একদিনের সিরিজে ওয়েস্ট ইন্জিকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এ বার টি-টোয়েন্টি সিরিজে একই লক্ষ্য রাখছে রোহিত শর্মার টিম। বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
1/5বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেনে। তার আগে গত দু'দিন ধরে প্র্যাকটিসে রীতিমতো জোর দিয়েছে টিম ইন্ডিয়া।
2/5টি-টোয়েন্টি সিরিজের আগে রোহিতের সঙ্গে কে ওপেন করবেন, তা নিয়ে রয়ে গিয়েছে প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে দলের কোচ রাহুল দ্রাবিড় এবং সহকারী কোচ বিক্রম রাঠোরের সঙ্গে বহুক্ষণ আলোচনা করতে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে।
3/5তবে ওপেনার নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এখও এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেএল নেই, এটা ঠিক। তবে ইশান এবং রুতুরাজ রয়েছেন, কেউ একজন ওপেন করবেন।’
4/5এ দিকে ওয়াশিংটন সুন্দরের হ্যামস্ট্রিং-এ চোট রয়েছে। যে কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।
5/5এ দিকে লোকেশ রাহুল টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়ার কারণে সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। অনেকেই ঋষভকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে দাবি করছেন।