এমন নাটকীয়ভাবে ইনিংস শুরু হতে পারে, তা ক্রিকেটপ্রেমীদের পক্ষে অনুমান করা সম্ভব ছিল না। ইনিংসের প্রথম বল করতে গিয়েই দীপক চাহার এমন এক কাণ্ড ঘটিয়ে হসেন, যা রীতিমতো অবাক করে দেয় সকলকে।
হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে শুরুতে ব্যাট করেত নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনময়ে ২৮৯ রান তোলে। জয়ের জন্য ২৯০ রানের লক্ষ্যমাত্রা সামেন নিয়ে পালটা ব্যাট করতে নামে জিম্বাবোয়ে।
ইনোসেন্ট কাইয়াকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কাইতানো। ভারতের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। স্ট্রাইকে ছিলেন কাইতানো। নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন কাইয়া। চাহার প্রথম বল করতে দৌড় শুরু করা মাত্রই নন-স্ট্রাইকার কাইয়া ক্রিজ ছেড়ে এগিয়ে যাওয়ার উপক্রম করেন। বিষয়টি নজর এড়ায়নি চাহারের। তিনি ডেলিভারির আগেই বল স্টাম্পে লাগিয়ে দেন।
আইসিসির নিয়ম অনুযায়ী কাইয়া রান-আউট ছিলেন। কেননা চাহার বল স্টাম্পে লাগানোর সময় জিম্বাবোয়ের ওপেনার ক্রিজের বাইরে ছিলেন। তবে মানকাডিং করার পরেও চাহার আউটের আবেদন জানাননি। আবেদন করেনি ভারতের কোনও ক্রিকেটারই। তাই সেযাত্রায় আউট হয়েও বেঁচে যান কাইয়া।
ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
গোটা বিষয়টি এমন দাঁড়ায় যে, চাহার নিতান্ত হালকা চালেই ব্যাটসম্যানকে সতর্ক করেন ক্রিজের বাইরে না বেরোনোর জন্য।
অতীতে বাটলারকে রবিচন্দ্রন অশ্বিনের মানকাডিং করা নিয়ে বিস্তর সমালোচনা হয়। যদিও এক্ষত্রে চাহার প্রশংসিত হচ্ছেন আউট করেও আবেদন না করার জন্য।