বাংলা নিউজ > ময়দান > IND vs ZIM 3rd ODI: শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
ট্রফি নিয়ে ভারতীয় দল। ছবি- টুইটার।

IND vs ZIM 3rd ODI: শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

রাজার মতো লড়েও দলের হার বাঁচাতে পারলেন না সিকন্দর। গিলের প্রথম আন্তর্জাতিক শতরান ভারতের উত্তেজক জয়েই স্মরণীয় হয়ে থাকল।

প্রথম দু'ম্যাচ জিতে ভারত আগেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছিল। এবার তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে জিম্বাবোয়ে দুর্দান্ত লড়াই ফিরিয়ে দেয় ভারতীয় দলকে। যদিও তাতে লজ্জা এড়ানো সম্ভব হয়নি তাদের পক্ষে।

22 Aug 2022, 09:26:06 PM IST

ম্যাচ ও সিরিজের সেরা গিল

৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস ও ২টি অনবদ্য ক্যাচের জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শুভমন গিল। ৩ ম্যাচে ২৪৫ রান করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন গিল। সেই সঙ্গে তিনি পকেটে পুরেছিলেন সিরিজ সেরার পুরস্কারও।

22 Aug 2022, 09:04:06 PM IST

রুদ্ধশ্বাস জয় ভারতের

৪৯.৩ ওভারে ভিক্টর নিয়াউচিকে বোল্ড করেন আবেশ খান। ভারতের ৮ উইকেটে ২৮৯ রানের জবাবে জিম্বাবোয়ে অল-আউট হয়ে যায় ২৭৬ রানে। ১৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করেন লোকেশ রাহুলরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের এটি টানা ১৫ নম্বর ওয়ান ডে জয়। আবেশ ৬৬ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন দীপক চাহার, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। ১টি উইকেট নেন শার্দুল।

22 Aug 2022, 08:53:42 PM IST

শার্দুলের বলে রাজার দুর্দান্ত ক্যাচ ধরলেন গিল

৪৮.৪ ওভারে শার্দুলের বলে রাজার দুর্দান্ত ক্যাচ ধরেন গিল। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ১১৫ রান করেন সিকন্দর। জিম্বাবোয়ে ২৭৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান ভিক্টর নিয়াউচি। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার জিম্বাবোয়ের।

22 Aug 2022, 08:45:21 PM IST

ইভান্সকে ফেরালেন আবেশ 

৪৭.৬ ওভারে ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন আবেশ খান। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন তিনি। জিম্বাবোয়ে ২৭৩ রানে ৮ উইকেট হারায়। জয়ের জন্য শেষ ২ ওভারে ১৭ রান দরকার তাদের। সিকন্দর রাজা ১১৪ রানে ব্যাট করছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিচার্ড।

22 Aug 2022, 08:35:29 PM IST

লড়াকু শতরান রাজার

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন সিকন্দর রাজা। ৪৭ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ২৫৭ রান। জয়ের জন্য ৩ ওভারে ৩৩ রান দরকার তাদের। সিকন্দর রাজা ১০৩ রানে ব্যাট করছেন।

22 Aug 2022, 08:33:12 PM IST

২৫০ ছুঁল জিম্বাবোয়ে

৪৬ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ২৫০ রান। জয়ের জন্য শেষ চার ওভারে ৪০ রান দরকার তাদের। সিকন্দর রাজা ৯৯ রানে ব্যাট করছেন। ২২ রান করেছেন ইভান্স।

22 Aug 2022, 08:28:34 PM IST

৫ ওভারে জিম্বাবোয়ের দরকার ৫২ রান

জয়ের জন্য শেষ ৫ ওভারে জিম্বাবোয়ের দরকার ৫২ রান। তারা ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৮ রান সংগ্রহ করেছে। সিকন্দর রাজা ৮৩ বলে ৯১ রান সংগ্রহ করেছেন।

22 Aug 2022, 08:13:14 PM IST

২০০ টপকাল জিম্বাবোয়ে

৪১তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ২১১ রান। ৭১ বলে ৭৩ রান করেছেন সিকন্দর রাজা। ১৬ বলে ১০ রান করেছেন ব্র্যাড ইভান্স। ৪২ ওভারে জিম্বাবোয়ে সংগ্রহ করে নেয় ৭ উইকেটে ২১৫ রান। অক্ষর প্যাটেল ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। 

22 Aug 2022, 08:01:06 PM IST

শার্দুলের ওভারে ২০ রান

৩৯তম ওভারে শার্দুল ঠাকুর ২০ রান খরচ করেন। পরপর ৩টি চার মারেন সিকন্দর রাজা। জিম্বাবোয়ের স্কোর ৭ উইকেটে ১৯৫ রান। সিকন্দর রাজা ৬৬ বলে ৬৫ রান করেছেন।

22 Aug 2022, 07:46:04 PM IST

লিউক জংউই আউট

৩৫.৫ ওভারে কুলদীপের বলে গিলের হাতে ধরা পড়েন লিউজ জংউই। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৪ রান করেন তিনি। জিম্বাবোয়ে ১৬৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্র্য়াড ইভান্স। সিকন্দর রাজা ৪৬ রানে ব্যাট করছেন। কুলদীপ ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে।

22 Aug 2022, 07:36:37 PM IST

১৫০ টপকাল জিম্বাবোয়ে

৩৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় জিম্বাবোয়ে। ৩৪ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান। সিকন্দর রাজা ৪৩ রানে ব্যাট করছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

22 Aug 2022, 07:28:56 PM IST

রায়ানকে ফেরালেন চাহার

৩২.১ ওভারে দীপক চাহারের বলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন রায়ান। ১৬ বলে ৮ রান করেন তিনি। জিম্বাবোয়ে ১৪৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিউক জংউই।

22 Aug 2022, 07:13:16 PM IST

২০ ওভারে ১৬০ রান দরকার জিম্বাবোয়ের

৩০ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে তাদের দরকার ১৬০ রান। সিকন্দর রাজা ৩৪ বলে ২৫ রান করেছেন। 

22 Aug 2022, 07:02:20 PM IST

কাইতানো আউট

চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরে ফিরে এসে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না কাইতানো। ২৭.২ ওভারে কুলদীপের বলে তাঁকে স্টাম্প-আউট করেন ইশান কিষাণ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ১৩ রান করেন কাইতানো। জিম্বাবোয়ে ১২২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রায়ান বার্ল।

22 Aug 2022, 07:00:39 PM IST

অক্ষরের দ্বিতীয় শিকার চাকাবভা

২৬.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রেগিস চাকাবভা। ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৬ রান করেন জিম্বাবোয়ে দলনায়ক। জিম্বাবোয়ে ১২০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে ফেরেন কাইতানো, যিনি চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন।

22 Aug 2022, 06:48:28 PM IST

অর্ধেক ইনিংস শেষ

জয়ের জন্য শেষ ২৫ ওভারে ১৭৪ রান দরকার জিম্বাবোয়ের। প্রথম ২৫ ওভারে তারা ৩ উইকেটে ১১৬ রান তুলেছে। সিকন্দর ১৯ ও চাকাবভা ১৫ রানে ব্যাট করছেন।

22 Aug 2022, 06:42:29 PM IST

১০০ টপকাল জিম্বাবোয়ে

২২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় জিম্বাবোয়ে। তাদের স্কোর ৩ উইকেটে ১০১ রান। সিকন্দর রাজা ১০ ও চাকাবভা ৯ রানে ব্যাট করছেন।

22 Aug 2022, 06:27:14 PM IST

মুনিয়ঙ্গাকে ফেরালেন আবেশ

১৭.৫ ওভারে আবেশ খানের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন টনি মুনিয়ঙ্গা। ২টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ১৫ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন রেগিস চাকাবভা।

22 Aug 2022, 06:19:57 PM IST

উইলিয়ামসকে ফেরালেন অক্ষর

১৬.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সিয়ান উইলিয়ামস। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন উইলিয়ামস। জিম্বাবোয়ে ৮২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা।

22 Aug 2022, 06:12:14 PM IST

লড়াই চালাচ্ছেন উইলিয়ামস

১৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৭৫ রান। উইলিয়ামস ৩৮ বলে ৩৯ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন। ২৮ বলে ১৪ রান করেছেন টনি।

22 Aug 2022, 05:50:07 PM IST

৫০ টপকাল জিম্বাবোয়ে

১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় জিম্বাবোয়ে। ১১ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৫২ রান। উইলিয়ামস ২৪ বলে ২৮ রান করেছেন।

22 Aug 2022, 05:32:01 PM IST

অবসৃত কাইতানো

৫.২ ওভারের পরে পায়ে টান ধরায় অস্বস্তিতে দেখায় কাইতানোকে। ফিজিও মাঠে নামেন। পরে পুনরায় ব্যাটিং শুরু করেন তিনি। ওভারের শেষ বলে ছক্কাও মারেন। তবে তার পরেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় কাইতানোকে। ৬ ওভারে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৩৬ রান। কাইতানো ১৫ বলে ১২ রান করে প্রাথমিকভাবে মাঠ ছাড়েন।

22 Aug 2022, 05:07:39 PM IST

কাইয়াকে ফেরালেন চাহার

২.৩ ওভারে ইনোসেন্ট কাইয়াকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান দীপক চাহার। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে বল প্যাডে লাগার পরে ব্যাটে লেগেছে বুঝেই রিভিউ নেয় ভারত। ফলে অম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করেন কাইয়া। জিম্বাবোয়ে ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিয়ান উইলিয়ামস।

22 Aug 2022, 04:57:47 PM IST

জিম্বাবোয়ের রান তাড়া করা শুরু

জিম্বাবোয়ের হয়ে ওপেন করতে নামেন কাইতানো ও কাইয়া। বোলিং শুরু করেন দীপক চাহার। ইনিংস শুরুর আগেই চাহার কাইয়াকে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করেন। তবে মানকাডিংয়ের পরে ভারত আউটের আবেদন জানায়নি। নিছক হালকা চালেই চাহার এক্ষেত্রে নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে সতর্ক করেন বলা যায়। প্রথম ওভারে ২ রান ওঠে। ১ রান আসে লেগ-বাই হিসেবে।

22 Aug 2022, 04:29:53 PM IST

জিম্বাবোয়ের টার্গেট ২৯০

ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৮৯ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য জিম্বাবোয়ের দরকার ২৯০। দীপক চাহার ১ ও কুলদীপ যাদব ২ রানে নট-আউট থাকেন। ইভান্স ১০ ওভারে ৫৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

22 Aug 2022, 04:22:30 PM IST

৫ উইকেট ইভান্সের

৪৯.৩ ওভারে ইভান্সের বলে নিয়াউচির হাতে ধরা দেন শার্দুল ঠাকুর। ইভান্স ম্যাচে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন। শার্দুল ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। ভারচ ২৮৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।

22 Aug 2022, 04:18:27 PM IST

গিল আউট

৪৯.১ ওভারে ইভান্সের বলে কাইয়ার হাতে ধরা পড়েন শুভমন গিল। ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন গিল। ভারত ২৮২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার। ইভান্সের এটি ম্যাচে চতুর্থ শিকার। উল্লেখযোগ্য বিষয় হল, জিম্বাবোয়েতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গিল টপকে যান ১৯৯৮ সালে সচিনের খেলা অপরাজিত ১২৭ রানের ইনিংসকে।

22 Aug 2022, 04:10:37 PM IST

অক্ষর প্যাটেল আউট

স্লগ ওভারে স্যামসনের মতোই ব্যাট চালাতে গিয়ে আউট গলেন অক্ষর প্যাটেল। ৪৭.৪ ওভারে নিয়াউচির বলে সিকন্দর রাজার হাতে ধরা পড়েন অক্ষর। ৪ বলে ১ রান করেন তিনি। ভারত ২৭২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। গিল ১২৮ রানে ব্যাট করছেন।

22 Aug 2022, 03:59:50 PM IST

স্যামসন আউট

৪৫.২ ওভারে শর্ট ফাইন-লেগে জীবনদান পান গিল। সেই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি ছক্কা মারেন সঞ্জু স্যামসন। জংউইয়ের ওভারের শেষ বলে কাইতানোর হাতে ধরা পড়ে যান স্যামসন। ১৩ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন স্যামসন। ভারত ২৫৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। গিল ব্যাট করছেন ১১২ রানে।

22 Aug 2022, 03:48:34 PM IST

 সেঞ্চুরি গিলের

১২টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ওয়ান ডে কেরিয়ারের তো বটেই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে গিলের এটি প্রথম শতরান। ৪৪ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। গিল ১০৪ ও স্যামসন ১ রানে ব্যাট করছেন।

22 Aug 2022, 03:45:24 PM IST

হুডা আউট

৪২.৬ ওভারে ইভান্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দীপক হুডা। ৩ বলে ১ রান করেন দীপক। ভারত ২২৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ইভন্সের এটি ম্যাচে তৃতীয় শিকার।

22 Aug 2022, 03:42:58 PM IST

রান-আউট ইশান

৪২.১ ওভারে গিলের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানান ইভান্স। তবে আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় জিম্বাবোয়ে। তবে সেই বলেই রান নেওয়ার চেষ্টায় ক্রিজের বাইরে বেরিয়ে যান ইশান। তিনি আর নন-স্ট্রাইকার প্রান্তের ক্রিজে পিরতে পারেননি। সরাসরি থ্রোয়ে স্টাম্প ছিটকে দেন ফিল্ডার মুনিয়ঙ্গা। ব্যাটের কানা লাগায় গিল বেঁচে যান। তবে রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ইশানকে। তিনি ৫০ রান করে মাঠ ছাড়েন। ভারত ২২৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা।

22 Aug 2022, 03:35:38 PM IST

হাফ-সেঞ্চুরি ইশানের

৬টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। ৪২ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ২২৪ রান। গিল ৯৭ ও ইশান ৫০ রানে ব্যাট করছেন।

22 Aug 2022, 03:26:39 PM IST

২০০ টপকাল ভারত

৪০ ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ২১০ রান। গিল ব্যাট করছেন ব্যক্তিগত ৮৭ রানে। ৭১ বলের ইনিংসে তিনি ১১টি চার মেরেছেন। ইশান ব্যাট করছেন ৫৬ বলে ৪৬ রান করে। তিনি ৬টি চার মেরেছেন।

22 Aug 2022, 03:14:06 PM IST

ব্যাট চালাচ্ছেন গিল

৩৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৮২ রান। ৬০ বলে ৭১ রান করেছেন শুভমন গিল। তিনি ১০টি চার মেরেছেন। ৪৯ বলে ৩৫ রান করেছেন ইশান কিষাণ। তিনি ৫টি চার মেরেছেন।

22 Aug 2022, 03:00:15 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের, দেড়শো টপকাল ভারত

৬টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ৩৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৬১ রান। গিল ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৬০ রান করেছেন। ইশান ৩টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ২৫ রান সংগ্রহ করেছেন। 

22 Aug 2022, 02:52:40 PM IST

পরিস্থিতি সামলাচ্ছেন গিল

৩০ ওভারে ভারেতর স্কোর ২ উইকেটে ১৩০ রান। ৪১ বলে ৪২ রান করেছেন শুভমন গিল। ২৬ বলে ১২ রান করেছেন ইশান কিষাণ। গিল ৬টি চার মেরেছেন।

22 Aug 2022, 02:33:58 PM IST

১০০ টপকাল ভারত

দলগত ১০০ রানের গণ্ডি টপকাতে ২৫ ওভার লেগে গেল টিম ইন্ডিয়ার। অর্ধেক ইনিংস শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০৬ রান। শুভমন গিল ২৬ বলে ২৯ রান করেছেন। তিনি ৫টি বাউন্ডারি মেরেছেন। ১১ বলে ১ রান করেছেন ইশান কিষাণ।

22 Aug 2022, 02:17:32 PM IST

শিখর ধাওয়ান আউট

২০.৬ ওভারে ইভান্সের বলে উইলিয়ামসের হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ভারতের দুই ওপেনারকেই সাজঘরে ফেরান ইভান্স। ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন গব্বর। ভারত ৮৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ। গিল ১০ রানে ব্যাট করছেন।

22 Aug 2022, 02:12:47 PM IST

ধীর ব্যাটিং ভারতের

২০ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭৭ রান। ৬৬ বলে ৩৯ রান করেছেন শিখর ধাওয়ান। তিনি ৫টি চার মেরেছেন। ৯ বলে ৪ রান করেছেন শুভমন গিল।

22 Aug 2022, 01:53:36 PM IST

লোকেশ রাহুল আউট

১৪.৪ ওভারে ইভান্সের বলে ছক্কা মারেন লোকেশ রাহুস। সেই ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৩০ রান করেন রাহুল। ভারত দলগত ৬৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শুভমন গিল।

22 Aug 2022, 01:42:33 PM IST

৫০ টপকাল ভারত

ধাওয়ান-লোকেশের ওপেনিং জুটিতে ৫০ টপকাল টিম ইন্ডিয়া। ১৩ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৪২ বলে ২৮ রান করেছেন শিখর ধাওয়ান। ৩৭ বলে ২০ রান করেছেন লোকেশ রাহুল।

22 Aug 2022, 01:30:59 PM IST

১০ ওভারেও ৫০ টপকাতে পারল না ভারত

১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার দলগত সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। ৩৬ বলে ২৫ রান করেছেন শিখর ধাওয়ান। তিনি ৪টি চার মেরেছেন। লোকেশ রাহুল ২৫ বলে ১২ রান সংগ্রহ করেছেন।

22 Aug 2022, 01:17:47 PM IST

জীবনদান পেলেন ধাওয়ান

৬.৫ ওভারে রিচার্ডের বলে পয়েন্ট ফিল্ডার মুনিয়ঙ্গার হাত থেকে সহজ জীবনদান পান শিখর ধাওয়ান। ৭ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ধাওয়ান ২৯ বলে ১৮ রান করেছেন। রাহুল ১৩ বলে ৭ রান করেছেন।

22 Aug 2022, 01:00:20 PM IST

আগ্রাসী ধাওয়ান, সতর্ক রাহুল

৩ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১৬ রান তুলেছে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করেছেন ধাওয়ান। লোকেশ রাহুল করেছেন ৪ বলে ২ রান।

22 Aug 2022, 12:48:58 PM IST

ধাওয়ানকে নিয়ে ওপেনে রাহুল

শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন রিচার্ড নগারাভা। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন ধাওয়ান। পঞ্চম বলে ফের একটি চার মারেন গব্বর। প্রথম ওভারে ৮ রান ওঠে।

22 Aug 2022, 12:32:11 PM IST

জিম্বাবোয়ের প্লেয়িং ইলেভেন

তাকু কাইতানো, ইনোসেন্ট কাইয়া, সিয়ান উইলিয়ামস, টনি মুনিয়ঙ্গা, সিকন্দর রাজা, রেগিস চাকাবভা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রায়ান বার্ল, লিউক জংউই, ব্র্যাডলি ইভান্স, ভিক্টর নিয়াউচি ও রিচার্ড নগারাভা।

22 Aug 2022, 12:22:32 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

শিখর ধাওয়ান, শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), লোকেশ রাহুল (ক্যাপ্টেন), দীপক হুডা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, দীপক চাহার ও আবেশ খান।

22 Aug 2022, 12:21:57 PM IST

ভারতের প্রথম একাদশে একজোড়া বদল

ভারত ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত রাখে। তবে বোলিং লাইনআপে একজোড়া বদল করে। সিরাজ ও প্রসিধ কৃষ্ণার বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান দীপক চাহার ও আবেশ খান।

22 Aug 2022, 12:20:19 PM IST

ফের টস জিতল ভারত 

প্রথম দু'ম্যাচের মতো সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতল ভারত। এবার টস জিতে লোকেশ রাহুল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম দু'ম্যাচে ভারত টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল।

22 Aug 2022, 12:20:19 PM IST

জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের হাতছানি

প্রথম দু'ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

22 Aug 2022, 12:20:20 PM IST

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতে জিম্বাবোয়েকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। জিম্বাবোয়ে ১৬১ রানে অল-আউট হয়ে যায়। ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেন লোকেশ রাহুলরা। ৩৯ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হল সঞ্জু স্যামসন।

22 Aug 2022, 12:20:20 PM IST

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়ে শুরুতে ব্যাট করে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। রেগিস চাকাবভা ৩৫, ব্র্যাড ইভান্স অপরাজিত ৩৩ ও রিচার্ড নগারাভা ৩৪ রান করেন। দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল ৩টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়েই ১৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ান ৮১ ও শুভমন গিল ৮২ রান করে অপরাজিত থাকেন। চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে নামা দীপক চাহার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.