বাংলা নিউজ > ময়দান > IND vs WI: প্রথম ODI জিতেও স্বস্তি নেই ধাওয়ানদের, একধার থেকে সব ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল ICC

IND vs WI: প্রথম ODI জিতেও স্বস্তি নেই ধাওয়ানদের, একধার থেকে সব ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল ICC

ম্যাচ জিতেও শাস্তি পেতে হল ভারতীয় দলকে। ছবি- এপি (AP)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের পরে ICC-র এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন টিম ইন্ডিয়ার শাস্তিবিধান করেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ জিতেও স্বস্তি নেই টিম ইন্ডিয়ার। কেননা জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল ভারতকে।

পোর্ট অফ স্পেনের প্রথম ওয়ান ডে ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত। সব দিক বিবেচনার পরেও ১ ওভার পিছিয়ে ছিলেন শিখর ধাওয়ানরা। ফলে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন প্রথম ওয়ান ডে ম্যাচের শেষে ভারতীয় দলের শাস্তিবিধান করেন। ক্যাপ্টেন ধাওয়ান অপরাধ স্বীকার করে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।

আরও পড়ুন:- লোকেশ রাহুলকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের পথে রোহিতরা, চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন কুলদীপ

উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩০৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলেন শিখর ধাওয়ানরা। গব্বর নিজে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩০৫ রানে আটকে যায়। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ধাওয়ান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন