বাংলা নিউজ > ময়দান > IND vs WI: অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে T20I অভিষেকেই ম্যাচের সেরা বিষ্ণোই, আর কারা রয়েছেন তালিকায়?

IND vs WI: অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে T20I অভিষেকেই ম্যাচের সেরা বিষ্ণোই, আর কারা রয়েছেন তালিকায়?

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম T20 ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় রবি বিষ্ণোইয়ের। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক T20-তেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন তিনি। তবে বিষ্ণোই একা নন, এর আগে ভারতের হয়ে টি-২০ অভিষেকেই ম্যাচের সেরা হয়েছেন আরও সাতজন ক্রিকেটার। দেখে নেওয়া যাক সেই তালিকা।

অন্য গ্যালারিগুলি