বাংলা নিউজ > ময়দান > IND W vs AUS W: 'টিকিট শেষ!' অবিশ্বাস্য সমর্থন স্মৃতিদের, বললেন 'দর্শকদের জন্য এই জয় এসেছে'

IND W vs AUS W: 'টিকিট শেষ!' অবিশ্বাস্য সমর্থন স্মৃতিদের, বললেন 'দর্শকদের জন্য এই জয় এসেছে'

ভারতের দলকে সমর্থন। (ছবি সৌজন্যে, টুইটার @Sup_Harman ও বিসিসিআই)

IND W vs AUS W: স্মৃতি মন্ধানারা মারছিলেন, তখন পুরো গমগম করছিল ডিওয়াই পাতিল স্টেডিয়াম। প্রতিটি ভালো শট, প্রতিটি বাউন্ডারিতে পুরো গমগম করছিল ডিওয়াই পাটিল স্টেডিয়াম। সুপার ওভারের সময় তো মনে হচ্ছিল, মাঠে এক লাখ দর্শক আছেন।

'স্টেডিয়াম ভরতি, টিকিট শেষ' - বিকেলেই নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামের সামনে ঝুলছিল প্ল্যাকার্ড। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে ম্যাচ শুরু হওয়ার আগে এরকম দৃশ্য সম্ভবত কোনওদিন দেখা যায়নি। শুধু তাই নয়, খেলার সময় মাঠ পুরো গমগম করছিল। বিশেষত সুপার ওভারের সময় তো স্টেডিয়ামে মন্ত্রমুগ্ধ পরিবেশ তৈরি হয়েছিল।

রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা দল। মহিলা আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়া সিরিজে কত দর্শক আসেন, সেদিকে নজর ছিল ক্রিকেট মহলের। তাতে একেবারে লেটার মার্কস মিলেছে। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের জন্য সমর্থনের ঢেউ ওঠে। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে প্ল্যাকার্ড ঝোলানো হয়, 'স্টেডিয়াম ভরতি, টিকিট শেষ।'

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দীর্ঘদিন যাঁরা ভারতের মহিলা ক্রিকেট দেখেন, তাঁদের মতে, এরকম দৃশ্য কখনও দেখা যায়নি। পুরুষ ক্রিকেট দলের ক্ষেত্রে বিষয়টা সাধারণ হলেও মহিলাদের কার্যত ফাঁকা স্টেডিয়ামেই খেলতে হত। ২০১৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে ওঠার পর স্মৃতি, হরমনদের সমর্থন আরও বাড়তে শুরু করে। তারপরও 'স্টেডিয়াম ভরতি, টিকিট শেষ' প্ল্যাকার্ড দেখা যায়নি।

সেই পরিস্থিতিতে ম্যাচের সময় মাঠে যে আলাদাই অনুভূতি হবে, তা বোঝা যাচ্ছিল। কিন্তু যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তাও ছাপিয়ে গিয়েছে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে এক উইকেটে ১৮৭ রান তোলার পর স্মৃতিরা যখন পালটা মারতে থাকেন, তখন পুরো গমগম করছিল ডিওয়াই পাতিল স্টেডিয়াম। প্রতিটি ভালো শট, প্রতিটি বাউন্ডারিতে পুরো গমগম করছিল ডিওয়াই পাটিল স্টেডিয়াম। মনে হচ্ছিল, মাঠের যেন প্রত্যেকে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে গলা ফাটাচ্ছিলেন স্মৃতিদের জন্য। সুপার ওভারের সময় তো মনে হচ্ছিল, মাঠে এক লাখ দর্শক আছেন।

আরও পড়ুন: INDW vs AUSW: অভাবনীয় সমর্থন, স্টেডিয়ামে হাজির ৪৭ হাজার দর্শককে ভিকট্রি ল্যাপে কুর্নিশ হরমনপ্রীতদের, ভিডিয়ো

দর্শকদের সমর্থনে অভিভূত হয়ে যান ভারতের সহ-অধিনায়ক স্মৃতি। তিনি বলেন, ‘মাঠে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ। অসাধারণ - অসাধারণ পরিবেশ। আমাদের দেশবাসী যদি আমাদের সমর্থন করতে (মাঠে) আসেন, তাহলে আমাদের দারুণ লাগে। অবিশ্বাস্য ম্যাচ। এটা একেবারেই ভাবতেই পারিনি। আমার মতে, এটা সম্ভব হয়েছে মানুষের সমর্থনের জন্য। দয়া করে এভাবেই মাঠে আসতে থাকুন। আপনাদের গর্বিত করার চেষ্টা করব আমরা।’

আরও পড়ুন: INDW vs AUSW: 'শুরুতে ব্যর্থ হলেও সবসময় ওকে ব্যাক করেছি', রিচার মারকাটারি ইনিংসে উৎফুল্ল হরমন

পরে টুইটারেও দর্শকদের সমর্থন জানান স্মৃতি। যিনি ৪৯ বলে ৭৯ রানে অপরাজিত থাকার পর 'এক ওভারের এলিমিনেটরে' (সুপার ওভার) তিন বলে ১৩ রান করেন। স্মৃতি বলেন, 'দুর্ধর্ষ সমর্থকদের সামনে দলগত জয়। পরের ম্যাচটার জন্য অপেক্ষা করতে পারছি না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুর্নীতি ঢাকতে ২০১৬তেই OMR শিট সংরক্ষণের বিধি বদল? বিস্ফোরক অভিযোগ SSCর বিরুদ্ধে Video: পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০ কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী, হলটা কী? চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.