বাংলা নিউজ > ময়দান > IND vs WI: ‘অবৈধভাবে’ সুবিধা নেওয়ার প্রচেষ্টা উইন্ডিজ তারকার, গাভাসকরের কাছে পড়লেন ধরা

IND vs WI: ‘অবৈধভাবে’ সুবিধা নেওয়ার প্রচেষ্টা উইন্ডিজ তারকার, গাভাসকরের কাছে পড়লেন ধরা

ক্যামেরায় ধরা পড়লেন উইন্ডিজ তারকা। ছবি- টুইটার।

ম্যাচের ষষ্ঠ ওভারের ক্যামেরায় ধরা পড়েন ওয়েস্ট ইন্ডিজ তারকা।

ইডেন গার্ডেন্সে বুধবার (১৬ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে ভারতীয় দল সিরিজে লিড নিয়ে নিয়েছে। এই ম্যাচ চলাকালীনই সকলের নজর এড়িয়ে গেলেও সুনীল গাভাসকর এক গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ।

ম্যাচের ষষ্ঠ ওভারে ক্যামেরা ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজের দিকে তাক করা হয়। ক্যামেরায় রোস্টন চেজকে বাঁ-হাতের তালুতে এক কালো রঙের কাপড় জড়িয়ে রাখতে দেখা যায়। ক্রিকেটাররা আঙুলের ডগায় বলের আঘাত থেকে বাঁচতে বিভিন্ন সময় ব্যান্ডেজের মতো কাপড় জড়ালেও, গোটা হাতে এমন কাপড় জড়াতে সচরাচর কাউকেই দেখা যায় না। এই ঘটনা সকলের নজর এড়িয়ে গেলেও গাভাসকরের নজর এড়ায়নি।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক তখন ধারাভাষ্য দিচ্ছিলেন। ওই কালো কাপড় জড়িয়ে মাঠে নামা আদৌ বৈধ কিনা, সেই বিষয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘ওটা কী পরেছে ও? ও কী দস্তানা পরেছে, না ব্যান্ডেজ লাগিয়েছে? এটা কি আদৌ বৈধ? আমরা আজকালকার অনেক ক্রিকেটারকেই এমনসব জিনিস পরতে দেখি। আঙুলের মাথায় এগুলো পরা তো আমি না হয় বুঝলাম, অনেকেই আঘাত থেকে আঙুলকে বাঁচাতে এমনটা করে। কিন্তু ও তো হাতের তালুতে এটা লাগিয়েছে।’

পরক্ষণেই গাভাসকর বুঝিয়ে বলেন, কেন তালুতে এই ধরনের কাপড় জড়ানোয় তাঁর আপত্তি। তিনি জানান, ‘এর ফলে উক্ত ফিল্ডার ক্যাচ বা বল ধরার সময় বাড়তি সুবিধা লাভ করতে পারে। অনেকেই এখন এগুলো পরে। এটা প্যাডিং হোক আর না হোক, এটা তো পরার কথা নয়। হ্যাঁ, তবে এখন যদি নিয়মে বদল ঘটে এবং এর অনুমতি থাকে তাহলে অবশ্য কোনো সমস্যা নেই। এখন এত হুটহাট নিয়ম বদলায় যে সবার সব নিয়ম জানার সুযোগও থাকে না।’ রোস্টন অবশ্য এই ম্যাচে কোনো ক্যাচ ধরেননি, তবে বল হাতে নির্ধারিত চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.