ওয়ান ডের পর টি-টোয়েন্টিতেও ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। টি-টোয়েন্টি সিরিজ হারের পরেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ডের তীব্র সমালোচনা করেন আকাশা চোপড়া। গোটা সিরিজে তাঁর পারফরম্যান্স একদমই সন্তুষ্ট নন আকাশ।
পোলার্ডের বিষয়ে মতামত জানাতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘কায়রন পোলার্ডকে দেখে মনে হচ্ছিল ওর খেলায় মনই নেই। ও বল করেনি এবং ব্যাট করতে নামলেও ওকে স্বাভাবিক ছন্দে দেখায়নি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ও এর থেকে অনেক ভাল খেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে হোক বা এই সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে ওকে (মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়ের তুলনায়) অর্ধেক খেলোয়াড়ও মনে হয়নি। ওর ফিল্ডিং সাজানো থেকে বল না করার সিদ্ধান্ত, কোনোকিছুই ভরসাযোগ্য লাগেনি।’
ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচে খেলার পর, চোটের কারণে শেষ দুই ম্যাচে মাঠে মাঠে নামতে পারেননি তিনি। টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মাঠে ফিরলেও তাঁর পারফরম্যান্সের বিষয়ে যত কম বলা যায় ততই ভাল। তিন ম্যাচে ১১০.৩৪-র স্ট্রাইক রেটে তিনি মাত্র ৩২ রান করেন। এক ওভার বল করে দেন ১৪ রান। সুতরাং, আকাশের সমালোচনা যে যুক্তিহীন নয়, তা পরিসংখ্যানই কিন্তু প্রমাণ করে দিচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।