মাইলস্টোন ম্যাচে দুরন্ত মাইলস্টোন বিরাট কোহলির। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন কোহলি। সেই সুবাদে তিনি সব থেকে বেশি টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় বীরেন্দ্র সেহওয়াগকে পিছনে ফেলে দেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট রান সংগ্রহ করার নিরিখে তালিকার পাঁচ নম্বরে উঠে আসেন বিরাট। তাঁর সামনে রয়েছেন কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর ও ভিভিএস লক্ষ্মণ।
উল্লেখ্য, ভারতের জার্সিতে টেস্টে সব থেকে বেশি রান করার নিরিখে সেহওয়াগকে আগের ম্যাচেই টপকে যান বিরাট। তবে বীরু আইসিসি একাদশের হয়ে ১টি টেস্ট খেলেছেন। ভারত ও আইসিসি একাদশের হয়ে সাকুল্যে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে সেহওয়াগ সংগ্রহ করেছেন ৮৫৮৬ রান।
পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দীর্ঘতম ফর্ম্যাটে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল ৮৫৫৫ রান। সুতরাং, সেহওয়াগকে টপকাতে বিরাটের দরকার ছিল মাত্র ৩২ রান। কুইন্স পার্ক ওভালে ব্যক্তিগত অর্ধশতরান করার পথে কোহলি পিছনে ফেলে দেন বীরুকে। তিনি প্রথম দিনের শেষে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৮৭ রান। সুতরাং, টেস্টে কেরিয়ারে বিরাটের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৮৬৪২ রান।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট রান:-
১. সচিন তেন্ডুলকর- ২০০ ম্যাচের ৩২৯টি ইনিংসে ১৫৯২১ রান।
২. রাহুল দ্রাবিড়- ১৬৪ ম্যাচের ২৮৬টি ইনিংসে ১৩২৮৮ রান।
৩. সুনীল গাভাসকর- ১২৫টি ম্যাচের ২১৪টি ইনিংসে ১০১২২ রান।
৪. ভিভিএস লক্ষ্মণ- ১৩৪ ম্যাচের ২২৫টি ইনিংসে ৮৭৮১ রান।
৫. বিরাট কোহলি- ১১১ ম্যাচের ১৮৭টি ইনিংসে ৮৬৪২ রান (লড়াই জারি)।
৬. বীরেন্দ্র সেহওয়াগ- ১০৪টি ম্যাচের ১৮০টি ইনিংসে ৮৫৮৬ রান।
উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বের মোট ১০জন ক্রিকেটার সব ফর্ম্যাট মিলিয়ে ৫০০ আন্তর্জাতিক ম্য়াচের গণ্ডি টপকেছেন। কোহলির আগে আর কেউ নিজের ৫০০তম আন্তর্জাতির ম্যাচে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি। ২০১৩ সালে কেরিয়ারের ৫০০তম ম্যাচে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৪৮ রান করেন। এতদিন সেটিই ছিল ৫০০ ম্যাচের মাইলস্টোনে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি মাইলস্টোন ম্যাচ অর্ধশতরানে স্মরণীয় করে রাখেন।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলছেন দীর্ঘতম ফর্ম্যাটে। বাকি ৯ জন ক্রিকেটার হয় ওয়ান ডে, নতুবা টি-২০ ফর্ম্যাটে কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলেছেন।
কেরিয়ারের ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলে সব থেকে বেশি রান করেছেন কোহলিই। তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি কেরিয়ারের এই পর্যায়ে ২৫ হাজার রানের মাইলস্টোন টপকেছেন। এর আগে কেরিয়ারের ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।