টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জঘন্যতম ফিল্ডিংয়ের প্রদর্শনী ভারতের। অস্ট্রেলিয়ান ব্যাটারদের কমপক্ষে দুটি ক্যাচ ফস্কালেন ভারতীয় ফিল্ডিংরা। শুধু তাই নয়, আউটফিল্ডে একাধিক বল ফস্কালেন। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ তো প্রশ্ন তুললেন, সেমিফাইনালের মতো বড় ম্যাচে এরকম ফিল্ডিং করে কি জেতা যাবে আদৌও?
বৃহস্পতিবার কেপটাউনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তারপর থেকে ভারতের জঘন্যতম ফিল্ডিংয়ের প্রদর্শনী শুরু হয়। ৮.২ ওভারে স্নেহ রানার বলে উইকেটের পিছনে সহজ ক্যাচ ফস্কান রিচা ঘোষ। চতুর্থ স্টাম্পে বল রাখেন স্নেহ। ল্যানিংয়ের ব্যাটের কাণায় লেগে উইকেটের পিছনে রিচার হাতে বল যায়। একেবারে সহজ ক্যাচ ছিল। কিন্তু ফেলে দেন রিচা। সেইসময় এক রানে খেলছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। যিনি শেষপর্যন্ত ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। শুধু তাই নয়, সেইসময় উইকেট পড়লে পরপর দু'ওভারে দু'উইকেট হারিয়ে চাপে পড়ে যেত অস্ট্রেলিয়া।
কিন্তু সেখানেই শেষ হয়নি ভারতের ফিল্ডিং দুর্দশার। ৯.৪ ওভারে রাধা যাদবের বলে বেথ মুনির ‘ললিপপ’ ক্যাচ ফস্কান শেফালি বর্মা। লেগস্টাম্পে ফুল বল করেন রাধা। লং-অনের বাউন্ডারির কাছে শেফালির হাতে সহজ ক্যাচ যায়। কিন্তু তালুবন্দি করতে পারেননি ভারতীয় তারকা। উলটে চার রান হয়ে যায়। যিনি সেইসময় ২৬ বলে ৩২ রানে খেলছিলেন। জীবনদান পেয়ে ৩৭ বলে ৫৪ রান করে যান মুনি। পরে আরও একটি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন রিচা। আর আউটফিল্ডে তো ভারতীয় ফিল্ডাররা জঘন্য ফিল্ডিংয়ের প্রদর্শনীতে সামিল হন।
আরও পড়ুন: IND vs AUS WC Semi-Final Live Updates - সেমিফাইনালে ভারতকে কঠিন টার্গেট দিল অস্ট্রেলিয়া
ভারতের ফিল্ডিংয়ের সেই হাল দেখে ধারাভাষ্যের সময় ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বলেন, ‘আপনি আপনার ফিল্ডিং বিভাগকে সেরা থাকতে হবে। উইকেট পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে বোলাররা। কিন্তু ফিল্ডারদের সাহায্য করতে হবে।’ শুধু তাই নয়, নেটিজেনরাও হতাশা প্রকাশ করতে থাকেন। এক নেটিজেন বলেন, 'ভারতীয় ফিল্ডিং (ভয়ঙ্কর)। ওই ক্যাচটা ফেলার জন্যই স্রেফ শেফালিকে দল থেকে বের করে দেওয়া উচিত। দুই ব্যাটার জীবনদান পেলেন।' অপর একজন বলেন, ‘ভারতীয় ফিল্ডিং! হে ভগবান! ধ্যার! এরকম বড় ম্যাচে এটা কী ফিল্ডিং!’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।