শুভব্রত মুখার্জি
পরের মাসেই জিম্বাবোয়ে সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দল। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে। তাতে ভারতীয় দলের কোচ থাকবেন ভিভিএস লক্ষণ। যদিও সিরিজের দিনক্ষণের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
তবে একাংশের দাবি, সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার সিরিজের অন্তর্গত। জিম্বাবোয়ের জন্য এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। কারণ পরের বছর একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে গেলে তাদের এখানে ভালো ফল করতেই হবে। পরের বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ান ডে বিশ্বকাপ।
আরও পড়ুন: IND vs ENG: ‘আমার দলে কোহলির জায়গা হত না’, তীব্র সমালোচনা ভারতের প্রাক্তনীর
সূত্রের খবর অনুযায়ী ভারতের দ্বিতীয় সারির বিরুদ্ধে জিম্বাবোয়ে দল তিনটি ম্যাচ খেলবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে। সম্ভবত ১৫ অগস্ট হারারে পৌঁছাবে ভারতীয় দল। ১৮ অগস্ট প্রথম একদিনের ম্যাচ হতে পারে। পরের দুটি ম্যাচ হবে ২০ অগস্ট এবং ২২ অগস্ট।
উল্লেখ্য, ছয় বছরে এই প্রথমবার জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল শেষবার জুন-জুলাই মাসে জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। সেখানে তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। উল্লেখ্য এই সিরিজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ২৭ অগস্ট থেকে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ শুরু হওয়ার কথা রয়েছে।