চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ফলে হঠাৎ করেই শিকে ছিঁড়েছে বাংলার শাহবাজ আহমেদের ভাগ্যে। ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক শাহবাজ। বাংলার অল-রাউন্ডার আইপিএলেও আরসিবির নির্ভরযোগ্য তারকা হয়ে উঠেছেন। ফলে তাঁর জাতীয় দলে ঢুকে পড়া মোটেও অবাক করেনি ক্রিকেটপ্রেমীদের।
মঙ্গলবার বোর্ডের তরফে ওয়াশিংটনের পরিবর্ত হিসেবে শাহবাজের নাম ঘোষণা করার পরেই সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া শুভেচ্ছা জানান বাংলার তারকা অল-রাউন্ডারকে। প্রথমবার টিম ইন্ডিয়ায় ঢুকে পড়ার পরে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি শাহবাজ নিজেও। তবে তাঁকে বরাবরের মতো দৃঢ়সংকল্প শোনায় সুযোগ কাজে লাগানোর বিষয়ে।
জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে শাহবাজ বলেন, ‘ভারতে ক্রিকেট খেলা প্রত্যেক খেলোয়াড়ই দেশের জার্সি গায়ে চাপাতে চায়। টিম ইন্ডিয়ায় ডাক পাওয়াটা তাই আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। যখনই আমি বাংলার হয়ে খেলতে নেমেছি, নিজের সব কিছু উজাড় করে দিয়েছি। বাংলা দল আমার উপর বিশ্বাস রেখেছিল। সুযোগ পেলে আশা করি আমি নিজের ব্যাটিং ও বোলিং দিয়ে দেশকেও জেতাতে পারব। আশা করি দল আমার অপর আস্থা রাখতে পারবে।’
বাংলা দলকে তো বটেই, শাহবাজ ক্রিকেটার হিসেবে পরিণত হয়ে ওঠার জন্য কৃতিত্ব দিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগকেও। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সুবাদেই তিনি সেরা সব আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ও বিপক্ষে মাঠে নামার সুযোগ পেয়েছেন।
শাহবাজ এখনও পর্যন্ত মোট ১৮টি ফার্স্ট ক্লাস, ২৬টি লিস্ট-এ ও ৫৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৪১.৬৪ গড়ে ১০৪১ রান সংগ্রহ করেছেন এবং উইকেট নিয়েছেন ৫৭টি। লিস্ট-এ ক্রিকেটে ৪৭.২৮ গড়ে ৬৬২ রান করেছেন শাহবাজ। উইকেট নিয়েছেন ২৪টি। টি-২০ ক্রিকেটে ১৯.৬৯ গড়ে ৫১২ রান করেছেন আহমেদ। উইকেট নিয়েছেন ৩৯টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।