ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজেই পাকাপাকিভাবে ওয়ান ডে অধিনায়ক হিসাবে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন রোহিত শর্মা। দুরন্তভাবে দুই ম্যাচই জিতে নিয়ে, সিরিজও নিজেদের নামে করেছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নবাগতদের মতো ভুল করে বসেন রোহিত, যার মাশুল গুনতে হয় ভারতীয় দলকে।
এক নয়, ম্যাচে দুইবার একই ভুল করেন রোহিত। ২৫ নম্বর ওভারে ৮০ রানে পাঁচ উইকেট ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। এমন সময় ওয়াশিংটন সুন্দরের ওভারের প্রথম বলই নো ডাকা হয়। এতে রোহিতের দোষ কোথায় ভাবছেন নিশ্চয়ই। আদপে, নো বল ওয়াশিংটন ওভারস্টেপ করায় ডাকা হয়নি, বরং ৩০ গজের ভিতরে নির্ধারিত ফিল্ডারের তুলনায় একজন কম ফিল্ডার উপস্থিত থাকায় নো বল ডাকতে বাধ্য হন আম্পায়ার। পরের বলেই ফ্রি হিটে সুন্দরকে লম্বা ছক্কা হাঁকান শামরাহ ব্রুকস।
আবারও একই ভুল ঠিক সাত ওভার পরেই করেন রোহিত। ৩২তম ওভারে যুজবেন্দ্র চাহালের প্রথম বলেও ৩০ গজের বাইরে অতিরিক্ত ফিল্ডার থাকায় পুনরায় নো বল ডাকা হয়। এবার অবশ্য ছক্কা খেতে হয়নি চাহালকে। গোটা ম্যাচে এই দুই ভুল ছাড়া রোহিতের অধিনায়কত্বএক কথায় দারুণ ছিল। মাত্র ২৩৭ রানের পুঁজি নিয়েও টিম ইন্ডিয়ার বোলারদের দুর্দান্ত বোলিং জয় সুনিশ্চিত করে। রোহিতের বোলিং পরিবর্তন থেকে ফিল্ডার সাজানো, সবই বেশ নজরকাড়া ছিল। তবে ভবিষ্যতে যেন তিনি এমন নবাগতদের মতো ভুল না করেন, এমনটাই আশা করবেন টিম ইন্ডিয়ার নেতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।