বাংলা নিউজ > ময়দান > IND vs WI 4th T20I: পন্তের উপর চটলেন রোহিত! কী এমন করেছিলেন ঋষভ?

IND vs WI 4th T20I: পন্তের উপর চটলেন রোহিত! কী এমন করেছিলেন ঋষভ?

পন্তের উপর চটলেন রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট কিপিংয়ের সময় এমন কিছু করেছিলেন যাকে ঘিরে ঋষভ পন্ত ম্যাচ শেষে আলোচনায় চলে আসেন। সেই সময় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও তাঁর উপর চিৎকার করে উঠলেন। যদিও পরে সকলেই এটাকে মজার মতো করেই নিয়েছিলেন।

নিজের উইকেট কিপিং নিয়ে ফের আলোচনায় কেন্দ্রে চলে এলেন ঋষভ পন্ত। পন্তের এই ব্যবহারে চেঁচিয়ে উঠলেন অধিনায়ক রোহিত শর্মাও। পুরো বিষয়টি জেনে নিন। আসলে ব্যাটিং বা উইকেট কিপিং ঋষভ পন্ত কখনওই শিরোনাম দখলের কোনও সুযোগ হাতছাড়া করেন না। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট কিপিংয়ের সময় এমন কিছু করেছিলেন যাকে ঘিরে ঋষভ পন্ত ম্যাচ শেষে আলোচনায় চলে আসেন। সেই সময় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও তাঁর উপর চিৎকার করে উঠলেন। যদিও পরে সকলেই এটাকে মজার মতো করেই নিয়েছিলেন।

আসলে,ওয়েস্ট ইন্ডিজ যখন ভারতের ১৯২ রানের লক্ষ্য তাড়া করছিল, তখনস্বাগতিক দলের অধিনায়ক পঞ্চম ওভারের শেষ বলে একটি রান চুরি করার চেষ্টা করছিলেন। অফ সাইডে বৃত্তের ভিতরে দ্রুত দাঁড়িয়ে থাকা সঞ্জু স্যামসন সোজা পান্তের গ্লাভসে থ্রো করেন। নিকোলাস পুরান জানত যে সে রান নিতে পারবে না। সে কারণে সে ফিরে আসার চেষ্টাও করেনি।কিন্তু পন্ত তো পন্ত,কয়েক সেকেন্ড বল হাতে থাকার পরেও পুরানকে রান আউট করেননি ভারতীয় উইকেটরক্ষক ঋষভ। এরপর অধিনায়ক রোহিত শর্মা চিৎকার করে পন্তকে পুরানকে আউট করতে বলেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন…  ‘ক্যাপ্টেন আর কোচ আমায় সমর্থন করেছিলেন,’ ম্যাচের সেরা হয়ে কী বললেন আবেশ খান?

আউট হওয়ার আগে নিকোলাস পুরানকে বিপজ্জনক দেখাচ্ছিল। ৮ বলে ৩টি ছক্কা ও ১ চারের সাহায্যে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। পঞ্চম ওভারে,অক্ষর প্যাটেলকে প্রবল চাপে রেখেছিলেন নিকোলাস পুরান। সেই ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক একটি চারের সাথে তিনটি ছক্কা মেরেছিলেন।

আরও পড়ুন… ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও স্কোরই নিরাপদ নয়,’ ১৯০ করেও ভয় পেয়েছিলেন রোহিত!

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি নিয়ে কথা বলতে গেলে, টিম ইন্ডিয়া স্বাগতিকদের ৫৯ রানে পরাজিত করেছে। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯১ রানের শক্তিশালী স্কোর তুলেছিল ভারত। এই রান করার পরে ওয়েস্ট ইন্ডিজকে ১৯.১ ওভারে ১৩২ রানে সীমাবদ্ধ করে ভারত। টিম ইন্ডিয়ার পক্ষে,আবেশ খান,অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণৌই দুটি করে উইকেট নেন। আর্শদীপ সিং ১২ রানে তিনটি উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার প্রমাণিত হয়েছেন। এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আবেশ খান।

বন্ধ করুন