শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শূন্য রানে আউট হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এর মাধ্যমে তার নামে বেশ কিছু রেকর্ড লেখা হয়। যা কোনও ব্যাটসম্যানই কখনও করতে চাইবেন না। এদিন তিন বলে দুই উইকেট হারায় ভারত। দুজনকেই আউট করেন জোসেফ। কোহলির ঠিক আগে আউট হয়েছিলেন রোহিত শর্মা। ৩.৫ ওভারে জোসেফের বলে হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি। ভারতের তখন স্কোর বোর্ডে ২ উইকেটের বিনিময়ে রান ছিল ১৬।
আবারও শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। আবারও চাপে ফেলেছিলেন ভারতের মিডল অর্ডারকে। তবে এবারটা ঋষভ পন্ত ও শ্রেয়স আইয়ার সামলে নিয়েছিলেন। তবে এদিন শূন্য রানে সাজঘরে ফিরে বেশ কিছু রেকর্ড তৈরি করেছেন বিরাট কোহলি। অবশ্যই রেকর্ড গুলো একেবারেই অবাঞ্ছিত। বিরাটও হয়তো কখনও এই রেকর্ড করতে চাননি। তাই তো প্রায় ৮০ মাস পরে এমন একটা অবাঞ্ছিত কাজ করলেন কোহলি।
প্রায় ৮০ মাস পরে কোহলি কোনও একদিনের সিরিজে একটিও অর্ধশতরান করতে ব্যর্থ হলেন। বেশ কয়েক বছর ধরে খারাপ ফর্ম চলছে বিরাট কোহলির। সময়টাও ভালো যাচ্ছে না তার। তাই তো ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকে ভারতীয় দলের নেতৃত্ব যাওয়ার পরেও ব্যাটে রান পাচ্ছেন না তিনি। প্রায় ৮০ মাস পরে কোনও একদিনের সিরিজে তিনি অর্ধশতরান করতে পারলেন না।
২০১২-১২ সালে ভারত-পাকিস্তান একদিনের সিরিজে মোট ১৩ রান করেছিলেন বিরাট। চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ২৬ রান। এবং ২০১৩-১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ৩১ রান করেছিলেন। বিরাটের যে সময়টা খারাপ যাচ্ছে তা এই রেকর্ড গুলোই স্পষ্ট করে দেয়।