কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম T20 ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় রবি বিষ্ণোইয়ের। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক T20-তেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন তিনি। তবে বিষ্ণোই একা নন, এর আগে ভারতের হয়ে টি-২০ অভিষেকেই ম্যাচের সেরা হয়েছেন আরও সাতজন ক্রিকেটার। দেখে নেওয়া যাক সেই তালিকা।
1/8দীনেশ কার্তিক: ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় দীনেশ কার্তিকের। তিনি ২৮ বলে অপরাজিত ৩১ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। উল্লেখ্য, সেটিই ছিল টিম ইন্ডিয়ার খেলা প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। সুতরাং, সেই ম্যাচে ভারতের ১১ জন ক্রিকেটারেরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয়।
2/8প্রজ্ঞান ওঝা: ২০০৯ সালে নটিংহ্যামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন প্রজ্ঞান ওঝা। তিনি ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
3/8এস বদ্রিনাথ: ২০১১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয় এস বদ্রিনাথের। তিনি ৩৭ বলে ৪৩ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
4/8অক্ষর প্যাটেল: ২০১৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় অক্ষর প্যাটেলের। তিনি ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন।
5/8বরিন্দর স্রান: ২০১৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় বরিন্দরের। তিনি ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন।
6/8নভদীপ সাইনি: ২০১৯ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ খেলতে নামেন নভদীপ সাইনি। অভিষেকেই তিনি ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।
7/8হার্ষাল প্যাটেল: ২০২১ সালে রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় হার্ষাল প্যাটেলের। তিনি ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন।
8/8রবি বিষ্ণোই: কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই ১৭ রানে ২ উইকেট নেন রবি। তিনিই ম্যাচের সেরার পুরস্কার জেতেন।