সেঞ্চুরি না করেও ইডেনের প্রথম T20 ম্যাচেই জোড়া বিশ্বরেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি
1 মিনিটে পড়ুন . Updated: 16 Feb 2022, 11:06 AM IST- ইডেনেই মার্টিন গাপ্তিল ও বাবর আজমের নজির টপকে যাওয়ার হাতছানি কোহলির সামনে।
দু'বছরেরও বেশি সময় বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। কোহলি শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে। কাকতলীয়ভাবে বুধবার সেই ইডেনেই ফের মাঠে নামছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে কোহলির ব্যাটে সেঞ্চুরির খরা কাটবে কিনা তা বলা মুশকিল। তবে শতরান না করেও প্রথম ম্যাচেই জোড়া বিশ্বরেকর্ড গড়তে পারেন বিরাট।
প্রথমত, আর মাত্র ৭৩ রান করলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার করবেন কোহলি। আপাতত রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের দখলে। গাপ্তিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩২৯৯ রান সংগ্রহ করেছেন। কোহলির দখলে রয়েছে ৩২২৭ রান।
দ্বিতীয়ত, মাত্র ৪০ রান করলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করা ক্রিকেটারে পরিণত হবেন কোহলি। সেক্ষেত্রে তিনি বাবর আজমের রেকর্ড ভেঙে দেবেন। বাবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫৪০ রান সংগ্রহ করেছেন। রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ৫১৯ রান। কোহলি করেছেন ৫০১। সুতরাং, রোহিতের সামনেও সুযোগ রয়েছে এমন নজির গড়ার।
কোহলি অবশ্য প্রথম ম্যাচে না হলেও, তিন ম্যাচের টি-২০ সিরিজের যে কোনও ম্যাচেই এই দু'টি রেকর্ড নিজের নামে করতে পারেন।