বুধবার ইডেনে দুরন্ত ছন্দে পাওয়া গেল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ঝড়ো মেজাজেই ১৯ বলে ৪০ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন রোহিত। তবে ছাপিয়ে যাওয়া হল না বিরাট কোহলিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ স্কোরারের তালিকায় নিজের দুই নম্বর জায়গাই ধরে রাখলেন কোহলি। রোহিত থাকলেন তিনেই।
তবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এখন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দুই ভারতীয় তারকা। এই মুহূর্তে গাপ্তিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক। তাঁর সংগ্রহ ৩২৯৯ রান। আর রোহিত শর্মার এ দিনের ৪০ রান ধরলে টি-টোয়েন্টিতে মোট স্কোর হল ৩২৩৭ রান। বিরাট কোহলি আবার এ দিন ১৩ বলে ১৭ রান করে আউট হয়ে যান। এই ১৭ রানের হাত ধরে টি-টোয়েন্টিতে কোহলির মোট স্কোর দাঁড়ায় ৩২৪৪। মাত্র ৭ রানে রোহিতের চেয়ে এগিয়ে থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরেই থেকে গেলেন কোহলি।
এ দিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ক্যারিবিয়ান ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ করে ফেলে ভারত। ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় রোহিতের টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।