রবিবার আমদাবাদে ১,০০০ তম একদিনের ম্যাচ খেলছে ভারত। একদিনের ক্রিকেটে দীর্ঘদিনের ইতিহাসে ভারতের সেরা বোলিং পারফরম্যান্সের তালিকা দেখলে রীতিমতো অবাক হতে পারেন। কারণ একদিনের ক্রিকেটে ইতিহাসে এখনও পর্যন্ত ভারতের সেরা বোলিং ফিগার আছে স্টুয়ার্ট বিনির দখলে। যিনি ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি।
২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে সেই দুর্ধর্ষ পারফরম্যান্স তুলে ধরেছিলেন বিনি। ঢাকায় দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় সারির দল। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। মাত্র ৫৮ রানেই অল-আউট হয়ে গিয়েছিলেন মাশরাফি মোর্তাজা। সেটা সম্ভব হয়েছিল বিনির কারণেই। যিনি ৪.৪ ওভারে মাত্র চার রান দিয়ে ছ'উইকেট নিয়েছিলেন। দুটি মেডেন ওভার বল করেছিলেন। ইকোনমি রেট ছিল ০.৮৫। অর্থাৎ বিনির বোলিং ফিগার ছিল ৪.৪-২-৪-৬।
বিনির পর কোনও ভারতীয়রা কোন তালিকায় আছেন?
১) অনিল কুম্বলে: ১৯৯৩ সালের ২৭ নভেম্বর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬.১ ওভারে ১২ রান দিয়ে ছ'উইকেট নিয়েছিলেন। দুটি মেডেনও দিয়েছিলেন।
২) আশিস নেহরা: ২০০৩ সালের বিশ্বকাপে সেই দুর্ধর্ষ স্পেল করেছিলেন নেহরা। ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ২৩ রান দিয়েছিলেন। নিয়েছিলেন ছ'উইকেট।
তারপর তালিকায় আছেন কুলদীপ যাদব, মুরলী কার্তিক, অজিত আগরকর, যুজবেন্দ্র চাহাল, অমিত মিশ্র, শ্রীসন্থরা আছেন। তাঁরা প্রত্যেকেই ছয় উইকেট নিয়েছিলেন। একমাত্র দু'বার ছয় উইকেট নিয়েছিলেন নেহরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।