বাংলা নিউজ > ময়দান > IND vs ZIM: টেলএন্ডারদের আউট করতে না পারার রোগ ফের প্রকট, রেকর্ড করল জিম্বাবোয়ে

IND vs ZIM: টেলএন্ডারদের আউট করতে না পারার রোগ ফের প্রকট, রেকর্ড করল জিম্বাবোয়ে

নজির গড়ে ফেললেন ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগারাভা।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নবম উইেকেটে এই ৭০ রানই জিম্বাবোয়ের সর্বোচ্চ। এই রানের হাত ধরেই জিম্বাবোয়ে ১৮৯ রানের লক্ষ্যে পৌঁছয়। তা না হলে অনেক আগেই শেষ হয়ে যেত জিম্বাবোয়ের ইনিংস।

ভারতীয় বোলারদের দাপটে জিম্বাবোয়ের টপ-অর্ডার ব্যাটারদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে উঠেছিল। কিন্তু টেল এন্ডারের উইকেট ভাঙতে নাকানিচোবানি খেলেন প্রসিধ কৃষ্ণ-অক্ষর প্যাটেলরা। যে কারণে নবম উইকেটে ৭০ রান যোগ করে ফেললেন ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগারাভা। যার জেরে তৈরি হল বড় নজিরও।

ভারত-জিম্বাবোয়ের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/zim-vs-ind-1st-odi-live-live-update-of-india-vs-zimbabwe-1st-odi-match-at-the-harare-sports-club-31660801799189.html

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম বার নবম উইকেটে এত বেশি রান করল জিম্বাবোয়ে। অর্থাৎ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নবম উইেকেটে এই ৭০ রানই জিম্বাবোয়ের সর্বোচ্চ। এই রানের হাত ধরেই জিম্বাবোয়ে ১৮৯ রানের লক্ষ্যে পৌঁছয়। তা না হলে অনেক আগেই শেষ হয়ে যেত জিম্বাবোয়ের ইনিংস।

আরও পড়ুন: ভারতের সঙ্গে অজিদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, উত্তেজিত পন্টিং

টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠায় ভারত। তবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। ৩১ বলে ৪ উইকেট হারিয়ে বসে থাকে জিম্বাবোয়ে। ১০০ রানের আগে পড়ে যায় আরও ২ উইকেট। তবে পাঁচে ব্যাট করতে নেমে অধিনায়ক রেগিস চাকাবভা দলের হাল ধরার কিছুটা চেষ্টা করেছিলেন। ৫১ বলে ৩৫ করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন তিনি। কিন্তু এর বাইরে ইভান্স এবং এনগারাভা ছাড়া বাকিরা ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেনি। যার ফল ভুগতে হল জিম্বাবোয়েকে।

১১০ রানের মধ্যে ৮ উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবোয়ের। কিন্তু সেখান থেকে নবম উইকেটে ৭০ রান যোগ করে ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগারাভা। এনগারাভা ৪২ বলে ৩৪ রান করে আউট হয়ে গেলেও, ইভান্স ২৯ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। আর এই দুই ক্রিকেটারের সৌজন্যেই ১৮৯ রানে পৌঁছয় জিম্বাবোয়ের ইনিংস। তা না হলে আরও খারাপ দশা হত জিম্বাবোয়ের।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, প্রসিধ কৃষ্ণ এবং অক্ষর প্যাটেল। এক উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ভারতীয় বোলাররা দাপট দেখালেও টেল এন্ডারদের জুটি ভাঙতে তাঁরা ব্যর্থ হন। যাইহোক ভারতের সামনে জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য রাখে জিম্বাবোয়ে।

বন্ধ করুন