদ, শাকিরা সেলমান ও শামিলিয়া কনেল।
ভারতের প্রথম একাদশ
স্মৃতি মন্ধনা, যস্তিকা ভাটিয়া, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, হরমনপ্রীত কউর, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।
সুযোগ পেলেন না শেফালি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে রান তাড়া করতে গিয়ে সমস্যয় পড়েন মিতালিরা। দ্বিতীয় ইনিংসে পিচ তুলনায় স্লো হয়ে দাঁড়ায়। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার একই পিচে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মিতালি। আগের ম্যাচের এগারো জনের উপরেই আস্থা রাখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুতরাং, শেফালি বর্মার প্রথম একাদশে ফেরা হল না।
টস জিতল ভারত
হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ক্যাপ্টেন মিতালি রাজ শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সুতরাং, সেডন পার্কে ভারতের ঝুলিয়ে দেওয়া টার্গেট তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ।